নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ভোট

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩



ভোট ক্ষমতা লাভের মোক্ষম উপায়
বলে লোকেরা ভোটের দখল নিজের
আয়ত্বে রাখতে চায়।উচিত কাজের
কিছু কি কেউ এখানে বজায় রাখবে?
সমচিত কাজে কেউ ক্ষমতা হারায়
এমন বিবেক নেই দূর্নীতি বাজের;
ওদের মগজ মাঝে লুকানো খাঁজের
মধ্যে সব নৈতিকতা আটকানো পাবে।

কতিপয় দিয়ে দেয় সকলের ভোট
ভাড়াটে ভোটার বৃন্দ কি কাজের লোক
ভোট দখলেতে তারা সব এক জোট।
ভোটের বেগরে মরে কেউ দেয় শোক
মারামারি কাটাকাটি ভোটের এ চিত্র
আমাদের প্রিয় দেশে নিতান্ত পবিত্র।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

নজসু বলেছেন:


একদম ঠিক বলেছেন শ্রদ্ধেয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আজকের তারিখটা দেকেহছেন?

৬-১২-১৮ ইং
এটা শুধুই তারিখ না!
৬-এর নামতা!!

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সনেট কবি বলেছেন: খুব চমৎকার বিষয় আপনার নজরে পড়েছে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:

১৯৭৩ সালের পর থেকে ক্রমেই ভোটের গুরুত্ব কেড়ে নিয়েছে দুষ্টরা

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

সনেট কবি বলেছেন: ভোট কেমন হবে মানুষ এখন শুধু এটাই দেখার অপেক্ষায়।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ভোট রাজনীতি!! উপমহাদেশের পরিবেশকে ক্রমশ কলুষিত করে তুলছে। পোস্টে লাইক।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

সনেট কবি বলেছেন: এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। নতুবা গণতন্ত্র রাবারস্ট্যাম্পে পরিণত হবে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

সাইন বোর্ড বলেছেন: ভোট এখন ক্ষমতার নবায়ন ছাড়া অার কিছুনা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

সনেট কবি বলেছেন: গণতন্ত্র এখন অর্থহীন হয়ে পড়েছে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সঠিক কথা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

সনেট কবি বলেছেন: সংশ্লিষ্ট সবার শুভবোধের উদয় হোক।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

বলেছেন: Nice poem

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

সনেট কবি বলেছেন: আমরা লেখাপড়া করে মানুষ না হয়ে অমানুষ হয়ে পড়ছি।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২

হাবিব বলেছেন: কেমন আছেন প্িয় কবি

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

সনেট কবি বলেছেন: আহহামদুলিল্লাহ আল্লাহ যেমন চেয়েছেন তেমন রেখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.