![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সতিনের ঝড়ে পড়ে তোমার মুখের
ফ্যাকাশে কাতর দৃষ্টি দেখেছি নিরবে
কতনা আমার ছিলে একদা শৈশবে
মিলেনি সে জুটি হতে স্বজনের সাড়া।
দেখছি এখন অশ্রু তোমার চোখের
ভাবছি এখন তবে তোমার কি হবে?
ঘটনা সম্মুখে আর কিভাবে গড়াবে?
ফিরেছি একলা শেষে সমাধান ছাড়া।
দু’জন দু’দিকে গেছি দূর্ভাগ্যে অনেক
তোমায় দেবার মত আর স্থান নেই
সেথায় আমার পাশে আছে অন্য এক
সাথী বলে এখন যে মানছি তাকেই।
অপরে নিয়েছে স্থান যা ছেড়েছ তুমি
তোমায় প্রদানে স্থান অপারগ আমি।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
হাবিব বলেছেন: সতিন কে?
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
সনেট কবি বলেছেন: ওটা গল্প।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর চাচাজ্বী।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময় !
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
আরোহী আশা বলেছেন: সুন্দর++
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭
ঝিগাতলা বলেছেন: অপারগ হলে কি হবে?
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
সনেট কবি বলেছেন: অপারগ হলে আর কিছুই করার থাকে না।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন