![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সুষ্ঠ ভোট হবে সেটা বিশ্বাস করে না
দেশের ভোটারগণ, একটাই ভয়
এদেশে ভোটের ক্ষেত্রে নয় ছয় হয়,
এখনো এখানে আছে বিবেক অভাব।
কিছুলোক নীতিবান হতেই পারে না
তাদের অন্তরে থাকা দূর্নীতি সঞ্চয়
তাদের বিকল করে পুরো বোধদয়
অপরাধ করাটাই তাদের স্বভাব।
জানিনা এদেশে কবে পাব সুষ্ঠভোট
ভেঙ্গেযাবে জনতার জেগে থাকা ঘুম
দৃঢ়ভাবে তৈরী হবে সততার জোট।
অপরাধ যন্ত্রণার হতে উপশম
সৎ হয়ে যেতে হবে নাগরিক দল
তাহলে দূর্নীতি তবে হবেই দূর্বল।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪১
সনেট কবি বলেছেন: খারাপ দৃষ্টান্ত যারা তৈরী করে তারা ভাললোক নয়।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
সুষ্ঠু ভোটের আরেকটা কন্ডিশন হলো, উপযুক্ত কেন্ডিডেট; শেখ হাসিনার এলাকায়, মানুষ স্বেচ্চায় ভোট দেবেন; শামীম ওসমানের এলাকায় মানুষ ভয়ে ভোট দেবেন; মির্জা ফখরুলকে মানুষ উৎসাহের সাথে ভোট দেবেন না।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
সনেট কবি বলেছেন: এসব কারণে মানুষ নিতান্তই বিরক্ত।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
১৯৭০ সাল ও ১৯৭৩ সালে, ভোট কেনার, কিংবা জাল ভোটের দরকার হয়নি
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬
সনেট কবি বলেছেন: সুষ্ঠভোট না হলে ভোটের প্রতি আগ্রহ নিস্তেজ হয়ে যায়। তখন ভোটের গরজ কম থাকে।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
হাবিব বলেছেন: গত নির্বাচনেও কি জাল ভোট পড়েছিল.........?
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮
সনেট কবি বলেছেন: দশম সংসদ নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদন্দ্বিতায় জিতেছিলেন। তাঁদের ভোটের প্রয়োজন হয়নি।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: সুষ্ঠ ভোট স্বাধীনতার পর আমাদের দেশে কবে হইছে?
যে দল হারবে সে দল বলবে কারচুপি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে ইত্যাদি ইত্যাদি।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭
সনেট কবি বলেছেন: ভোট করতে হবে পরাজয় স্বীকার করার মত।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯
ল বলেছেন: ভোট আর জোট দুইটাই ডেঞ্জার আমাদের জন্য
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই আশা নিয়ে বেঁচে আছি...
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
ঢাবিয়ান বলেছেন: ভাল লিখেছেন।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
নূর আলম হিরণ বলেছেন: এবার প্রথম নির্বাচিত সরকার ভোটের আয়োজন করতে যাচ্ছে। পৃথিবীতে দুর্বল দেশগুলি অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করে থাকে এবং সে নির্বাচন গুলি সুষ্ঠ হয় না।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভোট,, অধিকার থাকিলেই কি না থাকিলেই কি? পার্থি তো সেই গেদুর বাপ ই।। অন্য কেউ আসবে কি? না
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রক্সি বুথ দখল বা জ্যাম - এগুলো এখন ভোট সর্বস্ব রাজনীতির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বরং সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়াটাই যেন এখন অলীক হয়ে দাঁড়িয়েছে।
সনেট বরাবরের মতই ভালো হয়েছে।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
সুষ্টু ভোটের পরিবেশ ১৯৭৫ সালের পর থেকে ক্রমেই বিলিন হয়ে গেছে; জেনারেল জিয়ার হ্যাঁ/না ভোট ছিল পুরোপুরি জাল। এরপর ক্রমেই শুরু হয় ভোট বেচাকেনা, এটা ছিলো জামাতের বড় অবদান; তারা আরব ও পাকিস্তান থেকে টাকা নিয়েএসেছিলো। এখন সবার কাছে টাকা আছে; ২০% ভোট বেচাকেনা হলে, "সুষ্টু ভোটের কোন মুল্য" নেই।