নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আমি কেন মুসলিম?

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১১



আমি কেন মুসলিম? কারণ আমার
বিশ্বাস, ইসলামের সব কথা ঠিক,
এর বিপরীত কিছু নয়তো সঠিক,
সেজন্য মানি না আমি সেরকম কিছু।
তুলনা করেছি আমি অন্যের কথার
কিছুতে আমার মন ফিরেনি সে দিকে
ইসলাম মান্যতায় থেকে প্রাত্যহিক
ঘুরিনা সেজন্য আমি অন্য কারো পিছু।

একালের ভগবান বিজ্ঞানের মতে
চলিনা এ ইসলাম ছেড়ে হয়ে ভ্রান্ত
দৃঢ়ভাবে জমে আছি আমি নিজ মতে।
ভেবেই নিয়েছি আমি আমার সিদ্ধান্ত
অন্যমত গ্রহণেতে পাইনাতো যুক্তি
জাহান্নাম হতে সেথা নেই কোন মুক্তি।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

ইসলাম ইন লাইফ বলেছেন: সুন্দর সনেট! মাশাআল্লাহ।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

আলমগীর কাইজার বলেছেন: দারুণ লিখেছেন সনেট কবি।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি আপ‌নি সবাই জন্ম সূ‌ত্রে মুস‌লিম। বাবা মা মুস‌লিম। তাই তা‌দের সন্তান হিসা‌বে আ‌মিও মুস‌লিম। এখা‌নে আমার খুব বেশী কৃ‌তিত্ব নেই।

আ‌মি আপ‌নি সবাই জন্ম সূ‌ত্রে মুস‌লিম। বাবা মা মুস‌লিম। তাই তা‌দের সন্তান হিসা‌বে আ‌মিও মুস‌লিম। এখা‌নে আমার খুব বেশী কৃ‌তিত্ব নেই।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

সনেট কবি বলেছেন: ঈমান না থাকলে জন্মসূত্র কোন কাজে আসবেনা।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

রাজীব নুর বলেছেন: আসসালামুয়ালাইকুন,
শুভ সকাল চাচাজ্বী।
খুব সুন্দর একটা সনেট পড়ে দিন শুরু করলাম।
আল্লাহ আপনার ভালো করুক।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ত‌র্কে খা‌তি‌রে ধ‌রে নিন, আপ‌নি হিন্দুর ঘ‌রে জ‌ন্মে‌ছেন। তখন কি কর‌তেন একটু ব্যাখ্যা করুন। জন্ম সূত্র বড় ক‌ঠিন সূত্র।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

সনেট কবি বলেছেন: জন্মসূত্রে মুসলমান না হয় হইলাম কিন্তু মুসলমান রইলাম কোন সূত্রে? ইসলাম ছেড়ে যে গেলাম না সেটার ক্রেডিট যাবে কোথায়? অনেকেইতো ইসলাম ছেড়ে যায়!

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ মোহাম্মদ সাজ্জাদ হোসেন- জনাব, আপনার বলা কথাগুলো আমি সনেট কবিকে আবারো বলতে চাই । সনেট কবি মুসলিম ।

কেন ?

তার পিতামাতা মুসলিম, তাই তিনি মুসলিম । এতে তার কৃতিত্ব কোথায় ?

জন্মসূত্রে মুসলিম বলে অতি স্বাভাবিক কারণেই তার পৈত্রিক ধর্ম তার কাছে শ্রেষ্ঠ মনে হবে । নিজ ধর্মের গুণগান করে তিনি কবিতা লিখবেন ।

কিন্তু প্রশ্ন হচ্ছে যে, তিনি যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতেন ?

অথবা খৃস্টানের ঘরে ? অথবা বৌদ্ধ পরিবারে ?

তখন কি হতো ?

জন্মসূত্রে পাওয়া ধর্ম নিয়ে এত বড়াই করার কি আছে ?

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

সনেট কবি বলেছেন: মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলে অনেকে যেমন ইসলাম গ্রহণ করে আমিও তেমন ইসলাম গ্রহণ করতাম। যেহেতু অনেকের মত আমি ইসলাম ছেড়ে যাইনি কাজেই বড়াই করার অনেক কিছু আছে। সেই সাথে আছে আল্লাহর শুকরিয়া কারণ তিনি আমাকে হেদায়েতের পথে রেখেছেন।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

স্বপ্নডানা১২৩ বলেছেন: ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ মোহাম্মদ সাজ্জাদ হোসেন- জনাব, আপনার বলা কথাগুলো আমি সনেট কবিকে আবারো বলতে চাই । সনেট কবি মুসলিম ।

কেন ?

তার পিতামাতা মুসলিম, তাই তিনি মুসলিম । এতে তার কৃতিত্ব কোথায় ?

জন্মসূত্রে মুসলিম বলে অতি স্বাভাবিক কারণেই তার পৈত্রিক ধর্ম তার কাছে শ্রেষ্ঠ মনে হবে । নিজ ধর্মের গুণগান করে তিনি কবিতা লিখবেন ।

কিন্তু প্রশ্ন হচ্ছে যে, তিনি যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতেন ?

অথবা খৃস্টানের ঘরে ? অথবা বৌদ্ধ পরিবারে ?

তখন কি হতো ?

জন্মসূত্রে পাওয়া ধর্ম নিয়ে এত বড়াই করার কি আছে ?

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ত‌র্কে খা‌তি‌রে ধ‌রে নিন, আপ‌নি হিন্দুর ঘ‌রে জ‌ন্মে‌ছেন। তখন কি কর‌তেন একটু ব্যাখ্যা করুন। জন্ম সূত্র বড় ক‌ঠিন সূত্র।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

সনেট কবি বলেছেন: বলেছেন: মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলে অনেকে যেমন ইসলাম গ্রহণ করে আমিও তেমন ইসলাম গ্রহণ করতাম। যেহেতু অনেকের মত আমি ইসলাম ছেড়ে যাইনি কাজেই বড়াই করার অনেক কিছু আছে। সেই সাথে আছে আল্লাহর শুকরিয়া কারণ তিনি আমাকে হেদায়েতের পথে রেখেছেন।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: সনেটে মুগ্ধতা।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

ঢাবিয়ান বলেছেন: অনেকে যারা প্রশ্ন রেখেছেন অন্য ধর্মের ঘরে জন্ম নিলে কি করতেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।

যুগ যুগ ধরে মানুষ ধর্ম পালন করে আসছে কারন, এইর মাঝেই আছে, মানসিক শান্তি, আত্মিক শান্তি এবং সর্বপরি সামাজিক শান্তি। ব্লগে যারা খুব বেশি ধর্মহীনতা দেখায় , বাজী ধরে বলতে পারি যে এরা সবাই ব্যক্তিগত জীবনে কোন না কোন ধর্ম অবস্যই পালন করে। হয়ত সেটা ধার্মিকের মত করে নয়। যারা ধার্মিক তাদের সাথে অন্যদের এটুকুই পার্থক্য যে ধার্মিক ধর্মকে অন্তর থেকেই গ্রহন করেছে সুতরাং সেখানে এই ''অন্য ধর্মের ঘরে জন্ম নিলে কি করতেন? '' প্রশ্নটা কেবলই তাকে বিব্রত করার উদ্দেশ্যেই করা।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

সনেট কবি বলেছেন: যে কোন পরিবার কোন না কোন ধর্ম অথবা মতের। এরপর প্রত্যেকে তার পছন্দের মতে থাকে অথবা পছন্দের মত গ্রহণ করে। নিজ যোগ্যতায় সঠিক মতে থাকা বা সঠিক মত গ্রহণ করা অবশ্যই পুরস্কারযোগ্য কাজ।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

বলেছেন: মুসলিম আমি সংগ্রামী আমি

আমি চির রনবীর

আলকাহকে ছাড়া ভয় করি না


নারায়ে তাকবির
নারায়ে তাকবির।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

সনেট কবি বলেছেন: আল্লাহকে ছাড়া কাউকে মানি না
নারায়ে তাকবির।

আর আল্লাহকে ছাড়া কাউকে মেনে কোন লাভও দেখি না। সেজন্যইতো শুধু আল্লাহকেই মানি।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

পবিত্র হোসাইন বলেছেন: আলহামদুলিল্লাহ আমি মুসলিম

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

সনেট কবি বলেছেন: মুসলিম হওয়ার জন্য অবশ্যই আল্লাহর শুকরিয়া। আর মুসলিম না হতে পারলে সেটা আমাদের জন্য খুব আফসুসের বিষয় হতো।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের মুসলিম হিসেবে কবুল করুন। আমীন

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: আল্লাহ আপনাকে কবুল করুক

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

পলাশবাবা বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই ,

আপনি ঠিক বলেছেন, আমি বা আপনি হিব্দু ,খ্রিষ্টান বা বৌদ্ধ পরিবারে জন্মালে প্রাথমিক অবস্থায় হিব্দু ,খ্রিষ্টান বা বৌদ্ধ হতাম। কিন্তু এই প্রতি টা ধর্মেই মহানবী হযরত মুহাম্মাদ সাঃ এর আগমনে র ভবিষ্যৎ বানী করা হয়েছে। সমস্যা হল এইসব ধর্মের অনুসারীদের ধর্মীয় গ্রন্থ পড়ার রীতি নাই। এরা পুরোপুরি ধর্মীয় পুরোহিত এর উপর নির্ভরশীল । ঐ সকল ধর্মীয় গ্রন্থ পড়ার পর বিশ্লেষন করে ইসলামে ফেরত আসতে আসলে অনেক দেরী হয়ে যেত। ভালো হয়েছে মুসলিম পরিবারে জন্ম হয়েছে আর ডাইরেক্ট কোরআন হাদিস হাতে পেয়েছি। ।।

কোরআন হাদিস আর প্রসিদ্ধ তাফসির পড়ে দেখতে পারেন। মনের সব প্রশ্নের জবাব পাবেন আল্লাহ চাহে তো।

[বি দ্রঃ মহানবী সাঃ , চার খলিফা, তাবয়ী, তাবে তাবেয়ী, ইসলামের মাজহাবের ইমাম বৃন্দ আমলে আমার আপনার চেয়ে অনেক বড় মাপের ইসলাম বিদ্বেষী ছিল। তারা উনাদের বিব্রত করার জন্য আমার আপনার চেয়ে অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতেন। কিন্তু কোন লাভ হয় নাই। উনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি ও আপনিও ইন শা আল্লাহ পাব। খোলা মন নিয়ে পড়াশোনা করতে হবে। ]

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সনেট কবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন। এখন যার বুঝার সে বুঝলেই হয়।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

নিউজপ্রিন্ট বলেছেন: ভালো আত্মা, খারাপ আত্মা বলে একটি কথা আছে, আমি হয়তো মুসলিম এই কারণে আমার আত্মা ভালো আর তাই মহান আল্লাহ আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, নয়তো আফ্রিকার গহীন জঙ্গলে নেংটা শয়তান ও হতে পারতাম - কোনো সন্দেহ আছে ? আমি মুসলিম আমার গর্ব বা অহংকার নয়, আমি আর সবার থেকে এগিয়ে আছি শত শহশ্র কোটি মাইল, শুধু ভালো কাজ আর পূণ্য করলেই আমি কাল কেয়ামতে নাজাত পাবো, অন্য ধর্মে ইসলাম মতে সেই স্বীকৃতি কিন্তু নেই ।।

মা বাবা মুসলিম বা জন্মগত মুসলিম হওয়া চাট্টিখানি কথা নয় - ব্লগে তালমাতাল করছেন অনেকে, আপনি ভাগ্যবান কারণ আপনি জন্মগতভাবে মুসলিম।


১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সনেট কবি বলেছেন: জন্মগত মুসলিমত্বের সৌভাগ্যের জন্য অমুসলিমদের সন্তান জন্মদান বন্ধ রাখা যায় না। ওরা সমস্যার কথা বলছে অথচ সমাধানের কথা বলে না। কেউ জন্মগত অমুসলমান হওয়াতে যারা জন্মগত মুসলিম তাদের দায়টা কোথায়? জন্মগত যারা অমুসলিম তাদের প্রশ্নে জবাব না হয় আল্লাহ হাসরের মাঠে দিবেন। আল্লাহতো বলেছেন তিনি বিনা কারণে কিছু করেন না। কাজেই জন্মগত মুসলিম বা অমুসলিম হওয়ার পিছনে নিশ্চেই কোন না কোন কারণ আছে।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সহমত নিউজপ্রিন্ট,
মা বাবা মুসলিম বা জন্মগত মুসলিম হওয়া চাট্টিখানি কথা নয় - আপনি ভাগ্যবান কারণ আপনি জন্মগতভাবে মুসলিম। - সোবাহান আল্লাহ

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

সনেট কবি বলেছেন: সবাইকে জন্মগত মুসলমান হওয়ার সৌভাগ্য প্রদানের জন্যতো আর অমুসলমানদের সন্তান জন্মদান বন্ধ করে রাখা যায় না। কাজটা যেহেতু আল্লাহর কাজেই জন্মগত মুসলমান হওয়া না হওয়ার পিছনে নিশ্চয়ই কোন না কোন কারণ আছে। কারণ আল্লাহ বিনা কারণে কিছু করেন না।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

তারেক ফাহিম বলেছেন: পৈত্রিক সুত্রে পাওয়া নামমাত্র মুসলমান।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সনেট কবি বলেছেন: পৈত্রিক সূত্রে নাম মাত্র মুসলমান হওয়া যায়। প্রকৃত মুসলমান হতে ঈমান ও আমল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.