![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কিছুই পড়েনা মনে লিখছিনা তাই
চুপচাপ বসে আছি জানালার ধারে
মশার বেসুর গান শুনি বারে বারে
সইতে এ জ্বালাতন আর পারছিনা।
ইচ্ছেকরে শিল্পীটাকে দেই থাপড়াই
অবশেষে নেমে পড়ি বিপদ উদ্ধারে
অগত্যা মেরেই ফেলি ক্ষুদ্রশিল্পীটারে
এভাবে সামান্য শত্রু আমরা ছাড়িনা।
খুনির রক্তে রঞ্জিত খুনির দু’হাত
অসভ্য খেয়েছে তার রক্ত চুষে বেশ
অবশেষে খুশীমনে হই চিৎপাত
অন্তরে ছড়িয়ে পড়ে আনন্দের রেশ।
কবিতা হবেনা আজ ভাব নেই বলে
ক্রমেই শান্তির ঘুমে পড়ি যেন ঢলে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
সনেট কবি বলেছেন: সহমত।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
নজসু বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent.
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চরিত্রবান মানুষ কখনোই অন্যের ফল গাছে পাথর ছুড়ে মারবে না। হোক না সেই গাছের ফল অনেক মিষ্টি।
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: সহমত।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭
হাবিব বলেছেন: কবিতা না এলেও সনেট তো আর থেমে থাকে নি.......
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
সনেট কবি বলেছেন: কি আর করব দুঃখের কথা সনেটেই লিখে ফেললাম।
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: সহজ-সরল সুন্দর সনেট ।
বিনম্র শ্রদ্ধা শুভকামনা রইল শ্রদ্ধেয় কবিভাইকে।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুড়ে মারা হয়।