![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
একটা ভাল কবিতা হারিয়ে ফেলেছি
যা ছিল চমৎকার প্রীতি অনুভবে
সাজানো গোঁছানো খুব। সাদা ধবধবে
হাঁস দেখে হাঁসফাঁস হয়েছে অন্তর।
কবিতা কোথায় ছিল ভুলেই গিয়েছি
দেখেছি এমন হাঁস গত শীতে সবে
এবার দেখছি ফের কবে দেখা হবে
বলাকার এতশোভা এমন সুন্দর।
বলাকা দেখায় গেল হারিয়ে কবিতা
আনন্দেও আফসুস এসে হানাদেয়
তখন হৃদয় জুড়ে নামে নিরবতা।
কিছুক্ষেত্রে কিছুএসে কিছু কেড়েনেয়
এভাবে জীবনে ঘটে অনেক অযথা
আমরা অনেক ভুলি সেসবের কথা।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৯
সনেট কবি বলেছেন: খুব সুন্দর বলেছেন।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছুক্ষেত্রে কিছুএসে কিছু কেড়েনেয়
এভাবে জীবনে ঘটে অনেক অযথা
আমরা অনেক ভুলি সেসবের কথা।
.......................................................................
চমৎকার!!!
জীবনটাও কি সনেট বন্দী করবেন ।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০
সনেট কবি বলেছেন: জীবনকে সনেটে পুরতে পারলে মন্দ হয়না।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
ওমেরা বলেছেন: জীবনে অনেক কিছু অযথা ঘটে সেগুলো ভুলে যাওয়া ভালই । কবিতা ভালো হয়েছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
ল বলেছেন: চমৎকার!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪২
আরোহী আশা বলেছেন: অসাধারণ সনেট.........
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬
নতুন-আলো বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন..........
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
গতকাল মতিঝিল গিয়েছিলাম। বলাকার ছবি তুলেছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক কিছুই ভুলে যাই
আবার অনেক কিছুই মনে রাখি না