নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা (সনেট)-৩

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮



বালিকা ও বুড়ি

বালিকা তোমায় নেব আমার নিবাসে
করতে জীবন সাথী আছ কি সম্মত?
করেনা অমত করে অন্তর আহত
শুধুই সম্মতি চাই দাও উপহার।
জমানো শিশির ছিল সকালের ঘাসে
এখন তা’ নেই দেখে কমেছে হিম্মত
কিছুতে চাইনা আমি তোমার অমত
করবেনা নেতি বাক্যে মন ছারখার।

অপেক্ষার পালাচলে উত্তেজনা বাড়ে
বালিকা নিশ্চুপ থেকে কাটায় সময়
চিন্তাদল ঝাঁক বেঁধে আসে আড়ে আড়ে।
অতঃপর কানে আসে অমত সে নয়
বহুকাল কেটেগেল একসাথে থেকে
বালিকা এখন বুড়ি সময়ের বাঁকে।


হৃদয়ে আঘাত

অরূপ রতন ঘোষ মিষ্টি কারিগর
দোকানেতে আসে তার মালতি বড়াল
সাথে তার ছিল পোষা একটি বিড়াল
ঘোষ তার দিকে চেয়ে অপলক দেখে।
বিড়াল মিউ ডাকছে ঘোষ মনে জ্বর
লোকের দৃষ্টির জন্যে লজ্জা পেয়ে লাল
হয়েগেল বালিকার কচি দুটি গাল
এলবেলে কাগজে সে কি জানি কি লেখে।

ধন্যবাদ আসবেন আবার এখানে
আপনার এ বিড়াল দেখাতে আমায়
লোকটা কি বলে এটা সে কি সেটা জানে?
শুনলেন? আসবনা মালতি জানায়
অমনি অজ্ঞান ঘোষ লুটায় মাটিতে
আঘাত লেগেছে তার হৃদয় ঘাটিতে।

বিঃদ্রঃ এটা কবিতায় অণুগল্প।


প্রশ্ন ও উত্তর

প্রশ্ন অনেক হয়েছে এবার উত্তর
তোমাকে দিতেই হবে একে একে বল
নতুবা আমার সাথে একসাথে চল
মানিনা তোমার আর অহেতুক তাড়া।
হতে চাও তুমি তবে কার সহচর?
কোথায় তোমার মন রয়েছে অচল
আজকে মিটাতে চাই সব কৌতুহল
সে জন্যই তুমি আজ পাবেনাতো ছাড়া।

চাইনা কিছুতে আমি পেতে মনে কষ্ট
তোমার তুলব আমি শোধ ষোলআনা
অযথা সময় গুলো হয়ে গেল নষ্ট?
সে কথা না থাক আজ কিছুতে অজানা।
আজ হোক ঘটনার শেষ পরিণতি
মানিনা জীবনে হোক আর কোন ক্ষতি।



মনের ঝড়

রাগ অনুরাগ আর বিরাগ বিষাদ
জটিল কঠিন সব শব্দের ভান্ডার
এসব মাথায় আর ধরেনা আমার
সহজ সরল কিছু খুঁজে পেতে চাই।
বিগত জীবনে প্রাপ্ত সব কিছু বাদ
অবসান হয়ে যাক সব যন্ত্রণার
সবাই বুঝুক আমি হই কি যে কার
পুরনো ইতিহাসের স্থান মনে নাই।

কি সব কি সব ভেবে দিনগুলো গুনি
মনেতে অনেক কিছু করে তোলপাড়
কোথা হতে আমি যেন কার কথা শুনি।
হ্যালোসিনেশন এটা? ভেঙ্গে দেব ঘাড়
ও কথা বকলে উল্টা ওরে ও আবাল
মনেতে বইছে ঝড় এখন উত্তাল।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ !! এখন এক সাথে অনেক সনেট !!
সনেটপ্লেক্স !! শুভেচ্ছা জানবেন ফরিদ ভাই

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

সনেট কবি বলেছেন: একটা একটা করে দিলে ব্লক খেতে পারি সে জন্য একত্রে দিয়ে দিলাম।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

চিত্রাভ বলেছেন: শুভেচ্ছা নিন ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! একসঙ্গে এতগুলো সনেট সবগুলোই আমার ভালো লেগেছে। তবে মালতি বড়াল ও পোষা বিড়ালটি বেশি ভালো লেগেছে।


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা শ্রদ্ধেয় কবি ভাইকে।


১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন চৌধুরি ভাই।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

মাহমুদুর রহমান বলেছেন: সনেটদ্বয় চমৎকার!
ভালোবাসা জানবেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: এখানে একহালি সনেট।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

হাবিব বলেছেন: চমৎকার সনেটগুলো...... অতি চমৎকার

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অতীব চমৎকার.....

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: একটুও এলোমেলো না। খুব গোছানো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.