![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
একালের হানাদার ভোটে হানা দেয়
তাদের সহায়করা ঘৃণ্য রাজাকার
ভাংচুর হত্যা ও লুটে নেশা আছে যার
তারা যুদ্ধঅপরাধী, মুক্তিযোদ্ধা কই?
আমাদের ভোটগুলো কারা কেড়ে নেয়?
কমিশন প্রশাসন ও পুলিশ কার?
কারা সাথে আছে প্রিয় দেশ জনতার?
আমরা কাদের পিছে করি হইচই?
শয়তান সব ছেড়ে খোঁজ ভাল লোক
হোক সে স্বতন্ত্র অন্য তার পক্ষে বল
নেতা কে হবে সে চিন্তা পরে করা হোক
আগে সবে যুদ্ধ করে ভোট দেই চল।
ভাললোক জয়ী হলে তারা খুঁজে পথ
স্বদেশ গড়ায় তাঁরা নিবেন শপথ।
বিঃদ্রঃ ভোটে লুটেরা ছাড়াও অন্য লোক আছে। তারা জয়ী হলে তারা খুঁজে বের করবে হানাদার থেকে মুক্তির পথ।আপাতত এ ছাড়া কোন বিকল্প দেখছিনা। যারা জনতার ভোটাদিকার কেড়ে নেয় তাদের বিরুদ্ধে ভোট দেওয়াই এখন মহান মুক্তিযুদ্ধ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
সনেট কবি বলেছেন: সেটা আর আমরা ধরতে পারলাম কই। এখনো ভোট কেন্দ্রে যেতে প্রাণ হাতে করে যেতে হয়। সবখানে হানাদার ও রাজাকারের ছড়াছড়ি।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
আখ্যাত বলেছেন: ঠিক
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০
সনেট কবি বলেছেন: ভাল লোকদেরকে জনগণ ভোট দিলে যারা ভোট পেতে চাইবে তারা ভাল হতে ও ভাল থাকতে চেষ্টা করবে। আর ভোট দরকার হলে যুদ্ধ করে দিতে হবে। ইতরামী কত আর মেনে নেওয়া যায়?
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
ঢাবিয়ান বলেছেন: বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সনেট কবি আপনার সাথে একমত যারা জনগনের সকল প্রকার মৌলিক অধিকার হরন করেছে তাদের ক্ষমতা থেকে উৎখাতই এখন আরেক মুক্তিযুদ্ধ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২
সনেট কবি বলেছেন: বার বার ভোটের অধিকার কেড়ে নিলে জনগণ বেঁকেও বসতে পারে।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
হাবিব বলেছেন: বিজয়ের পূর্ণ স্বাধ যেন সবাই পেতে পারে, সেই কামনা করি
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
মহসিন ৩১ বলেছেন: সবি ঠিক আছে; স্বাধীনতার পর কিছুটা সময় ভিন্ন রকম কেটেছে, তার জন্যও কেউ দায়ী না--ইতিহাস কে দায়ী করার কোন উপায় নাই।---থাকে না। -- সুধু যেখানে বর্তমান সমস্যাগুলি ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে এই যে;--- দেশ নিয়ে আশাতিরিক্ত উচ্চাশা।--- এই গেল সমস্যার একটা মাত্র দিক। আর রাজনিতিবেদেরা এসব কিছু নিয়ে কথায় কথায় অযথাই সাধারণ শ্রেণীর লোকদের অসাধারন আশাবাদ শুনিয়ে শুনিয়ে প্রায় একপ্রকার ভোটবাঙ্ক বানিয়ে নিয়েছে এখন। এটা সমস্যা-- খানিকটা সমস্যা সুধু নয়; এটা হচ্ছে বিরাট রকমের গোলমাল; কিংবা শুরুর ইঙ্গিত।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৬
নিউটনিয়ান বলেছেন: স্বাধীনতার উদ্দেশ্য অধারাই রয়ে গেল।