নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা (সনেট)-৫

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪



# আকাশ নদী ও সাগর

অপূর্ব নীল আকাশ নদী অপেক্ষায়
নদী তীরে এসে বসে হিজলের তলে
নদী উর্মি মালা দোলা আসে কলকলে
তারা সাত জন শেষে ফিরে যায় ঘরে।
আড়ালে সাগর থেকে নিজেরে হারায়
নদী প্রেম মোহনায়।আকাশের ছলে
টান পড়ে সাগরের মোহময়ী বলে,
অবিরত অশ্রু তার বৃষ্টি হয়ে ঝরে।

অবশেষে একদিন নদী গিয়ে মিশে
প্রীতি আলিঙ্গনে প্রিয় সাগরের সনে
যেন কি না পেয়ে নদী আনন্দের দিশে!
কি ঝড় তখন উঠে আকাশের মনে
সে শুধু একলা বুঝে নিজের দৈন্যতা
যেথায় বিরাজ করে অসীম শূন্যতা।


# অবেলা

এখন সে প্রেম ঝড় থেমে গেছে
আগের মতন আর নেই প্রেম জ্বর
কাটছে যে সময়ের শেষের প্রহর
ঘনিয়ে আসছে যেন বিদায়ের বেলা।
প্রস্ফুটিত পুস্প দলে ভোমরা উড়ছে
মন পোড়ে বয়সের দেখে বালুচর
এখন অনেক দূরে রোমাঞ্চ শহর
সময়টা মনে হয় বড়ই অবেলা।

ওহে হুল্লোড় থামাও ভাব যেতে হবে
মন রাজ্যে পড়ে যাবে ডাকাতের হানা
মৃত্যুর দূত থামাতে কে পেরেছে কবে?
আমরা প্রাণীরা সব ইঁদুরের ছানা
মরন বিড়াল এসে ধরে নিয়ে যায়
কেউ তো জানে না কোন অচেনা যাত্রায়।


# বিকেল

বিকেল রাত্রির জন্য গভীর আগ্রহে
বসে আছে, সে সময় সন্ধা এসে নামে
চাঁদ আসে, তারা আসে রাত্রির প্রণামে
অবশেষে রাত্রি রাণী আসে মৃদু হেসে।
বিকেল তখন নেই, জোছনা প্রবাহে
রাত্রিতে হারায়ে নিজে সে তখন থামে
মন তার ভরে থাকে রাত্রির সুনামে
সে চায় অনন্ত রবে রাত্রি ভালবেসে।

প্রেমেতে হৃদয়ে আসে জীবনের টান
বিকেলে রাত্রির সেটা হয় অনুভব
সে তখন বুঝে প্রেম কতটা মহান।
প্রেমস্পর্শে পরিতৃপ্ত রাত্রির নিরব
মনমাঝে বিঁদ্ধ হয় প্রেম মধু শেল
যেথায় বিলিন হয় প্রেমিক বিকেল।

# সব কিছু জেগে থাকে

একটা পুকুর আছে। কয়খান জমি
রয়েছে পুকুর পাড়ে।উপরে বাগান
তারও উপরে এর নীল আসমান,
সেখানেইে আমাদের রয়েছে বসত।
এখানেই বহুকাল বেঁচে আছি আমি
জীবনের মমতায়।গুন গুন গান
গেয়ে চলি মনে মনে।দেখি অফুরান
সুন্দরের প্রতিরূপ আঁখিতে আনত।

আমাদের গ্রামগুলো মমতায় ঘেরা
জড়াজড়ি করে থাকে আঁধার আলোয়
আত্মীয় বান্ধব হয়ে পরস্পর তারা।
রাতে ও দিবায় মন কত কথা কয়
সব কিছু জেগে থাকে দীপ্ত অনুভবে
তবে এক দিন সব ছেড়ে যেতে হবে।



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


পানি তার উৎসকে খোঁজে সব সময়

১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: এখানে অপূর্ব নীল আকাশ নদী উর্মী মালা দোলা ও সাগর জলজ্যান্ত মানুষ। আপনি পানি ও এর উৎস পেলেন কোথায়? পারলে বৃষ্টিকেও মানুষ বানাতাম। তবে সেটা পারিনি।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

সাইন বোর্ড বলেছেন: বেশ সৃষ্টিশীল ভাবনা ।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সনেট কবি বলেছেন: বুঝতে পেরেছেন বলে অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অপূর্ব !! ভালো লাগা জানবেন স্যার।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যে আমি উচ্ছসিত। দেখি পোষ্টে আরেকটা কবিতা যোগ করা যায় কি না। একান্ত না পারলে আর কি করা!

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

মাহমুদুর রহমান বলেছেন: মনে ছুঁয়ে গেল।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

আরোহী আশা বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতা

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী হঠাত অনিয়মিত কেন?

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

সনেট কবি বলেছেন: মাঝে মাঝে আগ্রহ হারিয়ে ফেলি। আবার আগ্রহ ফিরে আসে। এমন হয়। এমন কি অনেক ব্লগার অবসর গ্রহণ করেছে।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: তিনটেই ভাল লেগেছে, তবে উল্টোক্রমে। অর্থাৎ শেষেরটা সবচেয়ে বেশী ভাল লেগেছে, আর প্রথমটা সবচেয়ে কম।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.