![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
চেতনায় ফেব্রুয়ারি মায়ের ভাষার
অফুরান সম্মানের দৃষ্টান্ত অনন্য
সমগ্র জগৎ জুড়ে।হলো যার জন্য
অকাতরে প্রাণ দান রক্তের বন্যায়।
এ দিন রাস্তায় নামে রফিক জব্বার
শফিউর বরকত ও সালাম, অন্য
দেশী শাসকের ঘৃণ্য স্বেচ্ছাচারী বন্য
আচরণ প্রতিবাদে থামাতে অন্যায়।
সালামের সাথীদের মিছিলের রোষে
প্রকম্পিত শাসকের ভেঙ্গে মনবল
গুলির আদেশ করে উপরে নির্দোষে।
ভাবেনি কি করেছে সে জানোয়ার দল
বুঝেনি এতটা তারা ঝাঁটা মাল্য পাবে
প্রত্যেক বছর ঘুরে পশুর স্বভাবে।
বিঃদ্রঃ ভাষার মাস ফেব্রুয়ারী সংক্রান্ত প্রথম সনেট এটি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১০
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যে ও লাইকে আপনার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২০
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানীরা ও বাংগালীরা মিলে সমস্যার জন্ম দিয়েছে ২৩ বছর যাবত; সমস্যার জ্বালায় ভুমি দ্বিখন্ডিত হয়ে গেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭
সনেট কবি বলেছেন: সাত চল্লিশেই বাংলা আলাদা দেশ হওয়ার দরকার ছিল। কিন্তু তখন কেউ সে দাবী তোলেনি। সেটাই বড় ভুল ছিল। মধ্যখানে অন্য দেশ রেখে পাকিস্তান নামে একটা অদ্ভুত দেশ হলো। যা কারো নজরে পড়েনি। বিষয়টা বিস্ময়কর!
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী শুভ সকাল।
এটা কি রিপোষ্ট?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
সনেট কবি বলেছেন: সকালেই লিখলাম। রিপোষ্ট হবে কেন?
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: চমৎকার।।শুভকামনা।।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
কাওছার আজাদ বলেছেন: বাংলাদেশকে ভাষাগত কারণে তিনভাগ করা উচিত, ১। নোয়াখালি মহাদেশ, ২। চট্রগ্রাম মহাদেশ, ৩। ও বাকি অংশগুলো নিয়ে শুধু বাংলাদেশ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪
সনেট কবি বলেছেন: ভাগ হতে হতে এ পর্যন্ত। আরো ভাগের কথা বলছেন?
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! এক কথায় অনবদ্য।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৬
হাবিব বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
সনেট কবি বলেছেন: ,মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭
সৌরভ সাফওয়ান বলেছেন: অনেক ভালো লিখেন, আপনার জন্য শুভ কামনা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম
প্রিয় সনেট কবি আপনার লেখা সর্বদা ভালো লাগে।