![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগের নক্ষত্র এক নুরুন নাহার
লিলিয়ান অপরূপা হৃদয়ের বনে
ফুটে যাঁর ফুলকথা পাঠকের মনে
নিরন্ত ছড়িয়ে চলে অনিন্দ সুন্দর।
সুচিন্তার সুলেখিকা নিত্য মনে যাঁর
সৎচিন্তা বাসা বেঁধে উত্তম মননে
একসাথে পথচলে বিবেকের সনে
চায় হোক সকলের সুশীল অন্তর।
ব্লগ রাজ্য জুড়ে তাঁর দেখি রত্ন রূপে
পরিপাটি কি সুন্দর জোছনা আবেশ
সেথায় রয়েছে যেন একান্তে নিশ্চুপে।
তাঁর গুণে হয়তবা ধন্য হবে দেশ
চাই গুণময়ী বেড়ে গুণের সঞ্চয়
আপনি উঠুন হয়ে জগৎ বিস্ময়।
ব্লগার নুরুন নাহার লিলিয়ান
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লিখেছেন । অভিনন্দন মাননীকে।
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় চৌধুরি ভাই।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
মাহের ইসলাম বলেছেন: সুন্দর লিখেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১
সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভ কামনা।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন । অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২
সনেট কবি বলেছেন: আপনার মত সুলেখিকাকে নিয়ে লিখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯
নষ্টজীবন® বলেছেন: ভালো লাগলো