নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সুবিধায় অপরাধী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪



অমানবিক স্বার্থের অগ্নি জ্বালে পুড়ে
ছারখার হয়ে যায় নিত্য মানবতা
একদল মানুষের দেখে নিষ্ঠুরতা
হতবাক হয়ে পড়ি অন্তর জ্বালায়।
অসভ্যের আবাসন সারা বিশ্ব জুড়ে
এখন উঠেছে গড়ে।মহা নির্মমতা
আক্রোসে মরেছে সব মায়া ও মমতা,
শান্তিরা কাঙ্গাল হয়ে স্বভয়ে পালায়।

কোথায় কি আছে খোঁজে লুটেরার দলে
তা’দেখে অনেকে বলে সাবাস সাবাস।
প্রতিবাদী লোক সব মরে গেছে বলে
অসুখী হৃদয়ে সবে করে বসবাস।
সুবিধায় অপরাধী হয়ে প্রাণবন্ত
সর্বস্ব সবার চায় লোভে অফুরন্ত।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর । এমন কাব্যানুভূতি চলতে থাকুক ...

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য আপনার প্রতি নিরন্তর শুভেচ্ছা।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

এম এ কাশেম বলেছেন: সুন্দর সনেট। মরেগেছে = মরে গেছে হবে সম্ভাবত।

শুভ কামনা কবি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: দারুণ।।শুভকামনা।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

হাবিব বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো প্রিয় কবি!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

শাহারিয়ার ইমন বলেছেন: বরাবরের মতই ঝাক্কাস !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২

সনেট কবি বলেছেন: মাথাটা একটু ঘুরছে বলে মনে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.