![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
উপল কপাল পোড়া পায়নি আদর
স্নেহময়ী জননীর।ছিল তাড়নায়
সকল দুয়ার হতে।কি বিঢ়ম্বনায়
কেটেছে জীবন তার মহাপ্রভু জানে।
আরতি করেছে তারে খুব সমাদর
এরপর বড় হয়ে প্রভুর কৃপায়
উপল পেয়েছে কূল।সে নিজের পায়
দাঁড়াতে পেরেছে শেষে সৌভাগ্যের টানে।
চাকচিক্য দেখে তার সুন্দরীর দল
চেয়েছে যে তারে পেতে দেয়নি সে সাড়া
কারণ আরতি প্রেমে সে ছিল অচল।
বেজে প্রিয়া আরতির প্রেমের নাকাড়া
অতীতের স্মৃতি তার মনে জেগে উঠে
সে গিয়েছে গরীবের কুঁড়ে ঘরে ছুটে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০
সনেট কবি বলেছেন: তবে কেউ কেউ ঠিকানা খুঁজে পায় এবং তা পাওয়া উচিৎ, সেটাই আমি বুঝাতে চেয়েছি।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ স্রল সুন্দর।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
হাবিব বলেছেন: অত্যন্ত সুন্দর কবিতা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: কবিভাই
আরতি’রা সবসময় তাদের প্রাপ্য খোঁজে পায় না, আরতি’রা বেলা শেষে নিঃস্ব হয়ে যায় ।