নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

হে অনন্ত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮




অনন্ত তোমায় নিয়ে ভাবনা আমার
রাত দিন এক করে অবিরত চলে
অন্তহীন হে অসীম কার কথা বলে
প্রতি চোখ নিরন্তর নিজ ভাবনায়?
যে দেখে গভীর দৃষ্টি ছড়িয়ে অপার
রূপ রাশি মুগ্ধতায় তার মন দোলে
আনন্দে অনিন্দ চিত্তে মহা কৌতুহলে
প্রতিটি সময় জুড়ে স্নিগ্ধ মুগ্ধতায়।

হে অনন্ত হে অসীম অন্ধের নয়ন
দেখে ছড়ান ছিঁটান আঁধার শূণ্যতা
গ্রাসে তারে এনে দেয় অন্তীম শয়ন।
সত্যদর্শী দেখে আছে সর্বত্রে পূর্ণতা
হে অনন্ত তুমি চিন সে কৃতজ্ঞ চোখ
রেখেছ যাদের জন্য চিরন্তন সুখ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: সীমার মাঝে অসীম তুমি ! হে, অনন্ত ! সুন্দর সনেট ++

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
খুব সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.