![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
শুনি মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
গুড়ুম গুড়ুম ধ্বনি।ঝির ঝির ঝির
বৃষ্টি পড়ে পথচলা করেদিল ধীর
গা ছম ছম বুকের শব্দ ধুপ ধুপ।
থপ থপ থপ হেঁটে হাতি তোলে শুড়
ঠান্ডা বাতাসে গায়েতে করে শির শির
দাপুটে শীতের কাছে নত করে শির
হেঁটে চলি একা পথে নিঃশব্দে নিশ্চুপ।
কড়াৎ মড়াৎ করে ডাল পড়ে ভেঙ্গে
কোথায় কি গায়ে পড়ে অক্কা পেয়ে যাই
পায়ে কাদা মেখে চলি ভাঙ্গা ডাল ডেঙ্গে।
তুফানের উৎপাতে কষ্টে শেষ নাই
তখাপি চলায় নাই থামার উপায়
দায়িত্বে এমন আমি বড় নিরুপায়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪
সনেট কবি বলেছেন: প্রকৃতি মাঝে মাঝেই বিরুপ আচরণ করে বসে।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
শুভকামনা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভ কামনা প্রিয় কবি।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: চার নম্বর লাইনে গা ছম ছম হবে। চম চম না।
সাত নম্বর লাইনে শির হবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬
সনেট কবি বলেছেন: ত্রুটি সংশোধনের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতির রুদ্র রূপ