![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বসন্তে ভালোবাসায় চৌদ্দশ পঁচিশ
উদযাপন আনন্দে প্রেমিক সবার
দৃষ্টিতলে দোলে চলে ফুল সমাহার
নবপত্র পল্লবের শ্যামল ছোঁয়ায়।
ফুল থেকে ফল লয়ে চৌদ্দশ ছাব্বিশ
আসবে ক’দিন পরে দিতে উপহার,
সেজন্য এখন ফুলে আবেগ অপার
অথবা সান্নিধ্য প্রিয় দক্ষিণার বায়।
ঋতুরাজ বসন্তের শুভ আগমন
শীতের চাদর ছেড়ে, রাজা স্বাগতম
প্রকৃতি নতুন রূপে সেজেছে এখন।
ঠান্ডার প্রকোপ শেষ সময় উত্তম
অনন্য সুন্দর দেখে মুগ্ধ দু’টি চোখ
প্রত্যাশা সবার মনে খানিকটা সুখ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১১
অর্থনীতিবিদ বলেছেন: বরাবরের মতোই অসাধারণ। কবিতায় +
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আমিও একটা লিখেছি।
আপনার বসন্তে ভালোবাসায় পড়ে, এখন মনে হচ্ছে আমি হাবিজাবি কি লিখেছি!!!!