নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

বসন্ত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪



পহেলা ফাল্গুন আজ, শীতের প্রকোপে
কাঁপেনা মানুষ আর।পাতা ঝর ঝর
আর নয়। কচি-কাঁচা পল্লব প্রহর
শুরু হলো প্রকৃতিতে; দক্ষিণার বায়।
মুগ্ধপ্রাণ মোহনিয়া ঋতুরাজ রূপে
শুনে মধুকন্ঠি পাখি কোকিলের স্বর
ভেসে আসে বায়ে বায়ে।সাজানো সুন্দর
ফুলে ফুলে ভোমরার ধ্বনি শুনা যায়।

বসন্তের সমীরণে পাখিদের গান
শুনে কাটে জমে থাকা কষ্টকর ক্লান্তি
নিমিশে সেথায় এনে সুখ অফুরান
ঋতুরাজ বয়ে দেয় অনাবিল শান্তি।
জমাট শীতের প্রান্তে কিছুটা অচল
জীবন বসন্তে হয় নির্মলা চঞ্চল।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল বসন্ত কাব্য ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: বরাবরের মতো এই কবিতাটাও ভালো লাগ্লো।

বসন্তের শুভেচ্ছা নিবেন, সনেট কবি।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেট ! আজি বসন্ত এসেছে ...

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন শ্রদ্ধেয় কবিভাই।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছিল ফাল্গুনী সনেট,

ফাল্গুনী শুভেচ্ছা আপনাকে,
শুভ বসন্ত

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.