নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

একত্বে অনন্য প্রেম

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪



অনেক নারীর দেহে আস্বাদ পাবে না
খাঁটি প্রেম অমৃতের।শুন অনন্তর
একা এক নারী মন চিত্রাভ প্রান্তর
সেথা পাবে প্রীতিময় বহু অনুভূতি।
অবুঝ নারীর মন কিছুই বুঝে না
সে ছাড়া যে পুরুষের বিশ্বস্ত অন্তর
নিজের সাথীর প্রতি। কতটা সুন্দর
দেখবে সেথায় নারী প্রেম পরিণতি।

বহুত্বে বিরাজ করা বোলতার হুল
ভীতিকর হয়ে থাকে, তপ্ত বোধদয়
পায় না রোমাঞ্চভরা প্রিয়ার আঁচল।
একত্বে অনন্য প্রেম থাকে প্রাণময়
লাভের সঞ্চয় মিলে প্রতিটি দিনান্তে
থেকে অন্তরঙ্গ তারা নিভৃতে একান্তে।

বিঃদ্রঃ মর্ম বুঝলে কবিতাটি হয়ত ভাল লাগবে।

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

অর্থনীতিবিদ বলেছেন: বহুত্বে বিরাজ করাদের বোধোদয় হোক।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

হাবিব বলেছেন: কবি ভাই, আপনি একদম ঠিক বলেছেন। নারীর মন এমনই

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৩

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো

৬| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৬

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ভালো লেগেছে লাইনগুলো, তবে একটি প্রশ্ন ছিলো কবির কাছে , তাহলে লাইনের মধ্যখানে দাঁড়ি ব্যবহার করেছেন দুটি জায়গায় তার সম্পর্কে কিছু জানতে চাই ।

৭| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ২:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: চাচাজি কি ব্লগ থেকে দূরে আছেন, নাকি অসুস্থ...

আল্লাহ মঙ্গল করুন... আপনাকে প্রচুর মিস করতেছি ব্লগে।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

আজ এত দিন হয়ে গেল আপনার কোন পোস্ট দেখছি না। জানিনা সামুর সংকটের জন্য আপনি অবরুদ্ধ হয়ে আছেন কিনা। সমস্যা আমাদেরও হয়েছিল আমরা অপেরা ব্রাউজার ইন্সটল করে আপাতত সামুতে ঢুকছি । যদিও মাঝে মাঝে লগ ইন করতে পারছি না, প্রত্যেক পোষ্টের জন্য পৃথক ভাবে লগইন করতে হচ্ছে। এখনই যেমন এভাবেই সমস্যার মধ্যে ব্লগে ঢুকছি। গতকাল থেকে সমস্যাটি আবার শুরু হয়েছে।
সনেটটি বরাবরের মতো সুন্দর হয়েছে। ++

শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।


৯| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৪

নজসু বলেছেন:




আপনি কোথায় প্রিয় সনেট কবি?

১০| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: "একত্বে অনন্য প্রেম থাকে প্রাণময়" - কবিতার চমৎকার একটি চরণ, যা খুবই ভাল লেগেছে।
পাদটীকা প্রসঙ্গেঃ মর্ম বুঝেছি, হয়তো সে কারণেই কবিতাটি ভাল লেগেছে। কবিতায় প্লাস + +।

১১| ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৪২

রেযা খান বলেছেন: মিস করছি দাদা।

১২| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:১৩

নজসু বলেছেন:

১৩| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫২

নজসু বলেছেন:



কবে আসবেন আপনি?

১৪| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৫

রাকু হাসান বলেছেন:


কোথায় আপনি ? ব্লগে ঢুকতে না পারলে ভিপিএন দিয়ে হলেও ঢুকে আপনার তথ্য জানান । মিস করছি আমরা আপনাকে।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে অনেক মিস করি। কেউ কি কোন খোঁজ জানেন ?

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়, ব্লগ সুস্থ হয়েছে, আপনি কোথায়?

সুস্থ্য আছেনতো?

ফিরে আসুন।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩১

ডঃ এম এ আলী বলেছেন:
সুপ্রিয় কবি , আপনি নিরব কেন জানিনা ।
দোয়া করি যেখানে যে অবস্থাতেই আছেন সুস্থ থাকুন ।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

নূর আলম হিরণ বলেছেন: ব্লগ খোলা হয়েছে, আপনি ফিরে আসছেন না কেনো। যেখানেই থাকুন সুস্থ থাকুন।

১৯| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৫৪

এস সুলতানা বলেছেন: অনেক দিন ব্লগে এলাম কেমন আছেন কবি?

২০| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবি ভাই,
আপনাকে দীর্ঘদিন যাবত ব্লগে দেখি না, আপনি কেমন আছেন ভালো মন্দ কিছুই জানিনা। আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য বেশ চিন্তিত আছি। আশা করি ব্লগে এসে আমি সহ আমাদের সকল কে চিন্তামুক্ত করবেন। আপনাকে আমরা সকলে খুব মনে করি।


২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

রক্ত দান বলেছেন: সনেট কবি পাসওয়ার্ড ও ‍ ই-মেইল ভুলে গেছেন। তিনি লগ-ইন করতে পারছেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.