![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
2014 সালটা মোটামুটি মুভিময় গেলো। কাজ কাম ছিলোনা। মুভি দেখেই কাটিয়ে দিলাম পুরো একটা বছর। মুভি দেখতে পছন্দ করি ছোট বেলা থেকেই। তবে অন্য বছর শুধু নামি আর নতুন মুভিই দেখতাম। মাস্টারপিস গুলো মিস হয়ে গিয়েছিলো। এ বছরে আবার নতুন কম দেখেছি। মাস্টারপিস, কোরিয়ান, ইরানি সহ অন্য ভাষার মুভি গুলোই বেশি দেখেছি। ঠিকমত হিসেব করলে এ বছরে দেখা মুভির সংখ্যা ৪৫০র মত হবে।।। এত মুভি অন্য কোন বছর দেখিনি..... যাই হোক এ বছর পুরানো আর বিদেশি ভাষার মুভি বেশি দেখার জন্য হলিউডের বেশ কিছু মুভিই মিস হয়ে গেছে। তবে যেগুলো মুভি দেখেছি তাদের মধ্যে থেকে আমার মতে সেরা ১০টা মুভির লিস্ট করলাম। এই মুভিগুলো নিয়ে ছোটখাটো রিভিউ আগেই দিয়েছি, তাই কেন ভালো লেগেছে, কেন এই নাম্বারে রাখলাম এসব নতুন করে লিখতে আর ইচ্ছা করছেনা। লিখতে গেলে আবার পোস্ট বড় হয়ে যাবে। সিম্পলি আমার ভালো লাগার উপর ভিত্তি করে এ বছরের টপ টেন ইংরেজী মুভিঃ
10. Down Of The Planet Of The Apes
9. Captain America
8. The Fault In Our Stars
7. Mr. Peaboy & Sherman
6. Lucy
5. How To Train Your Dragon 2
4. X - Men -Days Of Future Past
3. Gone Girl
2. Edge Of Tomorrow
.
.
.
.
.
.
এবং আমার মতে বর্ষসেরা ইংরেজী মুভি
.
.
.
.
1. Predestination
Interstellar এর ব্লু রে যেহেতু বের হয়নি সেহেতু দেখাও হয়নি। ওটা দেখা হলে এই লিস্টে ঢুকে যেতেও পারে।
এই হলো আমার টপ টেন।। আপনারাও আপনাদের টপ টেন জানাতে ভুলবেন না কিন্তু।। সবার সুস্বাস্থ্য কামনা করি.....
হ্যাপি মুভি ওয়াচিং
২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯
সাখাওয়াত সনেট বলেছেন: পড়াশুনা আপাতত শেষ করে বাপের হটেলেই খাচ্ছি।। চাকরীর সন্ধানে....
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫
কালীদাস বলেছেন: লুসি মুভিটা ইন্টারেস্টিং, প্লেনে দেখেছি। ক্যাপ্টেন আমেরিকা আরও বেটার করতে পারত।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪১
সাখাওয়াত সনেট বলেছেন: লুসি নিয়ে অনেকের অপত্তি আছে। তবে আমার কাছে অনেক এন্টার্টেইনিং লেগেছে। আর হ্যাঁ ক্যাপ্টেন আরো ভালো হতে পারত, সেইজন্যই লিস্টের শেষের দিকে...
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই ভালো মুচি, সবগুলোই দেখেছি।
হারকিউলিস (২০১৪) ও কিন্তু ভালো! টুইস্ট আছে।
Big Hero 6
Fury (2014)
The Equalizer (2014) ( বেস্ট )
Guardians of the Galaxy (2014)
ভালো থাকবেন
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই ভালো মুভি, সবগুলোই দেখেছি।
হারকিউলিস (২০১৪) ও কিন্তু ভালো! টুইস্ট আছে।
Big Hero 6
Fury (2014)
The Equalizer (2014) ( বেস্ট )
Guardians of the Galaxy (2014)
ভালো থাকবেন
আগের মন্তব্যটা মুছে দেওয়ার অনুরোধ রইল।।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৬
সাখাওয়াত সনেট বলেছেন: বিগ হিরোর যেহেতু ভালো প্রিন্ট বের হয়নি তাই দেখা হয়নি.... বাকি গুলোও ভালো তবে যেহেতু টপ টেন করতে হয়েছে তাই ওদের যায়গা করে দিতে পারিনি
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
খেলাঘর বলেছেন:
পেট চলে কার পয়সায়?