নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

World Of Darkness

সাখাওয়াত সনেট

সাখাওয়াত সনেট › বিস্তারিত পোস্টঃ

বিগ বস কি শুধুমাত্র সালমানের জন্য হিট??

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

দুনিয়াতে দুইটা গ্রুপ আছে যারা দুনিয়ার সব ক্রেডিট নিজেরাই নিতে চায়।
BNP আর সালমান খানের ফ্যানেরা।
BNP এর মতে দুনিয়ার যত কিছুই হয়েছে সবই প্রথম করেছে মেজর জিয়া। আর সালমানের ফ্যানেরা মনে করে দুনিয়ার যত হিট সব করেছে সালমান খান.......
.
আজ একটা উদাহরণই দিই। #বিগ_বস....
হ্যাঁ বিগ বস ইন্ডিয়ার সবচেয়ে বড় রিয়ালিটি শো। শুধু ইন্ডিয়ারই না পৃথিবীর ১০০টা দেশে এই অনুষ্ঠান বিগ ব্রাদার নামে জনপ্রিয়। ইন্ডিয়াতে চালু হয়ে ৯ বছর হলেও এই শো ১৬ বছর ধরে দর্শকদের মন জয় করে এসেছে। আর এতবড় হিট শো বলেই ইন্ডিয়া তাদের দেশে করার মত সাহস পেয়েছে।
ইন্ডিয়ান বিগ বসের ৯টা সিজনের মধ্যে ৫টা সিজন হোস্ট করেছে সালমান খান, বাকি গুলো করেছে অমিতাভ, শিল্পা শেঠি(যে ইন্টারন্যাশনাল বিগ ব্রাদার জিতে এসেছে), সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্শি.......
.
সালমানের ফ্যানেরা সারাজীবন দাবী করে আসে বিগ বস নাকি শুধুমাত্র সালমানের জন্যই হিট। আদৌ কি তাই??
চলুন দেখা যাক।।
.
প্রথমত যদি বিগ বস সালমানের জন্যই চলত তবে বাকি ১০০টা দেশের বিগ বস চলত না। যখন একি সাথে ১০০টা দেশেই বিগ বস হিট তখন অবশ্যই চিন্তা করতে হবে বিগ বসে নিশ্চয় কিছু আছে যার জন্য এত মানুষ বিগ বস দেখে।।।
.
যদি শুধুমাত্র সালমানের জন্য বিগ বস হিট হত তবে অন্য সিজনগুলো চলত না। যেখানে ক্লিয়ারলি ডিক্লেয়ার করা আছে বিগ বস সিজন ৫(সানি লিওন যেটায় ছিলো) বিগেস্ট হিট সিজন। এবং সেটা হোস্ট করেছে সঞ্জয় দত্ত। যদি সালমানের জন্য হিট হত তবে সিজন ৫ এর TRP এত হাই কেন??? শুধু সিজন ৫ ই না যেসব সিজন সালমান হোস্ট করেনি সবগুলোই হিট হয়েছে।।।
.
এবার আসি সিজন 9, মানে চলতি সিজনে। এই সিজন বিগ বসের ইতিহাসের সবচেয়ে বড় ফ্লপ। এত বড় ফ্লপ যে কালার্সে হওয়ার Swaragini সিরিয়ালের ১০গুন কম TRP পেয়েছে। অথচ এবার সালমান হোস্ট হিসাবে আছে। যদি সালমান বিগ বসের TRP হত তবে এবারের বিগ বস কেন ফ্লপ????
উত্তরে সালমানের ফ্যানেরা বলে পারে Wrong telecast time আর Boring Contestants দের কারনে।।।
তার মানে অলরেডি আপনি মেনে নিয়েছেন বিগ বস চলে প্রতিযোগীদের কারনে।।। আর সিজন ৫ ও রাত সাড়ে দশটায় প্রচার করা হত অথচ সেটা ছিলো অনেক বড় হিট।।
তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলো বিগ বসের TRP তে সালমানের কোন হাত নেই।।।
.
গত সিজন ৮ ও মোটামুটি ফ্লপ চলেছে। কিন্তু যেই হাল্লা বোল শুরু হয়েছে TRP বেড়ে গেছে। অথচ হাল্লা বোলের হোস্ট ফারাহ্ খান ছিলো। কারন হাল্লা বোলে আগের হিট সিজনের হিট হিট প্রতিযোগী এসেছিলো।।
যারা বিগ বস দেখেনা। যাদের বিগ বস সম্পর্কে বিন্দুমাত্র ধারনা নেই তারাই শুধুমাত্র বলতে পারে বিগ বস সালমানের জন্য চলে। কিন্তু আসল কথা যারা বিগ বস দেখে তারা বিগ বসের ফরমেটের জন্য দেখে। বিগ বসের প্রতিযোগীদের জন্য দেখে।
আর আপনি যদি বলেন আপনি সালমানের জন্য দেখেন তবে আপনি সপ্তাহে দুই দিন দেখতেন। প্রতিদিন নয়।।।।
অতএব এটা বলার কোন দরকার পরেনা বিগ বস শুধুমাত্র সালমানের জন্য চলেনা........

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুমম।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

খোলা মনের কথা বলেছেন: বুঝলাম খাশ আওয়ামী লীগ আর SKR এর ফ্যান। (আমিতো জানতাম দুনিয়ার সব স্বপ্ন ছিল মুজিব ভাইয়ের তার জন্য দুনিয়াতে পয়দা হয় সব নাম দেওয়া হয় মুজিব ভাইয়ের)

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

সাখাওয়াত সনেট বলেছেন: আমি পার্মানেন্ট শুধুমাত্র লিওনার্দো ভাইয়ার ফ্যান। তাছাড়া যে যেই মুভিতে ভালো করে তাকেই ভালো বলি। বাজ্রাঙ্গির জন্য সালমানের সুনাম করেছি আবার প্রেম রতনের জন্য সমালোচনা।। বাকি হু কেয়ার্স কে কি ভাবলো। আই ডন্ট নিড টু এক্সপ্লেইন মাইসেল্ফ। পয়েন্ট ইজ পয়েন্ট

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

হাসানুল করিম হাসান বলেছেন: রাজনীতিক ভাবে লিখা কি ঠিক হল?

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

সাখাওয়াত সনেট বলেছেন: ফ্যাক্ট ইজ ফ্যাক্ট ডুড

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

নামহীন বিপ্লবী বলেছেন: কিসের সাথে কি পান্তা ভাতে ঘি ! বিএনপি আর সালমান !! মজার ইকুয়েশান ----- দুটোই সেইম গুদামের

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: আমিও সালমানের ফ্যান। ফ্যান বলতে সেই পাংখা ফ্যান না, তবে কোন মুভি মিস করিনা। কই, আমি তো বিম্পি সাপোর্ট করি না। আর আপনার সাল্লুকে পছন্দ নয় কেন? অবশ্য মদ্যপ অবস্থায় গাড়ি ড্রাইভের কারণে বললে, কিছু বলার নেই। সেজন্য অনেকের অপছন্দের তালিকায় ও।
তবে বিম্পির ব্যাপারটা খারাপ বলেননি, ওদের মতে, জিয়া একাই বন্দুক ফুটিয়ে দেশ স্বাধিন করেছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

সাখাওয়াত সনেট বলেছেন: সালমান কে পছন্দ কিনা সেটা নিয়ে কিছু লিখিনি। বিগ বস নিয়ে মানুষের একটা ভুল ধারনা ছিলো সেটা ক্লিয়ার করেছি মাত্র

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

দধীচি বলেছেন: হাম্বালিগ করেন দেইখা ব্লগে বাল ছিরা কি ঠিক?

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আজব আপনার কথা বার্তা। বিএনপি আর জিয়া! বিগ বস ভারতের অনুষ্ঠান। সেটা কী জন্য হিট এটা নিয়ে আপনি এত চিন্তিত কেন? বাংলাদেশে এটা নিয়েও মানুষ ভাবে? বাচ্চাদের অনুষ্ঠান একটা। কম্পিউটার কথা বলে আর প্রতিযোগীরা ঝগড়া করে! সবাই জানে, সব প্ল্যান করা। তবু সবাই দেখে রেসলিং-এর মত।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

সাখাওয়াত সনেট বলেছেন: কোন ব্যপারে সামান্যতম নলেজ না থাকলে সে ব্যপারে কথা বলতে যাওয়া চরম বোকামি ছাড়া কিছুই না। বিগ বসের গ্রুপ, পেজগুলোতে গিয়ে দেখে আসুন। আলতু ফালতু রাজনৈতিক ত্যানা প্যাচানোর থেকে বহুগুন বিগ বস ফ্যান এদেশে আছে। তারা ভাবে.........
ফর ইউর কাইন্ড ইনফরমেশন বিগ বস কোন স্ক্রিপ্টেড শো না। আপনি কিছুই জানেন না সে বুঝেছি। শুনুন বিগ বস ২৪/৭ লাইভ টেলিকাস্ট হয়। স্ক্রিপ্ট পড়ানো সম্ভব না। বিগ বস টাস্ক দেয় এমন সবাই ঝগড়া করতে বাধ্য।।।।

তারপরের কথা বিগ বস ফুল অ্যাডাল্ট ল্যাংগুয়েজ অ্যাডাল্ট কনটেন্টে ভরা। যাদের ধারনা নেই তারাই এটাকে স্ক্রিপ্টেড, সালমানের জন্য চলে কিংবা বাচ্চাদের অনুষ্ঠান বলবে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.