![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করছ কি কেউ এক জীবনে বিড়ান ভূমি চাষ,\nদেখেছ কি কেউ কখনও ভার্চুয়ালে আমি মূর্খের বাস।।\n\nঅহংকার আর গর্ব ভরে,\nআমি মূর্খ সবার ঘরে।
মাফ চাইলে মাফ না চাইলেও মাফ। দোয়া চাইলে দোয়া না চাইলেও দোয়া। পৃথিবীর সকল মানুষের মঙ্গলার্থে যে জীবন। সে জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই।
আমার প্রিয় বাঙলায় কিছু মানুষ আছে যারা প্রকৃতির উপহার গ্রহণ করে তার যথা যোগ্য মর্যাদা দিতে জানে না।
না চাহিলে যাহা পাওয়া যায় তাহার মূল্য যে বুঝে না তাহারা ক্ষমার অযোগ্য। তাদের ও করছি ক্ষমা। সংকীর্ন মনোজগতের চরাচরে যাদের আবাস তাহারা উদারতার, ভালবাসার, স্নেহের, মমতাবোধের ও ক্ষমা করার মত নান্দনিক চারিত্রিক অলঙকার হতে বিচ্ছিন্ন অতি তুচ্ছকায় প্রাণী বৈ কিছু নয়।
তাহাদের করছি ক্ষমা যারা বুঝে যারা বুঝে না যারা বুঝেও বুঝতে চায় না।
সৃষ্টি স্রষ্টার প্রণয়ে ক্ষমার অযোগ্য বলে কিছু নাই।
©somewhere in net ltd.