![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
35. রুজিনার শয়তানী
করে ফুসফাস
সব শয়তানি দূর হবে
কাঁধে দেখলে বাঁশ।
একি হইল হাল
রুজিনা কুমর আনল
নিজে কেটে খাল।
শেষে হইল কি
রুজিনা মারা গেল
বেশি খেয়ে ঘি।
36. তালের জগত তাল দিচ্ছে সব
নারকেল পাবে কোথায়
উল্টা–পাল্টা ঘটছে যে...
32. হাসলে হাসে
আশায় বাসা বাঁধে
এ কেমন প্রীতি
দুংখ ভোলার গীতি,
মরিয়া ও যে
মরে না সে।
33. ভালবাসতে মন
কাছে পেতে জন
একটির জন্য
আরেকটির
আছে প্রয়োজন।
34. যতই কর ফান
ভালবাসার শেষ তারিখে
ধরব তোমার কান।
যদি ধর ভান
তোমার সব...
30. হায়রে প্রেম হায়
ব্যাথা কি আর যায়
তোর জন্য সব হারালাম
পরলাম এ কোন দায়।
ব্যাথা কি আর সাধে
সুখের জন্য প্রেম করলাম
পরলাম দুংখের খাদে।
31. জ্বালায় জ্বালাতন
দুংখে বান্দি ঘড়
তোমার সাথে প্রেম করে
আমার গায়ে জ্বড়।
কিগো...
28. প্রেম কি আর ভবিষ্যতে
মনের সাথে হবে
দেহভোগ করতে পরলে
দূরে সরে যাবে।
এটার নাম প্রেম
পবিত্র ভালবাসায়
ঘটবে বিরাট জ্যাম।
29. শান্তি নাই মনে
বন্ধু–বান্ধব বলে যা–তা
মন্দ বলে পিতা–মাতা
ভুগছি প্রতি ক্ষনে,
ইজ্জত সব হারাইলাম
প্রেম কইরা তোর সনে।
26. মুখের নাই শ্রী
দন্তের নাই মিল
হয়ে গেছে বুড়ি,
এ অবস্থার পড়েও দেখি
কোন কাজ নাই বাকি
প্রেম করছে এক কুড়ি।
27. ধরনীতে আর কিছু
আসুক আর না আসুক
কারো চম’ সুন্দর
হউক আর না হউক
সব কিছুকে উপেক্ষা...
23. ভালবাসার যন্ত্রণা
আছে অনেক বেশি
তবুও আমরা কেন
এতো ভালবাসি।
ভালবাসার হরেক তাল
একটু মিষ্টি, একটু ঝল।
24. হায়রে সখী শোন
হারিয়ে গেল মন
তোকে আমি করবো বিয়ে
এটাই আমার পন।
তুই একটা পাজি
ধরে লাভ নাই বাজি
একটু পরে হবে...
21. পাখী খেলে বাতাসে
মাছ খেলে জলে
আমরা দুজন খেলবো সখী
বটবৃক্ষ তলে।
বটতলে খেলতে কও
লজ্জা তোমার নাই
আমি তোমার তলাতো বোন
তুমি আমার বেয়াই।
22. আমি তোমার
তুমি আমার
হলাম প্রেমে পাগল
শ্যামলা দেইখা আমায় রাইখা
সখীনাকে সুন্দর দেইখা
খাইলা প্রেমের...
17. ধরনীতে ভালবাসা
হাসি আর কান্নায় ভরা
ভালবাসায় খাঁটি নাই
সব হলো ঝড়া,
তাইতো বলি ভাই
দুঃখ করার নাই
প্রেম ছাড়া এ দুনিয়ায়
শান্তি কোথায় পাই।
18. ভালবাসার আগমনে
ফুটল ফুল কাননে
ব্যাথা সব জাগল এসে
ছ্যাঁকা খাওয়া এ মনে।
ভালবাসা দিবসে
ভালবাসা...
14. প্রেম করতে গিয়ে অনেকে
সাজঁতে হয়েছে ছাগল
স্বাথক হইছে তারা যে হায়
যারা হইছে পগল।
15. একে একে সব
সময় হলো শেষ
কোথায় পাব বল দেখি
ভালবাসার দেশ।
16. ধরনীতে ভালবাসা
করছে যতজন,
তাদের যত রীতি
মনে লাগে ভীতি
ভালবেসে বিয়ে...
11. মানি ব্যাগ হইল শেষ
সবই রইল স্মৃতি
তাইতো তুমি করলে এখন
ভালবাসার ইতি।
ভালবাসার এমন রীতি
মানবো আমি কিভাবে
হঠাৎ তুমি গেলে চলে
বল কেন? কি ভেবে।
12. সাগরের বুকে ঢেউ সকল
করছে আলিঙ্গন
তোমায় কাছে পেতে মনটা
করছে...
6. ভালবাসার উদ্দেশ্যটা
পারিব কি জানিতে?
মনের মিলন ঘটিয়ে
বুকের কাছে আনিতে।
7. চোখের ভাষায় তুমি
সব দিলে বলে
টাকা শেষ হয়ে গেলে
যেওনা আমায় ভুলে।
8. ছেলের চাইতে মানি ব্যাগের
স্বাস্থ্য অনেক বেশি
তাইতো আমি ছেলেটাকে
এতো ভালোবাসি।
9....
3. তুমি একটা
আস্তা খাসি
তাইতো আমি তোমায়
এতো ভালবাসি।
4. ভালবাসার দুনিয়ায়
প্রেম করা বড়দায়,
প্রেম করা অপমান
তাইতো আমার এ গান।
5. হাসা-হাসি যতই কর
তোমায় ভালবাসি
মফিজ বল, আবুল বল
তাতেও আমি খুশি।
1. এই বুঝি ছিল
তোমার প্রেমের ফল
শেষমেষ খাওয়াইলে
গোলা নদীর ঝল।
2. ধীরে ধীরে কাছে এসে
এটা করলে ক?
তোমায় আমি করি ঘৃণা
তুমি একটা ছি!
এম,এম,শরফুদ্দিন
নিয়মিতভাবে আমার স্বরচিত অনুকাব্য প্রকাশ হচ্ছে
এবং সম্প্রতি দুনিয়া কাপানো একটি প্রযুক্তি
যার ব্যবহার অনেক কে করেছে ঘর হারা,
কাউকে করেছে সম্পদ হারা,
কেউ হয়েছে স্বামী হারা
আরো অনেক অনেক --------------------
কাহিনী সম্বলিত...
এম এম শরফুদ্দিন
অনেক দিন পর আবার
হাতটা খুললাম লেখার,
যেদিন হব আমি একা
কেউ করবেনা দেখা।
©somewhere in net ltd.