নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

মোয়ােজজম হোেসন

আমি অতি সাধারন একজন মানুষ, কিনতু সুখী মানুষ।

মোয়ােজজম হোেসন › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনো ট্রেন চালু রয়েছে জাপানে! যা মানবিকতার ওপর বিশ্বাস রাখতে শেখায়

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

৭০০ কোটি মানুষ ভরা বিশ্বে সত্যিই কি মানবিকতা আছে? প্রশ্নটা এখনকার সময়ে খুবই প্রাসঙ্গিক। এ সময়েও এমন একটি ঘটনা মানবিকতার ওপর বিশ্বাস রাখতে শেখায়, রাখতে বাধ্য করে। জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনও চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে।
জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কামি শিরাতাকি স্টেশন। নিতান্তই অজ পাড়া-গাঁ বলতে যা বোঝায় অনেকটা তাই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় রেলপথে কেউই খুব একটা কোথাও যাওয়া-আসা করেন না। এ কারণেই রেল দপ্তর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু পরিদর্শকরা তখন লক্ষ করেন, একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তাঁর স্কুলে পৌঁছতে খুবই কষ্ট হবে। তাই ওই ছাত্রীর জন্যই একটি গোটা স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু তাই নয়, সেয়েটি যাতে সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে তার জন্য ট্রেনের টাইমও পাল্টে দেওয়া হয়। সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়। রেল দপ্তর এমনটা সিদ্ধান্ত নিয়েছে যে, যত দিন না মেয়েটি স্নাতক হচ্ছে, ততদিন এই ট্রেন পরিষেবা চালু রাখা হবে। -


শুধুমাত্র এক ছাত্রীর জন্য

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ এক উদ্যোগ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। গতকাল আমিও পড়লাম নিউজটা।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

Call to muslim বলেছেন: এটাও কি সম্ভব?

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর একটা উদ্যোগ

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: এর কারনেই জাপানিরা এত বেশি অগ্রসরমান জাতি ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

আনোয়ার ভাই বলেছেন: তাদের উন্নতি হবেনা তো কি পাকিস্তানীদের হবে ?

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

হাসান রাজু বলেছেন: আমরাও করতাম হয়ত !
কিন্তু একেতো গরিব দেশ । তার উপর ..... নীতি নির্ধারকদের দুর্নীতি আমাদের জাপানের মত ধনী হতে দিবে না, উদারতা দেখানোর সুযোগও পাব না ।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

বিপরীত বাক বলেছেন: বাঙাল হলে কইতো, যে, " হুদা হুদাই একখান ইসটিশান চালু রাখমো ক্যান? আল্লায় নিয়া যাইবো আল্লায় আবার লইয়া আইবো। রিজিকে নেকাপড়া থাকলে এ্যামনে এ্যামনেই হইবো। হুহ।"।।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

হাসানুর বলেছেন: ্জাপানিদের জন্য সাধারন ঘতনা হলেও আমাদের জন্য সত্যি আজব ঘতনা !

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার পোস্ট পড়ে মনটা ভাল হয়ে গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.