![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেব্রাক্রসিং দিয়ে পথচারী পারাপার না হলে জরিমানা, কিন্তু জেব্রাক্রসিং দিয়ে পথচারী পারাপারা হত্যাকাণ্ডের শিকার হলে দ্বায় কার? কোন ধারা'র অপরাধ??
প্রথমে পুলিশের তদন্ত রিপোর্ট দেখুন - আর মেডিক্যাল সার্টিফিকেট দেখুন- পড়ুন! তদন্ত রিপোর্ট নাকি পরিবহন মালিকের পক্ষে সুপারিশ নামা ?? তদন্ত প্রতিবেদনে কৌশলে এড়িয়ে গেলেন যে ভিকটিমকে জেব্রাক্রসিঙের উপর প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার পর তার গায়ের উপর ঠাণ্ডা মাথায় গাড়ি উঠিয়ে দেয়... ঘাতক গাড়ি রেখে চলে যায় ...মালিক এসে গাড়িটি নিয়ে যায়, একদিন গাড়ি বসা থাকলে মালিকের অনেক লস......অথচ আজ ২ বছরেও ঘাতককে ধরা হলনা ? গাড়ির হেল্পারকে আসামী করা হলনা?? গাড়ির চালক নাকি এখনও সেই গাড়িটিই চালাচ্ছে
প্রতিদিন ৬৪ হত্যাকাণ্ড সড়কে - মাত্র একজন ঘাতক ধরার কি কোন নজির আছে? ধরাই যদি না হবে - বিচার হিবে কিসে? আর পুলিশ যে রিপোর্ট দিবে তার উপর বিচার হবে!! মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হল, সরকারি কুর্মিটোলা হাসপাতাল পুলিশ কেসের ভয়ে চিকিৎসা না করে বারান্দায় বিনা চিকিৎসায় ফেলে রাখে, আমরা ২ ঘণ্টা পর জানার পর - ঢাকা সি এম এইচ নিয়ে যাই, সিএমএইচ "লাল" কালিতে ডেড সার্টিফিকেট দেয় যেখানে লেখা "received dead body- কিন্তু পুলিশ তদন্ত রিপোর্ট দেয় যা তাদের মনের মত যেমন প্রথমেই পুলিশ বলছে, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে !!!! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন !!!! কোন হাসপাতালে ভর্তি ছিল? বা কোন হাসপাতালে চিকিৎসা দিয়েছিল? পুলিশ আরও সুপারিশ করেছে "মামলা থেকে মালিক - পরিচালকদের অব্যাহতি দেয়ার জন্য কারন হিসেবে বলেন, ভিকটিম চিকিৎসাধিন অবস্থায় মারা যায় - আমি পুলিশের কাছে জানতে চাই, কথায় আমার সন্তান ভর্তি ছিল ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়? পুলিশ আমার সাথে খারাপ আচরন করে বলে আদালতে নারাজি দিন, Adv Md Rejaul Karim
আদালনে নারাজি জমা দেয়, কিন্তু আদালত তা গ্রহন করে না - পুলিশের রিপোর্টে রায় - সকলেই মামলা থেকে অব্যাহতি !! আমি কার কাছে বিচার চাইব?
©somewhere in net ltd.