![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ঢাকা সিটি কর্পোঃ এর ১৩ ওয়ার্ড মনিপুর , মিরপুর এর বাসিন্দা। এখানকার এলাকার মানুষের অনেক সমস্যার মধ্যে একটা বড় অহংকার হলো মনিপুর উচ্চ বিদ্যালয়। এই স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মানসিক আতংক হয়ে দাঁড়িয়েছে রাস্তার মধ্যে থাকা বেওয়ারিশ কুকুরের পাল। এর আগে হিজড়াদের অত্যাচার ছিল যা কিছুটা হ্রাস পেয়েছে। কিন্তু বর্তমানে মালিকবিহীন কুকুরের পাল রাস্তার মোড়ে মোড়ে দল বেধে দাঁড়িয়ে থাকে। কুকুরের অত্যাচারে শিশুরা স্কুলে যেতে ভয় পায়। এ সমস্যাটি সিটি কর্পোঃএর এখতিয়ারাধীন। যেহেতু আমরা একজন চৌকষ মেয়র পেয়েছি তাই আশা করি বিষয়টি মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টিগোছর হবে। এই এলকার মানুষ বন্য কুকুরের হাত হতে পরিত্রান পাবে। স্কলের শিশুরা রাস্তায় দাঁড়িয়ে কোন খাবার কিনলে /খেতে গেলে কুকুরের পাল তার পিছু নেয়, অনেক সময় তাকে আক্রমন করে। এভাবে যেকোন সময় বড় ধরনের দূঃঘটনা ঘটতে পারে। এলাকার সাংসদ মহোদয় যদি উদ্যোগ নিয়ে এই সমস্যাটির ব্যাপারে সিটি কর্পোঃ এর সাথে একযোগে কাজ করতো তবে এলাকাবাসী উপকৃত হতো। আশাকরি কর্তৃপক্ষ একটু নড়েচড়ে বসবেন।
©somewhere in net ltd.