![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ। নিজের সম্পর্কে বলবার মত তেমন কিছুই আমার নেই। আমি সর্বদা সত্যের সন্ধানে সময় কাটাতে ভালবাসি। আর ভালবাসি স্রষ্টা ও সৃষ্টিকে। প্রয়োজনে মানুষের পাশে থাকার জন্য সাধ্যমত চেষ্টা করি। অন্যকে ঠকানোর কথা ভাবতেই পারিনা। এ কালটাই যে সবকিছুর শেষ নয় তা বিশ্বাস করি।
ঐতিহাসিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র কোরে বেশ কিছু কেচ্ছা-কাহিনী রচনা করা হয়েছে। এক্ষেত্রে মূল ঘটনাটা হয়ত সত্য। তবে ভেতরে রঙ চড়িয়ে হাদিছ হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। তাই বলে সব হাদিছই কিন্তু জাল নয়। সহী হাদিছের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে।
পার্থিব স্বার্থ হাসিলের জন্য একটি স্বার্থবাদী মহল সত্য ঘটনাগুলোকে পুঁজি করে বিকৃতভাবে প্রচার করেছে। তারা ইনিয়ে বিনিয়ে সরল সোজা মানুষের কাছে ধর্মের নামে এগুলো এমন ভাবে উপস্থাপন করেছে যে, ধর্মান্ধ মানুষেরা অহেতুক ভয় ও মোহে তা অন্ধের মত শুনছে ও বিশ্বাস করছে। আরেকটি স্বার্থান্বেষী মহল আবার এগুলোকে পুঁজি কোরেই সমগ্র হাদিছ সম্ভারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। আর যারা সত্যকে প্রকাশ করার প্রাণপণ চেষ্টায় নিয়োজিত, তারা এই দুটো মহলেই চক্ষুশূল। সত্য বলায় পাছে যদি তাদের স্বার্থ হাসিলে ব্যাঘাত ঘটে, সেই আশঙ্কায় এই দুই দলই সত্য প্রকাশ করতে দিতে নারাজ। কিন্তু সত্য তো একদিন নয়ত একদিন ঠিকই প্রকাশিত হয়ে আলো ছড়াবেই।
আজ এমন একটি জাল হাদিছ তুলে ধরার চেষ্টা করছি, যার ঘটনাটি হয়ত ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু ভিতরে রঙ চড়িয়ে তার মূল বক্তব্যকে ভিন্ন খাতে চালানোর চেষ্টা করা হয়েছে। যা শুধু দুঃখজনকই নয়, ইসলামের জন্য চরম অবমাননাকর ও ক্ষতিকরও বটে-
....................................................
জাল হাদিছটি নিম্নরূপ-
হারুন ইবনুল আসিম বর্ণনা করেন: উমর ইবনুল খাত্তাব (রা.) খালিদ বিন ওয়ালিদ (রা.)-কে সৈন্যবাহিনীসহ প্রেরণ করেন এবং খালিদ (রা.) সৈন্যদলসহ জিরার ইবনুল আযওয়ারকে প্রেরণ করেন, আর তারা আসাদ গোত্রের একটি এলাকা দখল করেন। তারা একটি সুন্দরী নারীকে বন্দি করেন এবং জিরার তার প্রতি আকৃষ্ট হন। তিনি তার সঙ্গীদের থেকে তাকে (নারীটিকে) চাইলেন, তারা দিয়ে দিল এবং তিনি তার সাথে সঙ্গম করলেন। উদ্দেশ্য পূর্ণ হবার পর কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত হলেন এবং খালিদ (রা) এর নিকট গিয়ে এ সম্পর্কে বললেন। খালিদ (রা.) বললেন, অবশ্যই আমি তোমার জন্য এর অনুমোদন ও বৈধতা প্রদান করছি। জিরার বললেন, “না, উমরকে চিঠি না পাঠানো পর্যন্ত নয়।” উমর উত্তরে লিখলেন, তাকে রজম (প্রস্তারাঘাতে হত্যা) করতে হবে। কিন্তু চিঠি পৌঁছবার আগেই জিরার ইন্তেকাল করলেন। খালিদ (রা.) বললেন, “আল্লাহ জিরারকে অপমানিত করতে চাননি।”
সূত্র: বায়হাকি’র সুনান আল কুবরা, হাদিস নং ১৮৬৮৫
..................................................
আহা! কি সুন্দর বর্ণনা। খালিদ (রা.) সৈন্যদল সহ জিরার ইবনুল আযওয়ারকে প্রেরণ করেন, আর সেই সৈন্যদলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিটি তার অন্য সঙ্গীদের থেকে যুদ্ধবন্দি হিসেবে ধৃত এক সুন্দরী নারীকে চাইলেন। কেন জানেন? তার চরম লালসা মেটানোর জন্য। আহা! কি সুন্দর আবদার। তারা দিয়ে দিল। দিয়ে দেবেই তো। তাদের সেনাপতি বলে কথা। না দিয়ে কি পারে? তার এহেন পবিত্র আবদার কি ফেলা যায়। এবং জিরার সেই নারীর সাথে সঙ্গম ক্রীড়া সমাপ্ত করলেন। উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল।
প্রাসঙ্গিকভাবে এখানে প্রশ্ন আসতেই পারে-
*এই সঙ্গম কর্মটি কি যুদ্ধবন্দি নারীটির সম্মতিতে হবার কথা?
*বন্দি নারীটির কি তখন সঙ্গম/ কাম লীলায় নিজেকে শপে দেয়ার মত মনের অবস্থা থাকতে পারে?
বেচারা বন্দি নারী, যেহেতু সে শত্রু পক্ষের, সুতরাং বেকায়দায় পড়ে অবশেষে তাকে তো জিরারের সাথে যৌন মিলনে বাধ্য হতেই হলো। জিরারের উদ্দেশ্য ঠিকই পূর্ণ হলো। খালিদ (রাঃ) এর মত ব্যক্তিত্ব নাকি বললেন, "অবশ্যই আমি তোমার জন্য এর অনুমোদন ও বৈধতা প্রদান করছি।" (তার মানে কি তিনি চুপিসারে জিরারকে এও বলেছিলেন, "ধর্ষন করেছ তাতে কি হয়েছে, ওটা তো শত্রুর কাছ থেকে পাওয়া মাল") কিন্তু নারীটি যে ধর্ষিত হলো, তা কিন্তু ওমর (রাঃ) ঠিকই বুঝতে পারলেন। তাই তাকে রজম করার হুকুম দিলেন। কিন্তু হাদিছ বিশারদরা তা কোনদিনই বুঝতে পারল না। আর কখনো বুঝতে পারবে কিনা তা মহান আল্লাহতায়ালাই ভাল জানেন। ঘটনা এখানেই শেষ নয়। রজমের হুকুমের সেই চিঠি পৌছাতে পৌছাতে এতই সময় লাগলো যে জিরার ব্যাচারা প্রস্তরাঘাত না খেয়েই পরপারে পাড়ি জমালো। আবারও সেই খালিদের (রাঃ) নামে প্রচার করা হলো, "আল্লাহতায়ালা নাকি একজন ধর্ষককে অপমান করতে চান নাই।" কেচ্ছাটাকে চরম আবেদনময় কোরে তোলার জন্য মহান আল্লাহতায়ালাকেও ছাড়া হলো না। বলা হলো, "তিনিই নাকি একজন ধর্ষককে অপমান করতে চান নাই!!" অবশেষে তারা একজন ধর্ষকের প্রতি আল্লাহতায়ালার মহানুভবতার প্রমাণ দিয়ে আল্লাহর নামে সব দফারফা কোরে দিল। এভাবেই একটি জাল হাদিছের উছিলায় মুসলিম নামধারী যোদ্ধার জন্য শত্রুপক্ষের বন্দি নারীকে ধর্ষন করার দ্বার উন্মুক্ত হয়ে গেল। ঘটনার বর্ণনায় জানা যায়, জিরার ইবনুল আযওয়ার নাকি শত্রপক্ষের সুন্দরী নারীকে বন্দি ও ধর্ষণ করে পারবর্তীতে অনুতপ্ত হয়েছিল। সেও জায়েজ ভাবেনি। কিন্তু হাদিছের অন্ধ অনুসারিরা কিন্তু এখনও তাদের বিভিন্ন লেখা-জোকায় এসব জাল হাদিছের কেচ্ছা কত আবেগময় কোরে বয়ান করছে। অন্ধ ভক্তদের মোহাবিষ্ট কোরে তাদের দলে ভেড়াবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। তাদের ফতোয়া অনুসারে এখন তো দেখছি মুনিব সেজে বন্দি নারীকে উপপত্নি বানিয়ে ব্যভিচার বা ধর্ষণ করলে অনুতপ্ত হওয়ার সম্ভাবনাও থাকলো না। (অন্ধ হাদিছ প্রেমিরা বলুন মারহাবা মারহাবা) -----
নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ--------
হে মহান আল্লাহ! এই জালিমদের বিকৃত ফতোয়ার হাত থেকে তুমি রক্ষা কর মাবুদ।
অন্যের উপরে নির্ভরশীল হয়ে অন্ধ অনুকরণ আর নয়। বরং আসুন! আগে আল্লাহর প্রেরিত কিতাব আল-কোরআন অনুধাবন করার চেষ্টা করার জন্য সময় ও শ্রম বিনিয়োগ করি। আল-কোরআনের সাথে সাংঘর্ষিক ও প্রশ্নবিদ্ধ হাদিছ চিনে নেয়ার চেষ্টা করি এব পবিত্র গ্রন্থ কোরআন ও সহী হাদিছ অনুযায়ী বুঝে-শুনে আমল ও চেষ্টা-সাধনা করি।
২৭ শে মে, ২০১৪ রাত ১২:০২
সত্য৭৮৬ বলেছেন:
২| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:১৭
আমি আমার চেয়ে বড় হতে চাই বলেছেন: হাদিস যে কত বড় চুতিয়া বাজ বই এই জিনিষ মুসলমানেরা সব হারানোড় পর বুঝবে
২৭ শে মে, ২০১৪ রাত ১২:১৫
সত্য৭৮৬ বলেছেন: এভাবে ঢালাও মন্তব্য করা আপনার উচিত হয় নাই।
সহী হদিছে অনেক শিক্ষণীয় বিষয়ও আছে। দোষ কিন্তু হাদিছের নয়। তবে সুযোগ সন্ধানীরা যুগে যুগে তাদের স্বার্থ সিদ্ধির জন্য জাল হাদিছ প্রচার করার অপকৌশল নিয়েছে। বিশেষ কোরে এজিদ ও মারওয়ানের সময় থেকে যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা শুরু হয়।
মুসলিমদের মধ্যে অনেকেই না জেনে বুঝেই হাদিছ পেলেই তা মানার জন্য কোরআনকেও ছাড়িযে যায়। এসব জাল হাদিছ প্রচার কোরেই তারা ভাবেন যে, তারা ইসলাম প্রচারে নিবেদিতপ্রাণ। তারা অনেকেই বুঝতে ও ভাবতে চান না যে তারা নিজেরাইে আল্লাহর বাণী কোরআনকে ছেড়ে অন্ধ অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছেন। হাদিছের নামে কোরআন বিরুদ্ধ কত কাহীনিই যে রচিত হয়েছে, তা বুঝতে হলে সবার আগে কোরআনের বাণী অনুধাবন করা চাই। আমি কিন্তু হাদিছ অস্বীকার করার কথা বলছি না। আমি বিশ্বাস করি- যে সব হাদিছ প্রবিত্র কোরআনের স্বচ্ছ ও সার্বজনীন ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে, অন্ধের মত সেগুলো অনুকরণে ফায়দা তো নেই, বরং তা কখনই সুফল বয়ে আনতে পারেনা। মহান আল্লাহ আমাদের বুদ্ধি ও বিবেক দিয়েছে। আর মহান স্রষ্টার দান করা সেই সম্পদকে কাজে লাগাতে হবে। অন্যের উপরে নির্ভরশীল হয়ে অন্ধ অনুকরণ নয়। বরং আসুন! আল-কোরআনের সাথে সাংঘর্ষিক ও প্রশ্নবিদ্ধ হাদিছ চিনে নেয়ার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল ও চেষ্টা-সাধনা করি।
৩| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৪১
মাইরালা বলেছেন: কিছু হাদিস জাল হতে পারে।
সঠিক মনে নেই, ফিলিপ কে হিটটির "আরব জাতির ইতিহাস" বইতে পড়েছিলাম বাগদাদের এক লোক নিজে নিজে ৪ হাজার হাদিস জাল ভুয়া বানিয়েছিল। সে নিজের কথাই হাদিস বলে প্রচার করত। তবে একত্রে সব হাদিসকে দোষারোপ করা ঠিক হবে না।
২৭ শে মে, ২০১৪ রাত ১২:১৭
সত্য৭৮৬ বলেছেন: ঠিক বলেছেন- সহমত
অন্যের উপরে নির্ভরশীল হয়ে অন্ধ অনুকরণ নয়। বরং আসুন! আল-কোরআনের সাথে সাংঘর্ষিক ও প্রশ্নবিদ্ধ হাদিছ চিনে নেয়ার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল ও চেষ্টা-সাধনা করি।
৪| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৪৯
বাবুই পািখ বলেছেন: "আমি আমার চেয়ে বড় হতে চাই" -এর মন্তব্য চরম আপওিকর।
মন্তব্য মুছে ফেলার অনুরোধ করছি ।
২৭ শে মে, ২০১৪ রাত ১২:১৯
সত্য৭৮৬ বলেছেন: আপত্তিকর ঠিক- কিন্তু মুছে ফেললে তো আর সমাধান হলো না। তাই মত বিনিময়ের চেষ্টা করলাম।
অন্যের উপরে নির্ভরশীল হয়ে অন্ধ অনুকরণ নয়। বরং আসুন! আল-কোরআনের সাথে সাংঘর্ষিক ও প্রশ্নবিদ্ধ হাদিছ চিনে নেয়ার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল ও চেষ্টা-সাধনা করি।
৫| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:২০
আপেক্ষিক বলেছেন: তাহলে আসল ঘটনা কোনটা? মানে আসলে কি হয়েছিল ব্যাপারটা স্পষ্ট হল না তো। বুঝলাম এটা জাল কিন্তু আসলে কি হয়েছিল? সে সত্যিই শাস্তির আগেই মারা গিয়েছিল? তার উপর যেহেতু উমর(রাঃ) তার উপর শাস্তির বিধান দিয়েই দিয়েছেন সেখানে যুদ্ধবন্দি নারীদের নির্যাতন করার তো কোনই নিয়ম নাই সেখানে কি সুন্দর করে আল্লাহকে টেনে নিয়ে এসেছে (নাউজুবিল্লা)। জিরার যে কাজ করেছে সেটা অন্যায় ও পাপ।কি মিথ্যাচার। ধন্যবাদ এই পোস্টের জন্য। তবে এখনও পরিষ্কার হলাম না
৩১ শে মে, ২০১৪ রাত ৯:০৬
সত্য৭৮৬ বলেছেন: ভাই, একমাত্র আল্লাহর কিতাব আল-কোরআনই আমাদেরকে পরিষ্কার পথ দেখাতে পারে-
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:০৫
ফায়ারম্যান বলেছেন: ভাই সহিসিত্তার মাঝে কিছু ভয়ংকর ভয়ংকর জাল হাদিস আছে, যেগুলো আসলে প্রকৃত ইসলামেরই অগ্রযাত্রাকে ব্যাহত করছে । এমনকি বুখারীতেও এমন কিছু হাদিস আছে যেগুলো কোরআনেরই বিরোধী !!! অথচ তারপরেও মুসলমানেরা বুখারী-মুসলিমকে শতভাগ বিশুদ্ধ হাদিসগ্রন্হ বলে কোন হিসেবে ?? আমি তো পুরাই আশ্চার্য হয়ে যাই ??
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:১০
সত্য৭৮৬ বলেছেন: ভাই, একমাত্র আল্লাহর কিতাব আল-কোরআনই শতভাগ শুদ্ধ এবং আমাদেরকে পরিষ্কার পথ দেখাতে পারে-
তাই অন্যর উপরে নির্ভরশীল হয়ে অন্ধ অনুকরণ আর নয়। বরং আসুন! আল-কোরআনের সাথে সাংঘর্ষিক ও প্রশ্নবিদ্ধ হাদিছ চিনে নেয়ার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল ও চেষ্টা-সাধনা করি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ রাত ৮:৫৭
নতুন বলেছেন: খালিদ (রা.) বললেন, “আল্লাহ জিরারকে অপমানিত করতে চাননি।”