![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
নিরবতারও একটা ভাষা থাকে যা বোঝার ক্ষমতা হয়তো তোমার নেই বাট আমার আছে............
আমার নিরবতায় তোমাকে উদ্বিগ্ন করার বদলে যে বিরক্ত করেছে তা রীতিমত আমাকে বিস্মিত করেছে।
তারপর স্তব্ধ ছিলাম কিছুক্ষন যখন কানের কাছে থাকা ফোনের স্পিকারে ধ্বনিত হলো বিশ্রি সেই শব্দ টুট....টুট.....টুট............
আমি শত দুঃখ কষ্ট যন্ত্রনা ও হাজার দৈন্যতায়ও থেকেছি সরব তবে আজ কেন সেই আমি হয়ে গেলাম নিরব!!!!!!!!!!
তা হয়তো বোঝার ক্ষমতা এই পৃথিবীর মানুষ গুলোর নেই..............।।।।।
জানিনা এ আমার নিরব অভিমান কিনা,
হে ধরিত্রী তুমি তো জানো আমি বড্ড অভিমানী গো আমি বড্ড অভিমানী.............
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৭
আমি সৈকত বলছি বলেছেন: আপনার এই একান্তই ভালোবাসা জনিত ও আপন ভাবাপন্ন কমেন্ট পেয়ে সত্যিই লিখার আগ্রহ বেড়েই চলেছে।
আপনার যে বিষয়টি চোখে লেগেছে চেষ্টা করবো আগামীতে এই ব্যাপার গুলোর দিকে বিশেষ নজর দিতে।
ভালোবাসা ও ভালো লাগা রইলো।
আপনার শেষ পোস্টটা খুবুই ভালো লেগেছে আমার কিন্তু আপাতত বোবা আর অকর্মন্য বলে কিছুই জানাতে পারি নাই তাই এখানেই জানালাম। +++
আশা করি আমার শেষ পোস্টটিও পড়েছেন।
ভালোবাসা নিরন্তর।
হ্যাপি ব্লগিং
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫
নূসরাত তানজীন লুবনা বলেছেন: মনে হচ্ছে আমার কথাগুলো আপনি বলে দিয়েছেন সাবলীল ভাষায়
ভালো লাগলো খুব
প্রিয়তে গেলো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭
আমি সৈকত বলছি বলেছেন: প্রথমে মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।
কষ্টে থাকা মানুষগুলোর হৃদয়ের কান্না এক হয় বোধহয়।
প্রিয়তে রেখেছেন জেনে ভালো লাগলো।
ভালোবাসা ও ভালো থাকার শুভ কামনা থাকলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিরবতারও একটা ভাষা থাকে যা বোঝার ক্ষমতা হয়তো তোমার নেই বাট আমার আছে............
এই লাইনে বাট কথাটির পরিবর্তে কিন্তু দিলে একজন কবিতা প্রেমী হিসেবে তুষ্ট হতাম।
প্রকৃতপহ্মে বাংলা কবিতায় ইংরেজির ব্যবহার না করাই শ্রেয়।
অন্তত আমার ধারনা।
গল্পের আদলে লেখা কবিতায় আমার এক ধরনের দুর্বলতা আছে।
আপনার লেখায় ভালোলাগা অনুভূত হলো।
আপনার পোস্টে করা কমেন্টের প্রতিউত্তর দিতে কমেন্টের উপরের সবুজ বাটন টা ক্লিক করুন।
মোবাইল থেকে কমেন্ট করায় স্ক্রিন সট দিতে না পারায় দুঃখিত।