![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
সকল ব্লগারদের প্রতি আন্তরিক ভালোবাসা বিশেষ করে অগ্রজদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি।
আমি ব্লগে সম্পূর্ন নতুন সেই হিসেবে আমি জানি যে আমার অনেক কিছুই জানার ও বোঝার বাকী আছে এই ব্লগিং জগতে।
আমাকে ১২ দিনের ওয়াচিং এ রাখা হয়েছে অবশ্যই এবং নিঃসন্দেহে এটি একটি সুন্দর সিস্টেম।
কিন্তু খুব কষ্ট লাগে যখন ব্লগে এসে নিজের ব্লগ এরিয়ায় নিম্ন বার্তাটি দেখিঃ
আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে...
আপনাকে স্বাগতম।
আপনাকে প্রথম পাতায় লেখার
সুযোগ দেবার আগে আপনাকে
১২দিন পর্যবেক্ষনে রাখা হবে।
প্রথম পাতায় লেখা পোষ্ট করার
সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট
করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।
আবার যখন কারো লিখা পড়ে হৃদয় ছুয়ে যায় এবং অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে যখন নিম্নের বার্তাটি দেখি আরো বেশি কষ্ট লাগেঃ
দুঃখিত আপনি এখানে মন্তব্য
করতে পারবেন না ।
লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য
নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায়
একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও
ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু
নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য
করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক
রেজিস্ট্রেশন এর মাধ্যমে,
ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার
উদ্দেশ্যকে ঠেকানোর জন্য।
♣♣♣
আমি বর্তমানে একজন বোবা ব্লগার বলা যেতে পারে।
যদিও আমি জানি এই সময়টা সব ব্লগারই মোটামুটি পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছেন।
আমিও পারবো ইনশা আল্লাহ শুধু আপনাদের ভালোবাসা আর অগ্রজদের স্নেহময় সহযোগিতা কামনা করি।
ব্লগিং দুনিয়ায় আপনারাই আমার এবং আমিই আপনাদের পরিপূরক।
একে অন্যের সহকারী,সহকর্মী,সহযোদ্ধা।
★★★যেদিন এক্সেস পাবো সেদিন লিখবো আমার ফেইসবুকিং ছেড়ে ব্লগিং জীবনে আসার ইতিহাস।
♥♥♥
ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লিখুন এই কামনায় আমি সৈকত বলছি।
হ্যাপি ব্লগিং।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২
আমি সৈকত বলছি বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
আমি বিশেষ ভাবে আনন্দিত আমার পোস্টে প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে পেয়ে। :-)
ইতিমধ্যেই আমি আপনার ব্লগ ঘুরে দেখে এসেছি,
আপনার লিখা আমার যথেষ্ঠ ভালো লাগায় আপনাকে অনুসরন করেও রেখেছি।
আশা করি আমার আরো দুটো পোস্ট আছে আমার ব্লগে যা একবার দেখে আসবেন সময় করে।
ভালোবাসা নিবেন।
শুভেচ্ছান্তেঃআমি সৈকত বলছি।
হ্যাপি ব্লগিং।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
আশা করি সৃজনশীল ব্লগিং এর মাধ্যমে আমাদের উপকৃত করবেন।
হ্যাপি ব্লগিং।