![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
এত মানুষের ভিড়ে তবুও যেন আমি একা।
আশেপাশে সমবয়সী অনেকেই আছে। তবে প্রকৃত অর্থে কেউ নেই। কেউ আমার অনুভূতিগুলো বোঝেনা। হয়তো বোঝার চেষ্টা করে না।
কত মানুষের কাছেই শুনি তাদের নাকি অনেক বন্ধু আছে। বন্ধুই প্রাণ! বন্ধু ছাড়া বেঁচে থাকা কঠিন। যদি তাই হয় তবে আমি কিভাবে বেঁচে আছি?
জানি কেউ আমার আপন না,তবুও তাদের সাথে থাকি। এভাবেই কখন দিন চলে যায় টেরই পাই না। সূর্য ঢলে পড়ে পশ্চিমের আকাশে। ব্যস্ততম রাস্তা দিয়ে আমি বাসায় ফিরে আসি। সারাদিনের ব্যস্ততায় আমি ক্লান্ত হয়ে পড়ি।
সারাদিনের ব্যস্ততার পর নিজেকে নিজেরই একটু সময় দিতে ইচ্ছে করে। আমি হয়ত নিজেকে হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে নিজেকে খোঁজার চেষ্টা করি। বারবার ব্যর্থ হই। তখনি বিষণ্ণতা গ্রাস করে আমায়।
জানি না কেন নিজের অনুভূতিগুলো নিজেই বুঝতে পারি না।
মাঝে মাঝে ইচ্ছে করে মুক্ত পাখির মত আকাশে উড়তে। সকল বাধা ছিন্ন করে অনুভূতিগুলোকে প্রকাশ করতে। কিন্তু আমি পারিনা। মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে,আজকাল তাও পারিনা। ভারী এক অজানা কষ্ট যেন আমার বুকে পাথর চেপে রাখে,আমার অনুভূতিগুলো বন্দী করে রাখে।
রাত গভীর হয়।
চারদিক অন্ধকারে ছেয়ে যায়।
তারাগুলো মিটমিট করে জ়লতে থাকে। এক টুকরো হাসি নিয়ে চাঁদ আকাশে খেলতে থাকে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। এ নিস্তব্ধতার মাঝে কাউকে খুঁজতে চেষ্টা করি।
ব্যর্থ চেষ্টা......
->আর অবশেষে বুক চিরে আসে দীর্ঘশ্বাস যা আজকাল ছায়াসঙ্গী হয়ে আছে আমার..........
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
আমি সৈকত বলছি বলেছেন: সুন্দর একটি মন্তব্য উপহার দিয়ে আমাকে ধন্য করার জন্য ধন্যবাদ।
আর হ্যাঁ আমার ব্লগে এসে পুরনো পোস্ট পড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা নিবেন।
আমি মুসলমান।
নামাজ আদায় করার চেষ্টা করি কিন্তু বাহরে থাকি বলে অনেক সময়ই নামাজ ছুটে যায়।
আবারো ধন্যবাদ মূল্যায়িত করার জন্য।
ভালো থাকবেন।
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯
নূসরাত তানজীন লুবনা বলেছেন: খুব ভালো লাগা লেখায়
খারাপ লাগা অনুভূতিতে
আল্লাহ আপনাকে ভালো রাখুন
মুসলিম হলে নামায পড়ুন
কষ্ট থেকে নিস্তার পাবেন ইনশাআল্লাহ
প্রমাণপ্রাপ্ত