![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
সিগারেটের নেশাটা দিন দিন বেড়েই চলেছে,আগে যেখানে দিনে এক থেকে দেড় প্যাকেট হলে চলতো সেখানে এখন দুই আড়াই প্যাকেটের অধিক লাগে।
বুকের বাম পাশটায় চিনচিনে ব্যাথা অনুভূত হয় ২৪ঘন্টা(যেখানে ছিলো অনুর বসবাস),নিত্য মাথা ব্যাথা লেগেই আছে তার উপর আজ কয়েকদিন খাওয়ায় বেশ অরূচি এসে গেছে লক্ষ্য করলাম।
জীবন থেকে যা ক্ষয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তাকে কখনো ফিরে পেতে বা আকড়ে ধরে বাচতে চাইনি বরং তাকে আরো পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আজ.......????
বারেবারে কে যেন পিছু ডাকে,আমিও কেমন যেন হয়ে গেছি বা যাচ্ছি বারেবারে ফিরে তাকাতে ইচ্ছে করে,আর একটি বার পাগলের মত জড়িয়ে ধরতে ইচ্ছে করে!!!!!!!
কি পাগল আমি!!!!!!
কি পাগলামিটাই না আজকাল আমি করছি!!!!!!
সব দেখি,সব জানি,সব বুঝি।
তবু যেন আমি কিছুই জানিনা,কিছুই বুঝিনা,কিছুই দেখিনা।
আমি নিশ্চুপ,নিথর।
আমি অবিচল।
নিজেকে আজ শুধু বলতে ইচ্ছে করেঃ
তুই....তুই আসলেই একটা অষ্টরম্ভা!!!!!!
২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২
আমি সৈকত বলছি বলেছেন: ভালো লেগেছে জেনে সত্যিই খুব লাগছে আর নব সৃষ্টির প্রেরনা পেলাম।
আমার কেন যেন মনে হচ্ছে আপনিই শুধু আমার লেখাগুলো পড়ছেন সেই সাথে প্রেরনা দিয়ে যাচ্ছেন।
কষ্ট!!!!
সেতো আমার আজন্ম সঙ্গী।
+ এর জন্য অশেষ ধন্যবাদ।
লিখা???
সে তো আমার মনের খোরাক তাই ইনশা আল্লাহ যতদিন বেঁচে আছি মনের খোরাক মেটানোর চেষ্টা করবো।
আর হ্যাঁ আপনার লেখা শুধু পড়িই না আপনার পিছে আমি লেগেছি মানে অনুসরনে আছেন আপনি আমার।
ভালো থাকুন ভালো লিখুন এই প্রত্যাশা............
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
অস্টারম্ভা শব্দের অর্থ কি?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬
আমি সৈকত বলছি বলেছেন: যাকে দিয়ে কিচ্ছু হবে না তাকে এক কথায় অষ্টরম্ভা বলে।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখায় ভালো লাগা।
লিখিত শব্দে বাক্যে চিরচেনা মানুষের কষ্ট।
+++
আপনার আরো কিছু লেখা পড়েছি।
লিখে চলুন নিরন্তর।