নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিরাশার দোলনায় আপনাকে স্বাগতম

চরম নৈরাশ্যবাদী ও আশাবাদী দুটোর সংমিশ্রনে আমি সৈকত বলছিঃ সমস্যা ছুড়ে ফেলে ধূর ধূর জ্বালা বলে দেখইনা রুখে তুমি দাড়িয়ে,কেটে যাবে আধার,ছুড়ে ফেল সংস্কার দেখবে জীবন হাত বাড়িয়ে...............।।

আমি সৈকত বলছি

নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥

আমি সৈকত বলছি › বিস্তারিত পোস্টঃ

মালয়শিয়ায় প্রবাস জীবন (পার্ট-১)

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

-ওহহহহহ ভাই কষ্ট কাহাকে বলে!!!!!!

না এটা আমি বলছি না আপনাদের প্রশ্নও করছি না।

আমি যেখানে থাকি তার পাশেই আছে একটা ফ্যাক্টরি,
সেই ফ্যাক্টরি তে ওক নতুন বাংলাদেশি এসছে বিগত ৪/৫ দিন হলো।বেচারা ভাষা বুঝে না কিচ্ছু বুঝে না যে যাই বলে হা করে শুধু শুনে থাকে আর নিজের মাথায় যেই টুকু ধরে ওটুকুন কাজ করেন উর্দ্ধতন লোকেরা কিছু দেখিয়ে দিলে সেটা ভিন্ন কথা।

যাইহোক,
গতকাল এক মালাই লোক ঐ বাংলাদেশিকে সাথে নিয়ে আমার কাছে আমার বাসায় আসে।
আমি বের হলাম মাত্র মালাইয়ু আমাকে জানালোঃ
-তোর দেশী ভাই কিছু পাকাইতে পারে না তুই একটু হেল্প কর।

আমি সরাসরি বাংলাদেশী ভাইকে জিজ্ঞেস করলামঃ
-কিরে ভাই পাক করতে পারেন না????

বাংলাদেশী ভাইঃ হ ভাই পারি।

-ও যে বলছে পারেন না!!!

উনি হাসে।

মালাইয়ুরে বললামঃ
-ও তো বলছে ও পাক করতে পারে।

-মালাইয়ু হেসে বলে কালকে দেখলাম ও পানি দিয়া ভাত খাইতাছে।

আমি এবার মালাইয়ুরে বললামঃ
-আচ্ছা তুই যা আমি ওর সাথে কথা বলে তোরে পরে জানাচ্ছি।

মালাইয়ু চলে গেলে আমি বাংলাদেশী ভাইকে বললাম আসেন আমার রুমে আসেন।

-এই এসেছেন কতদিন হলো???

-৪/৫দিন অয় ভাই।

-হুম্মম তো বাড়ী কোথায় আপনার???

-যশোর।

-আসছেন কিভাবে???

-জাহাজে।

-ও আচ্ছা কতদিন লাগছে??

-১৭দিন।

-ও তা কষ্ট হয় নাই??

-ও ভাই কষ্ট কাহাকে বলে!!!!১৭দিন কিচ্ছুটি খাইবার পারি নাই।শুধু আদ মুট চিরা ছাড়া।
ভাইগো আমি দেশে কোনদিন বিড়ি সিগারেট খাইতাম না জাহাজে উইটঠা খাওন ধরছি।

বেচারাকে দেখে আমার নিজেরই খারাপ লাগলো।
প্রশ্ন করলাম আরোঃ
- সাথে কি কি নিয়ে আসছেন??

-ভাইগো আমার সাথে কিচ্ছু নাই শুধু একটা শার্ট আর এই একটা পেন্ট ছাড়া :'(

-কারন কি বিদেশ করতে আসছেন সাথে কিছু আনবেন না??
এখানে কি আপনার জন্য সব রেডিমেট বানাই রাখছে নাকি যে খাইবেন ঘুমাইবেন আর গায়ে পানি ঢাইল্লা কাপড় পিনবেন!!!! >:(

-ভাইগো সবই নিচি পথে আমার কাছ থেইক্কা সবই কাইড়া নিচে।
আসতে আসতে তিন জাগায় চেক করছে। :'(

আমাকে আরো বললোঃ
ভাই আমি এমন ছিলাম না।
আমি দেশে বড় গাড়ী চালাইতাম,আমি একজন ড্রাইভার।
অনেক ভালো ছিলাম রে ভাই।

কোমরের বেল্ট দেখিয়ে আমাকে বলেঃ
-ভাই এই বেল্ট আমারে টাইট হয়ে ছোট হতো আর এখন এটা আমার জন্য অনেক বড় হয়ে গেছে।
ভাইরে ১৭টা দিন একটা মানুষ ভাত না খাইয়া ক্যামনে বাঁচে!!!!
আমি বেঁচে আছি ভাই।

-আচ্ছা ভাই ওসব কথা এখন আর মনে করে কোন লাভ নাই যেহেতু চলে এসেছেন।
এখন কোন চিন্তা না করে কাজ করে যান আর এই নিন আমার লুঙ্গিটা,গেঞ্জি আর এই পেন্টটা নিয়ে যান পরে কাজ করবেন।
আমি মালাইয়ুকে বলে দেবো আপনাকে কিছু টাকা দিতে বাজার করে নিবেন আর আপনাকে একটা ফোন এনে দিতে বলে দেবো বাড়ীতে কথা বলবেন।

লোকটিকে বিদায় দিলাম,
মনটাই খারাপ হয়ে গেলো।
আমরা এতটা উতলা হয়ে যাই কেন এসব পোড়া দেশে আসার জন্য মাথায় আসেন।
এতটাই উতলা হই যে জীবন বাজি রেখেও এমন দেশে আসতেই হবে আমাদের????????

(খুব সংক্ষেপে লিখেছি দীর্ঘায়িত করতে চাইনি বলে)
→এমনিতেই এখন আমার পোস্টের ভিউজ নাই তার উপরে দীর্ঘ স্ট্যাটাস দিলে তো যা আছে সেটাও মনে হয় থাকবে না হাহাহাহাহা।

কারো পোস্টে ভালো লাগার কথা জানাতে পারছি না রেটিং করতে পারছি না।
মন খারাপ হয়ে যায় আবার ভালোও হয়ে যায়,মন ভালো হলেই একটা পোস্ট লিখে পোস্ট করে দেই।

ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.