![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
ব্লগে আসার পর খুব বেশি সময় পার হয়নি মাত্র ৩দিন মাড়িয়ে ৪র্থ দিনে পা দিয়েছি।
এর মধ্যেই আমি অনুধাবন করলাম যেঃ
অনেক দেরী হয়ে গেছে।
আরো আগে আসা উচিৎ ছিল এই ব্লগ দুনিয়ায়।
কত শত অগ্রজ ব্লগার যে এখন আর ব্লগে আসেন না।
ওনাদের পূর্বের পোস্ট গুলো পড়ছি আর মুগ্ধতার আবেশে হারিয়ে ফেলছি নিজেকে সে এক অন্য জগতে।
আমি জানিনা আমার এই পোস্ট কারো নজরে পড়বে কিনা তবে আছিতো ওয়াছিংএ।
ওয়াছিং এর গন্ডি পেরিয়ে জেনারেলেও এখনো উন্নিত হইতে পারছিনা।
জানিনা কবে নাগাদ এই পাত পা এর বন্দি দশা থেকে মুক্তি পাবো।
কবে আমার লেখা মডারেটরের মন ছুঁয়ে যাবে জানিনা আমি জানিনা।
কারো পোস্টে ভালো লাগার কথা জানাতে পারছি না।
পোস্টে একটা কমেন্ট করে কাউকে বলতে পারছিনাঃ ভাই এটাকেই বলে লেখা আপনি লিখেছেন বটে।
শুভ কামনার পাশা পাশি দোয়া চেয়ে যাচ্ছি ভাই।
উফফফফফ
যাইহোক আগের কথায় ফিরে যাই,
বর্তমান সামু মৃতপ্রায় বলা চলে।
পূর্বের পোস্ট গুলো কত সরব ছিলো।
একে অন্যের প্রতি কত আন্তরিক ও বন্ধু বাৎসল্য ছিলেন উনারা আমি শুধু পোস্ট না পোস্টের কমেন্ট গুলোও পড়ি।
একটি পোস্টের সফলতাকে কানায় কানায় ভরিয়ে দিতেন কমেন্ট দাতারা।
সবাই আজ হারিয়ে গেছে কালের গর্বে বিলিন হয়ে গেছেন উনারা।
উনারা না আমিই বলছি মান্না দের গানের ভাষায়ঃ
সেই ব্লগাররা নেই আজ
সামুটা তবু আছে
প্রথম পাতা আজও খালি নেই।
একই সেই সামুতে আজ
এসেছে নতুন লেখক
শুধু সেই সেদিনের গুনি ব্লগাররা নেই।
হয়ত আপনারাও আমার মত করেই ভাবছেন হ্যাঁ আমার অগ্রজ ব্লগার বৃন্দ।
আপনাদের পোস্ট গুলো পড়ে এই মূহুর্তে মনটা হাহাকার করে উঠলো আপনাদের ফিরে পাওয়ার জন্য।
প্লিজ আপনারা ফিরে আসুনন।
আমাদের শিখিয়ে দিন সৃজনশীল ব্লগিং আর লেখন শৈলী।
আমি খুব মিস করছি আপনাদের।
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
আমি সৈকত বলছি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই সুমিন কর সেই সাথে আমার ব্লগে স্বাগতম।
আমি এখনো কিছু বাধার বিপত্তির সন্মুখিন তাই আপনাদের মন কাড়া লিখাগুলোতে আমার উপস্থিতির জানান দিতে পারিছিনা।
আশা করি আপনারা বুঝবেন আমার অক্ষমতাটা।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
আমি আসলেই নতুন এই ব্লগিং দুনিয়ায় এক্সেস পেলেই লেখার ইচ্ছা আছে কিভাবে ফেবু ছেড়ে আমার এই ব্লগিং দুনিয়ায় আগমন।
এখনো একটি পোস্ট করে ছাতক পাখির মত তাকিয়ে থাকি পোস্টের দিকে।
কেউ পোস্ট পড়লো কিনা কেউ কোন কমেন্ট করে মতামত জানালো কিনা।
আর হ্যাঁ আপনার পোস্ট গুলো পড়ে অত্যন্ত ভালো লাগার ফলশ্রুতিতে অনুসরন করে রাখলাম আপনাকে।
ধন্যবাদ আবারও পাশে এসে দাড়ানোর জন্য উৎসাহীত করার জন্য।
ভালো থাকুন ভালো লিখুন নিরন্তর।
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
আরজু পনি বলেছেন:
শুভ ব্লগিং ।
আপনাকে মনে হয় চিনতে পেরেছি ।
ভালো থাকুন সবসময় ।।
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ জানবেন আরজুপনি,
হাহাহাহাহাহাহাহাহা আমাকে কিভাবে চিনলেন তা কিন্তু ক্লিয়ার করলেন না,
টুইস্ট রাখার ইচ্ছে আছে নাকি????
আমি কিন্তু চিনতে পারি নাই আপনাকে।
ক্লিয়ার করলে খুশি হবো।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আবারও জানবেন।
আর হ্যাঁ আমি কিন্তু আপনার পিছনেও লেগেছি মানে অনুসরন করেছি
হাহাহাহাহা
ভালো থাকুন ভালো লেখুন শুভেচ্ছা নিরন্তর।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১
আরজু পনি বলেছেন:
আমিতো বলিনি যে আপনাকে চিনতে পেরেছি...আমি বলেছি আপনাকে মনে হয় চিনতে পেরেছি।
ভুলও হতে পারে...
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
আমি সৈকত বলছি বলেছেন: হুম্মম্মম তা অবশ্যই বলেছেন,
সেই মনে হওয়ার ক্লু টা কি দেওয়া যায়???
আমি মনে হয় বুঝতে পারবো তাহলে।
আপনার মঙ্গল প্রত্যাশাকামী শুভাকাঙ্খী ভালো থাকবেন।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: জগৎ টা অনেক কঠিন নিয়মের জাঁতাকলে বাঁধা।
কারো জন্যই কিছু থেমে থাকে না। তবু রয়ে যায় কিছু স্মৃতি।
যা অমূল্য।
অসং্খ্য পথের পাথেয়।
লেখা নিয়ে কিছু নাইবা বলি। বিষয়বস্তু মন্তব্যের উর্ধ্যে।
সত্যিই সেই সব ব্লগারদের লেখাগুলো মনে করিয়ে দেয় অতীতকে যা বর্তমানে বিলীন হয়ে গেছে। আর ভবিষ্যৎ তো অদেখা অজানা। জানি না কি অপেক্ষায় আছে আমাদের জন্য।
২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ জানবেন রাজপুত্র ভাই,
আপনার মূল্যবান মতামতের জন্য।
সারাক্ষন তো শুধু ঘুরে ঘুরে সবার পোস্ট পড়ি পড়তে গিয়ে অনেকের ব্লগেই যাই,
কারো ব্লগে গেলে দেখতে পাই অনেক প্রিয় পোস্ট আছে যা কিনা লিখেছিলেন আগের অভিজ্ঞ ব্লগাররা।
ওগুলো পড়া শুরু করি আজ অবধি বেশ কিছু পড়েওছি।
যার ফলস্রুতিতে এই হাহাকারের জন্ম।
ভালো থাকুন
ভালো লিখুন এই প্রত্যাশা।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
আরমিন বলেছেন: ভালো লাগলো আপনার কথাগুলো!
শুভ ব্লগিং !
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ জানবেন আপনার মন্তব্যের জন্য এবং সেই সাথে স্বাগতম জানাই আমার ব্লগে, :-)
আপনার ভালো লেগেছে সত্যিই ভালো লাগছে।
শুভ কামনা রইলো ভালো থাকবেন।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
আমি সৈকত বলছি বলেছেন: আপনাদের ভালোবাসায় আমি সত্যিই অনুপ্রানীত।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: প্লিজ আপনারা ফিরে আসুনন।
আমাদের শিখিয়ে দিন সৃজনশীল ব্লগিং আর লেখন শৈলী।
আমি খুব মিস করছি আপনাদের।
লেখা ভাল লাগল। পড়ে মনে হলো, পুরনো ব্লগার। ভুলও হতে পারে।
যা হোক, শুভ ব্লগিং..........