![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে - আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
কী কথা তাহার সাথে? - তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস -
আকাশের ওপারে আকাশ।
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬
আমি সৈকত বলছি বলেছেন: হুম্মম্মম্মম মন খারাপ হয়ে যায় :-(
ভাল্লাগতেছেনা।
যাইহোক মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভুলটা সংশোধন করে নিচ্ছি।
ভালো থাকবেন।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮
খেলাঘর বলেছেন:
আমি মন্তব্য করতে পারি; আমার লেখা সামনের পাতায় যায় না; অন্যদের লেখা পড়ি, চলুক এভাবে।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২০
আমি সৈকত বলছি বলেছেন: কেন কেন!!!!!!
এমন হওয়ার কারন কি!!!
আপনার ব্লগে গিয়ে তো দেখলাম বেশ সফল আপনি তবুও প্রথম পাতায় যায় না কেন!!!!
না আমি এমন চলতে দেবো না।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৮
খেলাঘর বলেছেন:
এক সময় লিখতে পারতাম; ৩ মাসে ২ বার ওয়াচে নিয়েছে, এখন জেনারেল; মন্তব্য করতে পারি। আমার লেখা ও মন্তব্য পছন্দ করে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭
আমি সৈকত বলছি বলেছেন: এটা কেমন কথা আমি বুঝলাম না।
এমন হলে তো ব্লগেই আসবো না,
ছেড়ে চলে যাবো।
এখনো অপেক্ষায় আছি,
একজন একটা লিখা লিখবে তা কেউ দেখলো না তাহলে লিখাটার ভেলু কি???
মডারেটরদের এগুলো ভাবা উচিত।
আপনার কি মনে হয় আমি জানিনা।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
খেলাঘর বলেছেন:
আমার লেখাগুলো আজকে মুছে দিয়েছি, রেখেছি মাত্র ২টি।
আপনি অপেক্ষা করেন; আপনার অসুবিধা হবে না।
আমি রাজনীতি নিয়ে লিখতাম, সে জন্য অসুবিধা ছিল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ,
না রাজনীতি নিয়ে লিখালিখিটা খুব করি না বললেই চলে।
ভালো থাকবেন।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
লিখুন, আমরা পড়বো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
শুভ কামনা রইলো।
আপনিও লেখুন আমরা আছি।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
খেলাঘর বলেছেন:
কবির নাম মনে হয়, জীবনানন্দ দাস।
সামু কি ওয়াচ করছে এখনো?