![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
এক আমার জন্য কাউকেই তোর ছাড়তে হবে না,
যাদের নিয়ে তোর পৃথিবী তাদের নিয়েই ভালো থাক,আমি অবাঞ্চিত।
আর জানিস তো অবাঞ্চিতরা পরিত্যাজ্য :-D
কি বুঝিস নাই তাইতো....??
আয় তোকে একটা উদাহরন দেইঃ
মনেকর,
একটি বাগান তুই পরিচর্যা করিস,
এখন সেই বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য তোকে যা করতে হবে তা হলো,
আগাছা বা পরগাছা বা অবাঞ্চিত যা কিছু থাকবে তা উপড়ে ফেলতে হবে নাহলে তোর বাগানের সৌন্দর্য বিনষ্ট হবে।
একটি পৃথিবী একটি সম্পর্কও ঠিক তেমন,
আর তাই তোর পৃথিবীর তুই উচ্ছেদাতা আমি উচ্ছেদিত।
তোর পৃথিবীর সবাইকে নিয়ে
ভালো থাক,
সুস্থ থাক..........
এই কামনা করি আর দেহে প্রান থাকতে করেও যাবো।
নিজের যত্ন নিস,
অমায়িক হাসিটি মুখ থেকে কখনো ম্লান হতে দিস না।
ইতিঃ
তোর পৃথিবীর অবাঞ্চিত কেউ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ অবনি মনি কোটেশন মন্তব্যের জন্য।
চেষ্টা করবো ধরে রাখতে আপনি রাখবেন প্লিজ।
ভালো থাকবেন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাস...
এত এক্কেবারে নির্ভেজাল শুভ কামনা ...
এতটা উদার হতে নেই
তাতে কিছু কষ্ট বাড়ে
লেখায় ++++++
শুভ কামনা আপনার জন্য
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২১
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ মনিরা আপ্পি,
আসলে কিছু কিছু কষ্ট আছে যা বুক দিয়ে আগলে রাখতেই বেশি ভালো লাগে।
প্রিয় মানুষদের উদ্দেশ্যে করা শুভ কামনা গুলো নির্ভেজালই হয় মনে হয়।
+ এর জন্য আবারও ধন্যবাদ
ভালো থাকবেন
শুভ কামনা আপনার জন্যেও
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
একি হলো?
মহা পৃথিবী সামনে; যা হারিয়ে গেছে তার জন্য মন খারাপ হবে, কিন্তু হতাশাকে স্হান দেয়া যাবে না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬
আমি সৈকত বলছি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই,
হতাশা এক ধরনের সরীসৃপ এর মত পায়ে হেটে আসেনা বুকে হেটে আসে তাই টের পাওয়া যায় না।।
ভালো থাকবেন শুভ কামনা রইলো।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৮
শায়মা বলেছেন: তারপর?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
আমি সৈকত বলছি বলেছেন: দুজনার দুটি পথ বেঁকে গেছে দুই দিকে..............।।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানিবেন।
ভালো থাকবেন নিরন্তর।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯
তুষার কাব্য বলেছেন: একটি পৃথিবী একটি সম্পর্কও ঠিক তেমন,
আর তাই তোর পৃথিবীর তুই উচ্ছেদাতা আমি উচ্ছেদিত ।
ভালোলাগা...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
আমি সৈকত বলছি বলেছেন: আমার ব্লগে স্বাগতম,
কোটেশন মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
অবনি মণি বলেছেন: নিজের যত্ন নিস,
অমায়িক হাসিটি মুখ থেকে কখনো ম্লান হতে দিস না।