![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
কেউ হারায়না,
কেউ হারায়নি,
শুধু হারিয়ে গেছে মাঝে দুঃস্বপ্নের ঘোরে
কেটে যাওয়া কিছু সময়......।।
হারানো সময় গুলো বড়ই মূল্যবান।
এই হারানো সময় গুলোতে কত কিছুতে
কত পরিবর্তন এসে গেছে.....
বদলে গেছি আমি
এসে গেছে সম্পর্কের বেবচ্ছেদ।
বদলে গেছে সম্পর্কে প্রেক্ষাপট বদলে যাওয়ার নিয়মে,
চাইলেই কি আর ঘুছানো যায় অদৃশ্য বিভেদ!!!!!!
উৎসর্গঃ আমার আগের বন্ধু বান্ধবিদের যাদের এখন মিস করি খুব।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
আমি সৈকত বলছি বলেছেন: সবাই যদি হারায়!!
সব পাচ্ছে কারা???
হিসেবটা তোলা রইলো
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
নিলু বলেছেন: লিখে যান
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম।
হুম্মম্মম্ম ইনশা আল্লাহ দোয়া রাখবেন
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কেউ হারায়না,
কেউ হারায়নি,
শুধু হারিয়ে গেছে মাঝে দুঃস্বপ্নের ঘোরে
কেটে যাওয়া কিছু সময়......।
লাইনগুলো ভালো লাগছে ।
শুভেচ্ছা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭
আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো লাগাতে সত্যি আমারও খুব ভালো লাগছে
ভালো থাকবেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
নূসরাত তানজীন লুবনা বলেছেন: প্রিয়তে নিলাম
বড্ড বেশি সত্য বলে ফেলেন !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
আমি সৈকত বলছি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রিয় তে নিলেন জেনে সত্যিই খুব ভালো লাগলো।
আমি খুব সামান্য একজন হয়ে লেখালেখির চেষ্টা করি আপনাদের পাশে একটু জায়গা করে নেবো বলে।
ভাল থাকবেন শুভ কামনা রইলো।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা কি?
আমি বলবো আবেগের সুতোয় শব্দ বাক্য গাঁথা।
জানি আমি ভুল তারপরও এই ভুলটাকেই নাম না জানা ফুল ধরে নিয়েছি।
দুঃখিত অপ্রাসংগিক কথা বলার জন্য।
কবিতা পছন্দ হলো।
সবাই হারায়। প্রাপ্তি তাই শূন্যে ভরা।
হারানোর মাঝেই তাই পূর্ণতা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১
আমি সৈকত বলছি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই দিশেহারা রাজপূত্র ভাই।
আমার কাছে কিন্তু অপ্রাসঙ্গিক মনে হয়নি মন্তব্য বেশ মূল্যবান মন্তব্য করেছেন।
ভালো লাগা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
গদ্যে, পদ্যে, বাংলাদেশের তরুণ তরুণীরা 'হারানোর' কথাই বলছে শুধু; সবাই যদি হারায়, কারা সবই পাচ্ছে?