নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিরাশার দোলনায় আপনাকে স্বাগতম

চরম নৈরাশ্যবাদী ও আশাবাদী দুটোর সংমিশ্রনে আমি সৈকত বলছিঃ সমস্যা ছুড়ে ফেলে ধূর ধূর জ্বালা বলে দেখইনা রুখে তুমি দাড়িয়ে,কেটে যাবে আধার,ছুড়ে ফেল সংস্কার দেখবে জীবন হাত বাড়িয়ে...............।।

আমি সৈকত বলছি

নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥

আমি সৈকত বলছি › বিস্তারিত পোস্টঃ

বড্ড মায়া হয় হে পুরুষ বড্ড মায়া হয়...............

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

পৃথিবীর অধকাংশ পুরুষের জন্যই আমার ভিষন মায়া হয়।
কি???
প্রশ্ন জাগছে মনে তাইনা???
সৈকত ভাই আপনিও তো পুরুষ তাহলে কি????

হুম্মম আমার নিজের উপরও নিজের মায়া হয়।
অবশ্য এই মায়া জন্মানোর একটা কারন আছে আর সেই কারনটা হচ্ছেঃ প্রেম ভালোবাসা।

কেউ বিয়ের আগে ভালোবাসা করে আর কেউ বিয়ের পরে ভালোবাসা করতে চায়।
দুটি ক্ষেত্রেই ছেলেরা/পুরুষরা হয়ে যায় গিনিপিগ।

যাইহোক এই টোটাল ব্যাপারটা কে আরো ভালো ভাবে উপলব্ধি করলাম গতকাল আমার এখানে এক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে।
আমাদের কথোপকথনঃ
আমিঃ ভাই কি ব্যাপার মন খারাপ কেন?

অপর ব্যাক্তিঃনা ভাই এমনিতেই।

-কিছু তো একটা ঘটেছে!ভাবীর সাথে ঝগড়া হয়েছে কি??

- না রে ভাই।তবে একটা কথা কি ভাই মাকে কতবার বললাম মা আমি এখন বিয়ে থা করবো না।মা শুনলো না আমার কথা।

-হুম্মম্ম বুঝেছি, তো এখন সমস্যা কি?

-ভাই ইদানিং আমার সাথে ওর প্রায় রোজই ঝগড়া বাধে,দু'একটা কথা বলার পরই ওর সাথে ঝগড়া বেধে যায়। (নোট দিচ পয়েন্ট)

-মারাত্মক সিচুয়েশন, তারপর :O

-প্রায় সময় ও আমাকে জিজ্ঞেস করে আমি আসলে ওকে সত্যিই ভালোবাসি কিনা!!!! (নোট দিচ পয়েন্ট)


→নোটেড ফার্স্ট পয়েন্টঃ
ঐসকল স্ত্রীরা বা প্রেমিকারা যদি দেখতো এই দূর প্রবাসে এক একটা প্রবাসী কতটা যন্ত্রনা সহ্য করে এক একটা দিন পার করে আর দিন শেষে যখন প্রিয় জনের কাছে যায় একটু আশ্রয় খুজতে তখন যদি সেই প্রিয়জনেরা নানাবিদ কটু কথায় সারাদিনের বিসিয়ে থাকা মন আরো বিসিয়ে দেন তখন তাদের যে কি অবস্থা হয়, তবে আপনারা চিৎকার করে তো কাদতেনই সাথে গড়িয়ে গড়িয়ে মাটি আর মাথা চাপড়ে কাদতেন আর শপথ করতেন যে আপনাদের এই প্রিয় মানুষটার সাথে কখনোই ঝগড়া করবেন না বলে।

→নোটেড সেকেন্ড পয়েন্টঃ
আপনারা কত সহজে ঐ মানুষটাকে প্রশ্ন করে ফেলতে পারেনঃআচ্ছা তুমি আমায় সত্যিই ভালোবাসো তো???

প্রশ্নটি করার আগে একটিবারও ভেবে দেখেন না আপনার করা এই প্রশ্ন লোকটার কোথায় গিয়ে আঘাত করবে!!!!
একবারও কি আপনাদের বিবেকে কামড় দিয়ে আপনাকে জিজ্ঞেস করেনা???
এই মানুষটা যে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জিত টাকা আপনার পেছনে উজাড় করছে কোন স্বার্থে কিসের লাভে?
সারাটাদিন পরিশ্রম করে এসে যে আপনার সাথে মিষ্টি কথা বলে আপনাদের সুখে রাখা নিরলস চেষ্টা করে যাচ্ছে কিসের আশায়??

এই মানুষটার একটা ঘন্টার করা পরিশ্রম করে দেখুন তবে বুঝবেন কষ্ট কাকে বলে আর ভালোবাসা/সুখ কাকে বলে।


আমি আমার সাথের ভাইটিকে বললামঃ
-আপনি কিছু বললেন না??

-ভাইরে আমি বললে আমাকে উত্তর দেয়ঃ আমি নাকি স্ত্রীর প্রতি জাস্ট দায়িত্ব পালন করছি।


আজিব লাগে রে হে নারী কূল বড্ড আজিব লাগে।

দায়িত্ব কাকে বলে বোঝ তোমরা???
আর ভালোবাসা কাকে বলে তাও কি বোঝ তোমরা???

সপ্তাহে বা দশ দিনে মেয়েটার সাথে একবার ৫/১০মিনিট কথা বললে,মাস শেষে ভরন পোষনের খরচ ১০/১৫ হাজার টাকা পাঠাই দিলেই কি দায়িত্ব শেষ হয়ে যায় না???
কি দরকার এক্সট্রা কেয়ার করার?
দিনের মধ্যে কাজের ফাকে সুযোগ পেলেই তাকে স্বরন করার??

আর যদি করেই তবে তা কি ভালোবাসা থেকেই করা হয় না???

★★★
প্রশ্ন থাকলো সকল নারী ও পুরুষ সবার কাছে.......??

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

অবিবাহিত ছেলে বলেছেন: নতুন বিয়ে করেছি । সবাই এখন আমার কথায় ত্রুটি খোজে । বউ ও মা দুপক্ষই দৌড়ের উপর রাখে । আসলেই পুরুষ মানুষের জীবন কষ্টের ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

পুরুষ মানুষের জীবন খুব বেশিই কষ্টের।

শুভাচ্ছে রইলো বিবাহিত জীবনের জন্য।
সব দিকে সামাল দিয়েই চলতে হবে :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০

নূসরাত তানজীন লুবনা বলেছেন: ওয়াইফ এই আচরণটা করে মূলত --'' আমাকে আরো বেশি কেয়ার করো '' বুঝাতে
অনেক মেয়েরা এই জাতীয় কথাগুলো সরাসরি বলতে লজ্জা পায় যদিও এমন কথাও তারা বলে যেটাতে লজ্জা পাওয়া উচিত কিন্তু লজ্জা পায় না ।
যারা কিছু হলেও সাহিত্য ঘাটাঘাটি করেছেন তারা নিশ্চয়ই জানেন -- মেয়েরা অলোয়েজ রহস্যময়ী
সংসারে শান্তি চাইলে স্ত্রীর প্রতি মনোযোগী হোন ।সে কোন আচরনে কি বোঝাতে চায় খেয়াল রাখুন । মাসখানেকের মাঝে তার আচরন আপনার মুখস্থ হয়ে যাবে । আশা করি তখন এ জাতীয় প্রব গুলো থাকবে না ।
আর হ্যা , যারা ফ্যামিলির প্রতি দায়িত্বশীল থাকতে চান তারা স্ত্রীকে ইসলামের অনুসরন করাতে পারলে আর কিছুর প্রয়োজন হয় না ।সে এমনিতেই আপনার চাওয়ার চেয়েও বেশি ভালো হবে ইনশাআল্লাহ ।
আপনার পোস্টটা ভালো লেগেছে এবং নিজের মতামত দিতে পেরে আরো বেশি ভালো লাগছে ।
জাযাকাল্লাহ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

আমি সৈকত বলছি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

হুম্মম্মম্ম ঠিকই বলেছেন ইসলামের নিয়ম কানুন জানা থাকলে বা মেনে চললে সংসারে সুখ আসতে বাধ্য।

এমন মন্তব্যে প্রিত হলাম।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন: কিছু বললাম না , দুই পক্ষের ই বলার অনেক কিছু থাকে এর মাঝে আবার ভালবাসা ও থাকে :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪

আমি সৈকত বলছি বলেছেন: ঠিক তাই,

মন্তব্যের জন্য ধন্যবাদ।

যদিও কষ্ট থেকে লিখেছিলাম লিখাটা।

আপনার মন্তব্য পড়ে একটু হাসি আসলো তাই হাসলাম ভাববেন না যে উপহাস করেছি!!!

মন্তব্যটাই ভালো লেগেছে।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.