নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিরাশার দোলনায় আপনাকে স্বাগতম

চরম নৈরাশ্যবাদী ও আশাবাদী দুটোর সংমিশ্রনে আমি সৈকত বলছিঃ সমস্যা ছুড়ে ফেলে ধূর ধূর জ্বালা বলে দেখইনা রুখে তুমি দাড়িয়ে,কেটে যাবে আধার,ছুড়ে ফেল সংস্কার দেখবে জীবন হাত বাড়িয়ে...............।।

আমি সৈকত বলছি

নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥

আমি সৈকত বলছি › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে কষ্টের বিষয় কি??????

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

সব চেয়ে কষ্টের বিষয় কি ?



মৃত্যু ?



না , সব চেয়ে কষ্টের বিষয় একলা থাকা ।



ভর দুপুরে একলা কোকিলটাও নাকি অশুভ ।



কেউ একা থাকে না ।হোক

সে প্রাণী কিংবা জড় ।



বালিশগুলো একে অন্যের

সাথে জড়াজড়ি করে থাকে ,

ফ্যানের তিন পাখা এক সাথে ঘোরে ।



দেয়ালগুলা লেগে থাকে বছরের পর বছর ।

পর্দারা এক একসাথে ওড়ে , এক সাথেই

দোলে ।



দেখে মনে হয় কর্নারের

বেসিনটা বুঝি একা , সেটাও দেয়ালের

বুকে দিব্যি ঠাই করে নিয়েছে ।



এ্যকরিয়াম এর সোনামাছগুলো, ধূসর

টিকটিকি কিংবা সাদাটে তেলাপোকার

দল, সবাই জোট বেঁধেছে ।



চকচকে মনিটর সাড়া দেয়না মাউস আর

কিবোর্ড এর সাড়া না পেলে ।



ফার্নিচারগুলো চুপিচুপি সখ্য গড়ে নেয় ,

টেবিলটা জানিয়ে দেয় চেয়ার

ছাড়া সে অচল ।



মোবাইলটা পর্যন্ত চার্জার

আর হেডফোনের সংগ চায় রোজ ।



হৃদয় ভাঙার কষ্টটা মৃত্যু থেকেও যন্ত্রণার।

কাউকে হারাবার চেয়ে একলা হবার

যন্ত্রনাটা অনেক বেশি ।



একলা থাকার ভয় না থাকলে

হৃদয় ভাঙার কষ্টটা এত তীব্র হত

না ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

দিশেহারা আমি বলেছেন: কবিতাটা ভীষণ ভালো লেগেছে।


তবে আপনার কবিতায় আমি আহত হয়েছি।আমার মা,বাবা,ভাই,বোন,স্ত্রী, কন্যা সবই আছে তবুও জীবনের অর্ধেকটা সময় (প্রায় ১৭ বছর) প্রবাসে একা একা কাটাচ্ছি। আমার দেশি সহকর্মী নেই, দোস্ত বন্ধু নেই এমনকি রুমমেট ও নেই।
তবে আমি কি চেয়ার,টেবি্‌লের চেয়েও অধম :( :(


আপনার কবিতা আমার বিবেককে নাড়া দিয়েছে। আমি যদি উল্টা পাল্টা কিছু করি তবে তার দায় ভার সম্পূর্ণ আপনার B-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম,

আমিও আহত হলাম আপনার মন্তব্যে।

এমন কিছু করবেন না কারন দুনিয়াবী চলার পথে সবার জীবন সত্য তাহার উপর নাই।

একলা একা জীবন বয়ে চলার নামই জীবন।

সো কোন হতাশা নয় জাস্ট এগিয়ে যান আগামীর দিকে।

বালো থাকবেন শুভ কামনা। :)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

খালেদা আকতার বলেছেন: হৃদয় ভাঙার কষ্টটা মৃত্যু থেকেও যন্ত্রণার।
কাউকে হারাবার চেয়ে একলা হবার
জন্ত্রনাটা অনেক বেশি ।

অা িম ও তাই ভা িব-

কবিতাটা ভীষণ ভালো লেগেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম,

মন্তব্যের জন্য ধন্যবাদ।

কোটেশন মন্তব্যের জন্য স্পেশালী ধন্যবাদ।

ভাবনায় ভাবনায় মিলে গেলো :) আসেন আপনেরে চিমটি কাটি।

ভালো থাকবেন শুভ কামনা।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

দিশেহারা আমি বলেছেন: শুধু সান্ত্বনায় কাজ হবে না।

আপনার কবিতায় আমি আহত হয়েছি তাই ক্ষতিপূরণ চাইই চাই। X(






















ভাবছি দেশ থেকে ঘুরে আসবো :P

ভাইজান মনে হয় আমার প্রথম মন্তব্যে ফাঁপরে ছিলেন =p~ =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আমি সৈকত বলছি বলেছেন: তা কি ক্ষতি পূরন দিতে হবে????














হুম্মম্মম্মম্মম্ম একটু ফাপরে পড়েছিলাম তো বটেই :)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

নূসরাত তানজীন লুবনা বলেছেন: হিংসায় জ্বলে পুড়ে ছাই !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

আমি সৈকত বলছি বলেছেন: মন্তব্যের জন্য লুবনা,






এত হিংসা কেন??? :)

কারনটা কি জানতে পারি????

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

জন্ত্রনাটা টা ঠিক করে দিয়েন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।

ভালো থাকবেন :)

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

নূসরাত তানজীন লুবনা বলেছেন: 'ওর কেন আছে?' - এটাই হিংসা। দূরে থাকুন।
'আমার কেন নেই?' - এটাই ঈর্ষা। দুহাত তুলে আল্লাহ্‌র কাছে চান।

উপর্যুক্ত কথার আলোকে বুঝে নেন
কেন আছে ,কেন নাই --দুইটাই কাজ করছে
আমার মনে হচ্ছে -আপনি আমার কথা চুরি করে সুন্দরভাবে সাজিয়ে ফেলছেন ।
ইটস নট ফেয়ার !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ।

আচ্ছা পোস্টটি যেহেতু আপনার মনের কথা আর আমি চুরি করেছি সো পোস্টটি আপনি নিয়ে গিয়ে আপনার ব্লগে সাজান আমার কোন আপত্তি নাই :)

আপনি নিলে আমি মুছে দেবো :)

ভালো থাকবেন।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

নূসরাত তানজীন লুবনা বলেছেন: কেউ নিয়ে যাওয়ার পর আবার তা ফেরত নিতে কেমন জানি আনইজি লাগে
সো আপনার কাছেই থাকুক তবে আমার ব্লগে গিয়েও এর সন্ধান পাওয়া যাবে ।

ভালো থাকেন চুরির জিনিস নিয়া

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

আমি সৈকত বলছি বলেছেন: কোথায় এবং কিভাবে সন্ধান পাওয়া যাবে???

ঠিকানাটা দেওয়া যাবে কি????

আর হ্যাঁ আমাকে কি সত্যি সত্যিই চোর বানিয়ে দিলেন???? :)

আপনার মনের কথা চোর???? :)

অনেকক্ষন হাসলাম আপনার মন্তব্যটা পড়ে হাহাহাহাহাহাহাহা

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০০

নূসরাত তানজীন লুবনা বলেছেন: আমার ব্লগের প্রিয় পোষ্ট অপশনে গেলে এর সন্ধান পাওয়া যাবে
আপনি কি আতংকিত ?
চিন্তা করবেন না
পুলিশ আপনাকে আপাতত ধরতে পারবে না
দেশে পা দিতে চাইলে .ধরা খাইতেও পারেন
সো বি কেয়ারফুল !
:> :> :> :>

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

আমি সৈকত বলছি বলেছেন: ও আচ্ছা ধন্যবাদ কৃতার্থ হইলাম :)

যথেষ্ঠ ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে।

ভালো থাকুন।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

আমি নাহিয়ান বলছি বলেছেন: কষ্ট যতই ভয়ানক হোক,,,, তারপরও কষ্ট ছাড়া জীবনটাই বৃথা।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

ঠিকই বলেছেন :)

ভালো থাকুন শুভ কামনা নিরন্তর।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

ফড়িং ক্যামেলিয়া বলেছেন: ২০১৪ তে লিখেছিলাম এই লেখাটা অথচ নিজের বলে কি সুন্দর মেরে দিলেন । লজ্জা করে না লেখা চুরি করতে ?Foring camelia ৬৪ হাজার ফলোয়ার এর চোখ এড়িয়ে যাওয়া খুব সহজ না । আমার লেখার একটা আলাদা বৈশিষ্ট্য আছে বলে কেউ লেখা মেরে দিলেও সেখানে কেউ না কেউ গিয়ে লিখে আসে এটা ফড়িং ক্যামেলিয়ার লেখা । তবে কি জানেন , একটা লেখা লিখতে গিয়ে আমাকে ভাবতে হয় , সময় খরচ করতে হয় , পড়তে হয় , এসব এর বিনিময়ে আপনি আমার নামটা ব্যবহারের ভদ্রতা কেন দেখাতে পারেন না ?
চুরি করে সাময়িক বাহাবা হয়ত পাওয়া যায় কিন্তু কেউ না কেউ ঠিক-ই জানবে আপনি চোর আর এটা ফড়িং এর লেখা।
আমি বাজি ধরে বলতে পারি এমন আরও লেখা আমি লিখতে পারব কিন্তু আপনি পারবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.