![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
বৃষ্টি,
তুমি এক গল্প কথকের গল্পের শিরোনাম,
তুমি আমার এক বেদনাদায়ক অতীতের নাম।
যখন বৃষ্টি নামে আকাশ বাতাস কাঁপিয়ে আর প্রকৃতিকে দুলিয়ে,
জানালার পাশে দাড়িয়ে আমি দেখি সেই বৃষ্টির উন্মাদনা।
আমার মাঝে ভর করে তখন একরাশ অতীত স্মৃতি ঠিক যেমনটি ভর করে আকাশজুড়ে মেঘ, বৃষ্টির আগমনী বার্তা হয়ে।
আমি হারিয়ে যাই সেই বেদনা দায়ক অতীতে,
কি পাগলামীটাই না সে করতো বৃষ্টিতে ভিজবে বলে,
আমার বারন সে শুনতেই চাইতো না কারন তাকে যে ভিজতেই হবে।
আমি বারন করলে তার সেকি রাগ।
মাঝে মাঝে সে আমাকে জানাতোও না,
ভিজে এসে বলতো,
এই জানো?
আমি না আজ বৃষ্টিতে ভিজেছি।
আমি রাগ করলে আমাকে আদরে আদরে ভরিয়ে দিতো, আমার রাগ ভাঙাতো।
ওহে বৃষ্টি,
তোমার আগমন,আমার স্মৃতির প্রস্রবন।
তুমি আর এসো না এমন ধরনী কাঁপিয়ে আমার স্মৃতির বাহন হয়ে,
আমি যে আর নিতে পারছি না এই যন্ত্রনার অতীত স্মৃতি গুলোকে।
ক্ষয়ে যাওয়া হৃদয় হতে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস এর উষ্ণতা যে কতটা পোড়ায় তা বোঝার সাধ্য নেই এই পৃথিবীর কারো।
আমাকে আর জ্বালাইস না হে ধরনী পোড়াইস না আর আমাকে,
হে ধরনী,
হে বৃষ্টি,
যদি পারো এমন কাউকে এনে দাও,
যে বলবে একবার আর একটিবার,
ভালোবাসি তোমাকে.......
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪
আমি সৈকত বলছি বলেছেন: কোটেশন মন্তব্য,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অনেকদিন পর আপনাকে পেলাম আমার ব্লগে।
আমার আগের কবিতা গুলোও পড়বেন সময় করে আশা রাখি
ভালো থাকুন
শুভ কামনা।
২| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৪
জেন রসি বলেছেন: বিষাদময় বৃষ্টিবিলাস।
ভালো লেগেছে।
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮
আমি সৈকত বলছি বলেছেন: পড়ে মন্তব্য করেছেন বলে কৃতজ্ঞতা জানিবেন।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে
ভালো থাকুন নিরন্তর
৩| ১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৯
নূসরাত তানজীন লুবনা বলেছেন: আপনি দুঃখবিলাসী
আল্লাহর কাছে সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পণ করে দেখুন ; আহা ! কি যে শান্তি ! যা আমি পেয়েছি । আলহামদুলিল্লাহ !
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮
আমি সৈকত বলছি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানিবেন
ইনশাল্লাহ চেষ্টা করবো
ভালো থাকুন
৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৪
সাইলেন্ট পেইন বলেছেন: badol diner oshru sikto smrritir borNona. valoo legeche.
৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৭
সাইলেন্ট পেইন বলেছেন: বাদল দিনের অশ্রু সিক্ত স্মৃতির বর্ণনা। ভালো লেগেছে।
৬| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৭
সাইলেন্ট পেইন বলেছেন: বাদল দিনের অশ্রু সিক্ত স্মৃতির বর্ণনা। ভালো লেগেছে।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০
আমি সৈকত বলছি বলেছেন:
সাইলেন্ট পেইন ভাই,
ব্লগে স্বাগতম।
কেমন আছেন জানাবেন?
পড়ে যে মন্তব্য জানিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা
৭| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯
অর্বাচীন পথিক বলেছেন: গল্পের ছলে স্মৃতি কবিতা
ভাল লাগলো
১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখিকা,
আপনাদের মন্তব্য মনে নতুন কিছু সৃষ্টির প্রেরনা জোগায়।
ভালোবাসা জানুন আর ভালো থাকুন নিরন্তর।
৮| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৮
রোদেলা বলেছেন: আকুতিগুলো শব্দ মালায় গেঁথেছেন বেশ।তীরের মতোন বিঁধলো।
১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০২
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ রোদেলা আপু,
আমার ছোট্ট জগতে আপনাকে স্বাগতম।
আপনাদের মত অগ্রজদের মন্তব্য পাবো ভাবিই নাই।
হুম্মম চেষ্টা করি সমস্ত আবেগ আকুতি আর ভালোবাসা দিয়ে এক একটা সৃষ্টির ভিত তৈরী করতে জানিনা কতটুকু পারি।
আশা রাখি আপনাদের ভালবাসা আর প্রেরনা পেলে অবশ্যই পারবো ইনশাল্লাহ
৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে ।
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৩
আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ভাই,
সত্যিই অনেক অনুপ্রানিত হলাম।
অগ্রজদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো চিন্তাও করি নাই নাহলে আরো আগেই ব্লগে পা দিতাম
মন থেকেই বলছি,
অনেক অনেক ভালোবাসা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্ষয়ে যাওয়া হৃদয় হতে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস এর উষ্ণতা যে কতটা পোড়ায় তা বোঝার সাধ্য নেই এই পৃথিবীর কারো
মুগ্ধতা কবি।