![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত এর সময় জ্ঞান রাখিনি কখনো......
শুধু তোমাকে পাওয়ার নেশায় এতটাই মত্ত ছিলাম যে ২৪ঘন্টা ঘুমহীন থেকেছি তবু ক্লান্তি আসেনি দেহ মনে...
এমনও সময় কেটেছে যখন সারা রাত কাজ করে এসে সারাদিন তোমার সাথে কথা বলে বিকেলে আবার কাজে গিয়েছি,
তোমাকে বুঝতে দেয়নি যে আমি ঘুমের কষ্ট করছি....।।
সেই আমি আজ অবাক হই যখন আমার মরনের কথা তোমার মনে কাঁপন তোলে না,
চোখের পাতা কেঁপে উঠে না তোমার আমার মরনের কথা শুনে,
চোখের ঘুম উড়ে যায় না তোমার সেই ঘুমাহীন রাত-দিন কাটানো মানুষটার জন্য!!
সবই করছি,
সবই চলছে,
কিছুই থেমে নেই,
বুকের মাঝে যন্ত্রনার সৃষ্ট ব্যাথাটাও থেমে নেই চলছে...
মাঝে মাঝে চোখের পাতা ভেদ করে অশ্রুরাও গড়ায় সেটাও থেমে নেই...।।
নেই নেই কিছুই থেমে নেই...
থেমে গেছে শুধু আমার হৃদয়ে সুখের ঘড়িটা।
আজ আমার হৃদয় ঘড়ির সারাটা সময় জুড়ে শুধুই যন্ত্রনা.....।।
বুক চিরে চিরে দীর্ঘশ্বাস গুলো বেরিয়ে আসছে আর ভারী করে তুলছে আমার চারপাশ....।।
যার জন্য মানুষ কষ্ট পায় তার উপর নাকি অভিশাপ পড়ে কিন্তু আমি চাই না তার উপর কোন অভিশাপ পড়ুক,
আল্লাহ তুমি সব জান্তা,
আমি সরল ও পবিত্র মনেই বলছি,
তাকে তুমি মাফ করে দিও আল্লাহ।
সে বোঝে না অবুঝ,
নির্বোধের মত কাজ করে ফেলে।
তাকে তুমি সুখে রেখ সর্বাবস্থায়।
এই প্রার্থনা করি আল্লাহ তোমার দরবারে......।।
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১
আমি সৈকত বলছি বলেছেন: হুম্মম ভাই চাঁদগাজী,
সত্যিই অতৃপ্ত আত্মা
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: নেই নেই কিছুই থেমে নেই...
থেমে গেছে শুধু আমার হৃদয়ে সুখের ঘড়িটা।
আজ আমার হৃদয় ঘড়ির সারাটা সময় জুড়ে শুধুই যন্ত্রনা.....।
চমৎকার। +
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩
আমি সৈকত বলছি বলেছেন: কোটেশন মন্তব্য
অনেক ধন্যবাদ।
+ দিলেন আমার সামান্য লিখাকে!!
সত্যিই অবিভূত হলাম।
এটাই মনে হয় প্রথম + অর্জন
ভালো থাকুন ভাই
৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫০
জেন রসি বলেছেন: চমৎকার।
তবুও কিছু থেমে থাকে না
তবুও আমরা থামাব বলে
সময়ের সাথে সময়ের খেলায়
নিজেরাই থেমে যাই।
ভালো থাকবেন।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৪
আমি সৈকত বলছি বলেছেন: অনেক চমৎকার মন্তব্য করেছেন একেবারে প্রান জুড়িয়ে গেলো ভাই,
সত্যিই কিছুই থেমে থাকে না তবুও মনে হয় কি যেন চলছে না কি যেন নেই
অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য
৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৩
রোদেলা বলেছেন: চমৎকার আপনার চাওয়া।স্যালুট।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৬
আমি সৈকত বলছি বলেছেন: স্যালুট!!!
আমাকে!!!!
জানিনা কতটুকু এই স্যালুট এর আমি দাবীদ্বার তবে আপনার এই সন্মান কে আমি সন্মান করছি
শুভেচ্ছা ও ভালোবাসা জানিবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
আরো একটি অতৃপ্ত আত্মা?