| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সৈকত বলছি
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
ভালোবাসা ভেঙ্গে দেয় বর্তমান,কেড়ে নেয় ভবিষ্যত আর দিয়ে যায় একরাশ যন্ত্রনাময় অতীত।
ভালোবাসার অপর নাম যদি হয়,
নিস্পাপ,নিঃস্বার্থ আর নিষ্কলঙ্ক,
তবে আমি তাই বেসেছি।
ভালোবাসার অপর নাম যদি হয়,
অপমান,অপবাদ আর লাঞ্চনা,
তবে আমি তাই পেয়েছি।
তবু আমি ভালোবেসেছি,
ভালোবাসাকে ভালোবাসার জন্যই ভালোবেসেছি।
ভালোবাসাকে শত রূপে শত রঙে শত ঢঙে সাজিয়েছি,
ভালোবাসার মানুষকে নিয়ে হাজারও রং বেরংয়ের স্বপ্ন দেখেছি।
যা ছিলো না তা তৈরী করেছি,
যা ভবিতব্য তা বর্তমানে এনেছি।
তবু.......
তবু সেই শত রূপী ভালোবাসা আমার দিয়েছে এক বুক যাতনা,
অপমান অপবাদ আর হৃদয় পোড়া দীর্ঘশ্বাস এর উষ্ণতা.....।।
তবু ভালোবাসাহীন হইনি,
ভালোবাসাকে ভালোবাসার জন্যই আজও ভালোবেসে চলেছি........।।
আমার ভালোবাসা যে ক্ষনস্থায়ী নয় চিরস্থায়ী,
অতএব আমার ভালোবাসা চলবে নিরন্তর.....
হোকনা ভালোবাসার যন্ত্রনায় এই হৃদয় কাতর......।।
২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩
আমি সৈকত বলছি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জেনরসি ভাই,
আসলে অনেক যন্ত্রনা থেকে এই লিখাটার জন্ম ভালো মন্দ বিবেচনা করি নাই সোজা পোস্ট করে দিয়েছি ![]()
ভালো থাকুন শুভ কামনা
২|
২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০১
নূসরাত তানজীন লুবনা বলেছেন: প্রতিটা লাইনই মাশাআল্লাহ !
কোট করতে পারছি না !
ভালোবাসতে থাকুন ভালোবাসাকে ভালোবাসার জন্যই
দোয়া করি ভালোবাসাও আপনাকে ভালোবাসুক
২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৭
আমি সৈকত বলছি বলেছেন: আপনাদের ভালো লাগাতে পারাটাইতো আমার স্বার্থকতা।
আপনার এতটা ভালো লেগেছে জেনে অনন্দিত হলাম।
যন্ত্রনা থেকে কি লিখেছি নিজেই জানিনা,
যা লিখেছি বিবেচনা করা ছাড়াই পোস্ট করে দিয়েছি আর এখন আপনাদের মন্তব্য পড়ে ভালোই লাগছে ![]()
ধন্যবাদ
ভালো থাকুন
শুভ কামনা
৩|
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭
শায়মা বলেছেন: ভালোবাসার নাম নেই, ধাম নেই, নেই পরিচয়
তাই লোকে ভাবে বসে ভালোবাসা কারে কয়???
সুন্দর কাব্য ভাইয়া।![]()
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮
আমি সৈকত বলছি বলেছেন: এত ভালো লেগেছে যে জিহ্বাই বের হয়ে গেছে তাই তো????![]()
হাহাহাহাহাহা
ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য উপহার দেওয়ার জন্য
৪|
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬
তুষার কাব্য বলেছেন: ভালবাসাময় কবিতার মত জীবনটাও ভালবাসাময় হয়ে উঠুক
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০
আমি সৈকত বলছি বলেছেন: আমার জীবনটা বড়ই জটিলতাময় সেই জীবনে একটু ভালোবাসার প্রশান্তি খোজার বৃথা চেষ্টা করে যাচ্ছি দিন রাত্রি।
ভালো থাকুন
শুভ কামনা।
৫|
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো হয়েছে। ভালো হচ্ছে আপনার লেখনশৈলী।
বেটার দ্যান বিফর।
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩
আমি সৈকত বলছি বলেছেন: রাজপূত্র ভাই,
এই লিখাটা আসলেই কোন চিন্তা ভাবনার লেখা ছিলো না।
গতকাল রাত্রের দিকে প্রচন্ড রকম মনোবিকলঙ্গতায় ভুগছিলাম,
ঠিক তখন এই লাইন গুলো একটার পর একটা আসতে লাগলো আর আমি লিখতে লাগলাম।
লিখা শেষ কোন যাচাই বাছাই ছাড়াই পোস্ট করে দিলাম ![]()
আপনাদের ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম।
৬|
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশি ভাবলে তালগোল পাকায় যায়। আমি একটা নিয়ে বেশি ভাবছি ইদানিং। তাই গোলতালটা বেশি হচ্ছে।
২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৯
আমি সৈকত বলছি বলেছেন: এটা অবশ্য ঠিকই বলেছেন ভাই,
ভিষন রকমের তাল গোল পাকায় যায় তখন আর বের হয়ে আসা যায় না।
আমার এমন দুটো লেখা অর্ধেক হয়ে পড়ে আছে ![]()
৭|
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৪
শায়মা বলেছেন: ভাইয়ারা তোমরা এইবার তাল আর গোল সাবজেক্টে কাব্য লেখো@ রাজপু্ত্রভাইয়া আর সৈকত ভাইয়া।![]()
২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১
আমি সৈকত বলছি বলেছেন: ইয়াল্লাহ কয় কি!!!!
তাল আর গোল নিয়া কাব্য!!!! :O
সেও কি সম্ভব!!!!
আপনিই লিখে একটা দেখান আমরাও পড়ে শিখি,
তারপর নাহয় আপনাকে আমরা অনুসরন করে লিখবো :-)
৮|
২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে তাহাই হইবেক।![]()
২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
আমি সৈকত বলছি বলেছেন: তবে কি অপেক্ষারা প্রশান্তিত হইবেক????
৯|
২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
শায়মা বলেছেন: হইবেক হইবেক!!![]()
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫
আমি সৈকত বলছি বলেছেন: ওকে তবে অপেক্ষাতেই রইলাম ![]()
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬
আমি সৈকত বলছি বলেছেন: অপেক্ষারা তো ক্লান্ত হতে চললো......।
প্রশান্তি তো পেলো না...... ![]()
১০|
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫০
শায়মা বলেছেন: তাল আর গোল মিলে হয় তালগোল
তাই নিয়ে এত কেনো করো শোরগোল?
গোল গোল তালবড়া দেখনি কি তুমি
তালশাস, তাল পিঠা চাখোনি কি তুমি!
তাল পাখা, তাল পাটি, তাল পাতে লেখা
শুনেছি তা বহুআগে হয়নি তা দেখা।
পিঠে কি পড়েনি তাল ছোট কালবেলা
গোল গোল নুড়ি নিয়ে করোনি কি খেলা?
তালপাতা বাঁশি নাকি খাসা সুর তোলে
তাই শুনে রেগে টং বদরাগী ভোলে।
এত তাল গোল মিলে মাথা হলো গোল
এই বেলা ভাগি আমি তুমি খাও ঘোল!!!!!![]()
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭
আমি সৈকত বলছি বলেছেন: আমি মুগ্ধ।
কিছু বলার মত ভাষা পাচ্ছি না......।
ইউ আর জিনিয়াস.....। ![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৯
জেন রসি বলেছেন: আমার ভালোবাসা যে ক্ষনস্থায়ী নয় চিরস্থায়ী,
অতএব আমার ভালোবাসা চলবে নিরন্তর.....
হোকনা ভালোবাসার যন্ত্রনায় এই হৃদয় কাতর......।।
চমৎকার।
নিরন্তর ভালোবাসা পান, এই কামনা করি।