নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিরাশার দোলনায় আপনাকে স্বাগতম

চরম নৈরাশ্যবাদী ও আশাবাদী দুটোর সংমিশ্রনে আমি সৈকত বলছিঃ সমস্যা ছুড়ে ফেলে ধূর ধূর জ্বালা বলে দেখইনা রুখে তুমি দাড়িয়ে,কেটে যাবে আধার,ছুড়ে ফেল সংস্কার দেখবে জীবন হাত বাড়িয়ে...............।।

আমি সৈকত বলছি

নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥

আমি সৈকত বলছি › বিস্তারিত পোস্টঃ

আমিই থাকবো না চলে যাবো অন্যথায়.........

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৫

এমন একটা দিন আসবে যেদিন আমিও ত্যাগ করবো এই সুন্দর পৃথিবীর মায়া....



সেদিনও নিয়ম করে সকাল হবে রাতের অন্ধকারকে বিদায় দিয়ে,

সুন্দর সকালটা বয়সের ভারে নুয়ে পড়বে গোধূলীর স্নীগ্ধ আবেশে,

আবার সেই গোধূলীকে ম্লান করে নেমে আসবে রাতের নীরবতা।

চক্রাকারে ঘুরবে জীবন তার পালাবদলের খেলায়,

শুধু আমিই আর থাকবো না হেথায়।



তোমার জীবনও নিয়ম মেপে চলবে,

রোজ ঘুম থেকে উঠা আর দাঁত মাজা,

স্নানের ঘরে ঢুকে কন্ঠে গানের সুর ভাজা।



স্বামী সন্তান নিয়ে মেতে থাকা

সুখে থাকা আর সুখে রাখা।

সবই থাকবে আঁকড়ে তোমায়,

আমিই শুধু থাকবো না আর চলে যাবো অন্যথায়।



আমি না থাকলেও,

ঠিকই জানলা গলিয়ে জোৎস্না এসে লুটাবে তোমার বিছানায়,

বৃষ্টি এসে গড়িয়ে পড়বে তোমার বাড়ীর আঙিনায়।

হারাবে কি তুমি তখন আমায় নিয়ে ভাবনায়??



সবই থাকবে সবই দেখবে

সবই পাবে তুমি,

সেই সবার ভিড়ে শুধুমাত্র থাকবো না আর আমি।

হারিয়ে যাবো জীবন থেকে অনেক অনেক দূরে,

খুজবে কি তুমি এই আমাকে স্মৃতি গুলোর ভীড়ে??????

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

কলমের কালি শেষ বলেছেন: এতো অভিমান কেন!! অন্যের ঘরে থেকে আরেকজনের ভাবনায় থাকা কি ভাল !!

কবিতায় ভাল লাগা ।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৫

আমি সৈকত বলছি বলেছেন: কি করবো ভাই বলেন??

অভিমানী মন থেকে অভিমানটুকু যদি সরিয়ে ফেলা হয় তবে আর থাকলো কি!!!!

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

ভালো থাকুন এই কামনানা করি :)

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬

কাবিল বলেছেন: এমন একটা দিন আসবে যেদিন আমিও ত্যাগ করবো এই সুন্দর পৃথিবীর মায়া
সেদিনও নিয়ম করে মন্তব্য করা হবে আমার ব্লগ পড়ে থাকবে সাগর রুনিদের মত।


ভাল হয়েছে ভাই।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৬

আমি সৈকত বলছি বলেছেন: কাবিল ভাইকে আমার ব্লগে স্বাগতম,

অনেক সুন্দর বলেছেন,

আসলেই পড়ে থাকবে,
আমার আর দেখা হবে না :(

ভালো থাকবেন নিরন্তর

শুভ কামনা

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৮

জেন রসি বলেছেন: আমি না থাকলেও,
ঠিকই জানলা গলিয়ে জোৎস্না এসে লুটাবে তোমার বিছানায়,
বৃষ্টি এসে গড়িয়ে পড়বে তোমার বাড়ীর আঙিনায়।
হারাবে কি তুমি তখন আমায় নিয়ে ভাবনায়??


আসলেই তাই।নিষ্ঠুর সময় কখনও কারো জন্য কিছু থামিয়ে রাখে না।

কবিতায় ভালো লাগা।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ ভাই,

থেমে থাকবে না বলেই তো প্রশ্নটা করা :)

ভালো থাকুন এই কামনা করি.....

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১

শায়মা বলেছেন: হায় হায় কি হলো তোমার ভাইয়া??

এত দুঃখ কেনো?

০১ লা মে, ২০১৫ রাত ২:১৫

আমি সৈকত বলছি বলেছেন: আমার এইথানে দুঃখ
আমার হেইথানে দুঃখ
দুঃখ ডানে বামে।

আমার সত্তা জুড়েও দুঃখ।

আমার জীবনটাই একটা দুঃখের কারখানা।

লিখাটি পড়ার জন্য ধন্যবাদ এবং শুভ কামনা

আর হ্যাঁ কবিতা কিন্তু পাই নাই এখনো :(
অনুসরন করে পিছে লেগেই আছি :)

৫| ০২ রা মে, ২০১৫ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


'আপনি চলে যাবেন' না বলে, বলতে পারেন না যে, আপনি শুধু এই দেহকে ছেড়ে অন্যরূপ নিয়ে বেঁচে থাকবেন?

০৩ রা মে, ২০১৫ রাত ২:৩৪

আমি সৈকত বলছি বলেছেন: অন্য রূপটা নেবো যার মাঝে তার কাছেই তো ভাই সব কটি প্রশ্নের তীর ছুড়লাম :)

কবিতা পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৬| ০৩ রা মে, ২০১৫ দুপুর ২:৫২

সুমন কর বলেছেন: কমন প্লটে চমৎকার লিখেছেন। ৩য় ভালো লাগা।


নিরবতা > নীরবতা।

হবে

০৪ ঠা মে, ২০১৫ রাত ২:১৫

আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই,

দীর্ঘদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে সত্যিই ভালো লাগছে প্লাস খুশিও লাগছে।

আপনাদের মন্তব্য গুলো যে কতটা মূল্যবান আমার জন্য তা বলে বোঝাতে পারবো না।

আমি ভাই লেখক নই তবে আপনাদের সাহচার্যে হয়ে উঠতে চাই তেমন কিছু।

কি ভাই হয়ে উঠতে দিবেন না???? :)

আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম...
ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিবেন।

৭| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:২২

সুমন কর বলেছেন: অবশ্যই সাথে আছি।

০৫ ই মে, ২০১৫ রাত ৩:৫১

আমি সৈকত বলছি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানিবেন ভাই :)

৮| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৫:০২

নূসরাত তানজীন লুবনা বলেছেন: এত দুঃখ পোষা ভালো না
দুঃখগুলোকে এবার ছুটি দিন না !
সেই সুযোগটা দিন
নতুন কিছু জায়গা করে নিক

০৫ ই মে, ২০১৫ রাত ৩:৫৪

আমি সৈকত বলছি বলেছেন: জানিনা দুঃখকে কি আমিই পুষি নাকি দুঃখগুলোই আমাকে পোষে.....

যাইহোক,
পরেরটা তে আপনার কথা মাথায় রাখবো ইনশাল্লাহ :)

মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ০৫ ই মে, ২০১৫ সকাল ৭:০৩

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ভালোই লিখেছেন

০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৪

আমি সৈকত বলছি বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিবেন ভাই :)

১০| ০৫ ই মে, ২০১৫ সকাল ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:

কেহ জানে না যে, সে পৃথিবী ত্যাগ করেছে।

০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৫

আমি সৈকত বলছি বলেছেন: হুম্মম তা ঠিক

ধন্যবাদ আপনাকে.....

১১| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১:৪৪

রোদেলা বলেছেন: কষ্ট কষ্ট ভালো লাগা।।

০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৬

আমি সৈকত বলছি বলেছেন: এত কষ্ট দিয়ে ফেলি বুঝি আমি আমার এই সন্মানিত পাঠক পাঠিকাদের!!!!! :(

১২| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৩

আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম প্রামানিক ভাই,

পড়ে যে আপনি আপনার মূল্যবান মন্তব্য করেছেন এই জন্য কৃতজ্ঞতা জানিবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.