নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিরাশার দোলনায় আপনাকে স্বাগতম

চরম নৈরাশ্যবাদী ও আশাবাদী দুটোর সংমিশ্রনে আমি সৈকত বলছিঃ সমস্যা ছুড়ে ফেলে ধূর ধূর জ্বালা বলে দেখইনা রুখে তুমি দাড়িয়ে,কেটে যাবে আধার,ছুড়ে ফেল সংস্কার দেখবে জীবন হাত বাড়িয়ে...............।।

আমি সৈকত বলছি

নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥

আমি সৈকত বলছি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার আকাশ আজ বিশ্বাস হীনতার অন্ধকারে ঢাকা.......... :)

০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩০

তোকে খুব বেশী ভালোবেসেছিলাম বলেই আমি তোর ব্যাপারে অন্ধ ছিলাম....

আর তুই কিনা আমার সেই অন্ধত্বের সুযোগ নিলি....??
ছিনিমিনি খেললি তুই আমার বিশ্বাস নিয়ে........!!!!!!

ভালোবাসার নীল আকাশ আজ বিশ্বাস হীনতার অমানিষায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে.....

একটা সময় পুরো আকাশটাকেই গ্রাস করে ফেলবে......

আর ভালোবাসার পৃথিবীটা??
এক রাশ বিশ্বাস হীনতার ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যাবে...

আচ্ছা তোমার কি মনে পড়ে???
আমি তোমাকে বার বার বলতাম,
একটি ঘরকে দাঁড় করিয়ে রাখার জন্য অনেক গুলো খুঁটি লাগানো হয়,
একটা ভেঙ্গে গেলে সমস্যা হয় না বাকীগুলো দাঁড় করিয়ে রাখে কিন্তু ভালোবাসার ঘরের একটাই মাত্র খুঁটি আর তা হলো "বিশ্বাস"।

সেই খুঁটি যদি একবার ভেঙ্গে যায় তাহলে ভালোবাসার ঘরের চিহ্নও কোথাও খুঁজে পাবে না।

কেন এই নিরব যন্ত্রনা উপহার দিয়ে গেলে আমার সমস্ত সত্তা জুড়ে???
কি পাপ করেছিলাম আমি তোমার কাছে????

কেন এই নির্মম অভিনয়টা তোর আমার সাথেই করতে হলো........???

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:০৩

সুমন কর বলেছেন: এবার কিন্তু আমার কাছে, মোটামুটি লাগল।

তবে ১ম+।

০৮ ই মে, ২০১৫ রাত ১২:১৯

আমি সৈকত বলছি বলেছেন: সুমন ভাই ধন্য হলাম,

তবে এটা কোন লিখাই না আমি জানি,
আমি তেমন কিছু এইটাতে লিখিও নাই,

এটা জাস্ট একটা যন্ত্রনার সৃষ্ট কয়েকটা লাইন মাত্র.....

সত্যিই পাশে আছেন দেখে ভালো লাগলো,
আগামীতে সৃষ্টিশীল কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ :)

২| ০৮ ই মে, ২০১৫ রাত ১২:০১

জেন রসি বলেছেন: কবির মনের বিষণ্ণতা কবিতায় ভর করেছে।

+

০৮ ই মে, ২০১৫ রাত ১২:২১

আমি সৈকত বলছি বলেছেন: সত্যিই ভিষন রকমের বিষন্নতায় ভরা আমার মন,

সেটাই শুধু লিখেছি আর কিচ্ছু না,
কোন রঙ মিশাইনি লিখায়,

সাদা মাটা যন্ত্রনার লিখা :)

৩| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

কবিতায় ভাল লাগা।++

০৯ ই মে, ২০১৫ রাত ১২:৩৬

আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.