নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিরাশার দোলনায় আপনাকে স্বাগতম

চরম নৈরাশ্যবাদী ও আশাবাদী দুটোর সংমিশ্রনে আমি সৈকত বলছিঃ সমস্যা ছুড়ে ফেলে ধূর ধূর জ্বালা বলে দেখইনা রুখে তুমি দাড়িয়ে,কেটে যাবে আধার,ছুড়ে ফেল সংস্কার দেখবে জীবন হাত বাড়িয়ে...............।।

আমি সৈকত বলছি

নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥

আমি সৈকত বলছি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ও তৃতীয় পক্ষ। →২য় পর্ব←

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

এখন রাত ১০টা....

অনু কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না..
বার বার মনে পড়ে যাচ্ছে সারাটা বিকেল অস্থিরতায় কাঁটানো লোকটার কথা...

কি অসীম প্রেম আর আকুলতা ছিলো লোকটির চোখে মুখে....

আচ্ছা মানুষটা কি এখনো ওখানেই দাঁড়িয়ে আছে??
নাকি চলে গেছে বাসায়...

সাথের লোকগুলোকে তো দেখলাম অনেক আগেই পাঠিয়ে দিয়েছে.....

এত রাত পর্যন্ত কি দাঁড়িয়ে থাকবে মানুষটা...???
কেন দাঁড়িয়ে থাকবে???
শুধুই কি আমাকে দেখার জন্য????

একবার গিয়ে কি দেখে আসবো???
নাহহহ যাবো না...

গিয়ে যদি দেখি মানুষটা এখনো দাড়িয়েই আছে তাহলে কি হবে???
বলবো যে এই মুহুর্তে এখান থেকে সোজা বাসায় যাবেন.....

এভাবে বলতে কি আমি পারবো???

এভাবেই হাজারও প্রশ্নেরা এসে ভীড় করতে লাগলো অনুর মনে আর অনু সেই প্রশ্ন গুলোর উত্তর খুঁজে নিতে লাগলো.....

রাত তখন ঠিক ১২.০০টা..

ইলা ভিলা'র গেইট দিয়ে নিঃশব্দে বেরিয়ে রাস্তায় নেমে এলো একটি ছায়া মানব.....

লম্বা আলখেল্লা আর মুখ কালো কাপড়ে আবৃত থাকার কারনে বোঝার সাধ্য নেই ছায়ামানবটি পুরুষ নাকি মহিলা....

অতি সাবধানী পায়ে ছায়া মানবটি এগিয়ে যেতে লাগলো উত্তর দিক লক্ষ্যে....

এর মধ্যেই ছায়ামানবটি তিনটি মোড় ঘুরে এসেছে...
আরো কিছুদূর যাওয়ার পর,
ছায়া মানবটি লক্ষ্য করলো যে..
কিছুটা সামনেই রাস্তাটি দু'দিকে মোড় নিয়েছে....
ছায়া মানবটির গতি শ্লথ হয়ে গেলো এই পর্যায়ে এসে,
মনে হচ্ছে,
সামনের মোড়টিই ছায়ামানবটির লক্ষ্য অথবা ঐ মোড় থেকে কোন দিকে ঘুরবে তা নিয়ে সন্ধিহান....

ছায়া মানবটির চোখের দৃষ্টি হয়ে গেলো তিক্ষ্ণ আর অসম্ভব রকমের সন্ধানী....
কি যেন খুঁজে ফিরছে সেই চোখ....

মোড়টির পাশেই আছে একটি ল্যাম্প পোস্ট....

ছায়ামানবটি এবার আরো সতর্কতার সাথে রাস্তার পাশের বিল্ডিং এর ছায়ার আশ্রয় নিয়ে এগুতে লাগলো সামনে.....

আরো কিছুটা পথ আগাতেই সেই মোড়ে একটি মানুষের অবয়ব ভেসে উঠলো....

ছায়া মানবটি লক্ষ্য করলো যে উত্তর দিক থেকে ভেসে আসা বাতাসে সিগারেট এর গন্ধ....

ছায়া মানবটি এবার শিউর হয়ে গেলো....
মোড়ে দাঁড়িয়ে বা বসে আছে কেউ এবং সে এখন সিগারেট ফুঁকছে....
যার ধোঁয়া বাতাসে মিশে ভেসে আসছে দক্ষিনে.....

চুপ চাপ নিস্তব্ধতায় কেটে গেলো আরো কিছুটা সময়....
ছায়া মানবটি চট ঘড়ির দিকে তাকালো....
ঘড়ির রেডিয়েশন রশ্নির সাহায্যে দেখে নিলো সময়....

রাত ১২:২০ মিনিট....

এবার দেখা গেলো,
ছায়া মানবটি হঠাৎ করে প্রচন্ড ক্ষিপ্রতার সাথে উঠে দাঁড়ালো এবং প্রায় সাথে সাথেই লাফ দিয়ে রাস্তায় নামলো....

কয়েক সেকেন্ডের ব্যাবধানে আবছা আলোয় দেখা গেলো একটি ছায়াকে তীর বেগে এগিয়ে যেতে সামনের ঐ মোড় লক্ষে...........

↓↓↓↓
♥♥♥চলবে.......

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: সুন্দর কাহিনী। ধন্যবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার প্রামানিক ভাই..

শুভ কামনা নিরন্তর। :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

মনিরা সুলতানা বলেছেন: তারপর ??? পরের পর্বের অপেক্ষায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.