নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিরাশার দোলনায় আপনাকে স্বাগতম

চরম নৈরাশ্যবাদী ও আশাবাদী দুটোর সংমিশ্রনে আমি সৈকত বলছিঃ সমস্যা ছুড়ে ফেলে ধূর ধূর জ্বালা বলে দেখইনা রুখে তুমি দাড়িয়ে,কেটে যাবে আধার,ছুড়ে ফেল সংস্কার দেখবে জীবন হাত বাড়িয়ে...............।।

আমি সৈকত বলছি

নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥

আমি সৈকত বলছি › বিস্তারিত পোস্টঃ

"বাংলাদেশ এবং প্রবাস"

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭




"বাংলাদেশ"

এই নামটা যে কতটা অস্তিত্ব জুড়ে আছে বাংলাদেশীদের....
তা কেবল ভেতর-বাহির সর্বস্তর থেকে অনুমান করা যায় প্রবাসীদের দেখলে.....

বাংলাদেশ!!!

নামটা শুনলেই বুকের শূন্যস্থানটায় পূর্ণতা পায়.....
নামটা শুনলেই অজানা দুঃখ-সুখে বুকের কোনে চিনচিনে ব্যাথা অনুভূত হয়.....
নামটা শুনলেই চেনা জানা কত হাসি-কান্নার স্মৃতি-বিস্মৃতিরা ভীড় করে দু'চোখের আয়নায়.....



বাংলাদেশে যাওয়ার কথা উঠলেই,
সকল প্রবাসী বাংলাদেশীদের ঘুম হারাম হয়ে যায়......
যতক্ষন না গিয়ে পৌছাচ্ছে বাংলার মাটিতে ততক্ষন যেন স্বস্তির নিঃশ্বাসটা আটকে থাকে শেষ দরজায়.....
বাংলার মাটিতে পা দিয়েই ফোঁস করে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ে সকল প্রবাসী বাংলাদেশীরাই......


যারা আজ বাংলাদেশ কে নিয়ে উপহাস করে,
তিরস্কার করে জেনে বা না জেনে,
হাসির কারন বানায় স্থিতিহীন স্থূল কারনে....
তাদের প্রত্যেককে যদি অন্তত একবারের জন্য প্রবাস নামক কারাগারে এনে বন্দী করা যেত তবে আমি অন্ততপক্ষে ১০০% শিউর যে...


বাংলাদেশ!!
নামটা শুনলেই ওদের বুক কেঁপে উঠতো....
অপমান করাতো দূরের কথা.....
একবার....
শুধু একবার......
ছেড়ে আসো আপন মায়ের কোল....
তবেই বুঝবে কোথাকার ব্যাঙ তুমি কোথায় এসে পড়েছো!!!!
কি ধন ফেলে এসেছো......!!!!
তবেই বুঝবে আরো হাজারও অব্যক্ত অনুভূতির আলোড়ন তোমার আপন হিয়ার মাঝে......
তখন শুধু চিৎকার করে বলতে চাইবে,
"ভালোবাসি প্রিয় বাংলাদেশ
ভালোবাসি তোমায়.....
তোমায় ছেড়ে ভালো নেই,
ভালো থাকা যায়নি....
ভালো থাকা যায় না.....
ভালো থাকা যাবেও না....."

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.