![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুজে ফিরি সারাক্ষন।এই পৃথিবীর রাজ পথে,অলি গলি আর চোরা চিপা গলিতে খুজে ফিরি নিরন্তর।এ আমার আত্মার কথাঃ \"হারিয়ে খুজি নিজেকে\" নিজের মাঝেই খুজি নিজেকে।।খুব সাধারন একটা মানুষ,লিখতে ভালোবাসি বলেই লিখি অন্যের লিখা পড়তে ভালোবাসি বলেই পড়ি।ব্লগের সকল লেখকের প্রতি রইলো অজস্র শুভ কামনা ও অগ্রজদের জন্য রইলো স্পেশালি বিনম্র শ্রদ্ধা।♥ভালোবাসি সবাইকে♥
জীবন হচ্ছে একটি নদী....
আর আমরা মানুষগুলো হচ্ছি এক একটা পাল তোলা নৌকা.....
এ দুটোর মাঝে যে বাস্তবতার বসবাস তা মেনে নিতে পারলেই সুখ ভোগ করা যায়....
যেমন,
নদী বা নদীর পানি সব সময় শান্ত থাকে না...
মাঝে মাঝে কিছুটা উত্তাল হয় বা হবে, এটাই স্বাভাবিক......।।
যেই সময়টাতে নদীর পানি উত্তাল হয় ঠিক সেই সময়টাতে যদি শক্ত হাতে নৌকার হাল ধরে রাখা যায় তবেই শান্ত নদীতে ভেসে চলার সুখ ভোগ করা যায়......
আর উত্তাল সময়টাতে যদি হাল না ধরে ভয় পেয়ে ছিটকে পড়ে যায়,
তবে তো সেখানেই সমাপ্তি....
সুখ ভোগ তো অনেক দূর......
২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭
আমি সৈকত বলছি বলেছেন: প্রথমে ব্লগে স্বাগতম জানাই।।।।
আসলে বাংলাদেশ আর পরের দেশ বলে কিছু নয়,
এটা সর্বত্র প্রযোজ্য।।।।
৩| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৪৮
মানবী বলেছেন: সুন্দর উপলব্ধি, ভালো লেগেছে পড়ে।
ধন্যবাদ আমি সৈকত বলছি।
১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩
আমি সৈকত বলছি বলেছেন: ব্লগে স্বাগতম...
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন...
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০
আখেনাটেন বলেছেন: যে পাল তোলা নদীর কথা বলেছেন সে নদী কি আদৌ কি বাংলাদেশে আর আছে। সব তো মরে খা খা হওয়ার দশা। উত্তাল টেউ উঠবে কোথা হতে।