নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মিতভাষী

এই ব্লগের সব মৌলিক লেখার স্বত্ব লেখকের নিজস্ব। মৌলিক লেখা অনুমতি ব্যতিরেকে অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

মিতভাষী

আমি কেউ না।

মিতভাষী › বিস্তারিত পোস্টঃ

গ্রেনেড ছুড়তে অদক্ষতা, না গ্রেনেডের নিন্মমান দায়ী?

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

দেশে যুদ্ধ চলিতেছে এবং ইহাতে দু’একজন যোদ্ধা আহত-নিহত হইবেন, তাহা অপ্রত্যাশিত নহে। তবে এইরূপে গ্রেনেড ছুড়িতে গিয়া আহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক।



স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর গতকাল এক প্রেস রিলিজ দিয়া কহিয়াছেন, রাজশাহীতে গতকাল জামাত-শিবিরের মিছিলে গ্রেনেড ছুড়িয়া মারিতে যাইয়া পুলিশের যে শিক্ষানবীশ উপ-পরিদর্শকের দুই হাতের কবজি উড়িয়া গিয়াছে, তাহা জামাত-শিবিরের সরবরাহকৃত ছিল। পুলিশের আসল গ্রেনেড হইলে তা পিন খুলিবার সময় হাতে বার্স্ট হইবার চান্স না বলিলেই চলে। যেহেতু গ্রেনেডটি জামাত-শিবিরের সরবরাহ করা ছিল তাই গ্রেনেডটি মিছিলের দিকে ছুড়িয়া মারিবার সময় পুলিশের হাতে বিস্ফোরিত হইয়াছে।



দেশের প্রথম সারির জাতীয় দৈনিক হলুদ আলো, হলুদ কন্ঠ, হলুদ স্টার, ভারতীয় টয়লেট টিস্যু কন্ঠ, হলুদকাল, হলুদান্তর, হলুদফাকসহ প্রায় সব পত্রিকায় খবরটি সচিত্র প্রকাশিত হইয়াছে।



তবে এই খবরকে চ্যালেঞ্জ করিয়া শিবির যে ভিড্যু ফেসবুকে ছাড়িয়াছে, তাহাতে কিন্তু স্পষ্টই দেখিতে পাওয়া যায় যে গ্রেনেডখানি শিবিরের সরবরাহকৃত গ্রেনেড নহে; উহা ভারত থেকে আমদানিকৃত পুলিশেরই গ্রেনেড।



তাহার অর্থ দাড়াইলো এই যে ম খা সাহেবের পুলিশকে আরো প্রশিক্ষণ লইয়া গ্রেনেড ছুড়িতে যাইতে হইবে; না হইলে এইরূপে গ্রেনেড সরবরাহকারীর ওপর দোষ চাপাইয়া লাভ নাই বলিয়া জাতি মনে করিবে।





তাহা ছাড়া কমিশন খাইয়া নিন্মমানের ভারতীয় গ্রেনেড আমদানি করিয়া পুলিশের জীবন বিপন্ন করিবার এই ব্যাপার কিন্তু জাতি ভাল চোখে না-ও দেখিতে পারে।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই ভিডিও টির লিক দেন

২| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫

মিতভাষী বলেছেন: এই লন ভারতীয় গ্রেনেডের চালান

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

খিয়ারি বলেছেন: ভিডিও টা দেখলাম। আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলছি যে শিবিরের উপর পুলিশের বোমা মারার বিন্দুমাত্র দৃশ্য আমার চোখে পড়লনা। এইটা মিথ্যা কথা। যদি সত্যি হয় তবে আমার উপর গজব নেমে আসুক।

ভিডিও জুড়ে পুলিশকে কোন বোমা বা গ্রেনেড বহন করতে না দেখা গেলেও লাল হরফে আল্লাহর গজব নেমে আসা এবং একটি পুলিশকে বোমা বহন করতে দেখা যাচ্ছে বলে যে কথা প্রচার করছেন যারা এবং তাও আবার মহান রাব্বুল আলামীন আল্লাহর নামে তাদের উপর গজব নেমে আসুক। আমীন।

(আর আমি নিজের চোখে এই ভিডিও তো পুলিশকে বন্দুক হাতে দৌড়ে যেতে দেখলাম। তার আগে কতগুলো ছেলেকে ইট বা বোমা সদৃশ কোন বস্তু দিয়ে ঢিল দিতে দেখলাম। শব্দ শুনলাম বোমা ফাটার অথবা পুলিশের গুলি ছোঁড়ার। সেই সাথে অনেক ধোয়াঁ।

দৌড়াতে গিয়ে ধোঁয়ার ভেতর একটি পুলিশ লুটিয়ে পড়লে তাকে কয়েকজন ধরে নিয়ে আসছিল।)

আল্লাহর নামে যারা মিথ্যা প্রচারণা চালায় তাদের শাস্তি আল্লাহই দিবেন এই ফরিয়াদ জানাই। সেই সাথে এই মিথ্যা প্রচরাণা কারীদের হেদায়েত দান করুন। আল্লাহুমামীন।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

মিতভাষী বলেছেন: “সেই সাথে এই মিথ্যা প্রচরাণা কারীদের হেদায়েত দান করুন। আল্লাহুমামীন।”

আমীন।আমীন।

তা মি. খিয়ারি, শিবিরের ছোড়া গ্রেনেড পুলিশের শরীরের অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি না করে কেন শুধু দুই হাতের কব্জির ওপর চড়াও হলো?

হাত দিয়ে ফিরিয়ে ছিল বলে যে দৈববানী মুতি কাগু তার পেপারে লিখেছেন, তা মুতি কাগু কি নিজ চোখে দেখে এসেছেন?

যে পুলিশ গ্রেনেড হাত দিয়ে ফেরায়, সে কি পুলিশ? অথবা কোন পুলিশ কি আদৌ তার দিকে ছোড়া বোম হাত দিয়ে ফেরাবে?

নাকি সরে গিয়ে বোমা থেকে নিজেকে বাঁচাবে?

পুলিশ তার নিজের গ্রেনেড ছুড়তে গিয়েই যে আহত হয়েছে- এতে কি আর কোন সন্দেহ থাকে?

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

মিতভাষী বলেছেন: মিথ্যাচার কারা করছে?

ম খা আলমগীর না অন্যরা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.