![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিংটোনটা বড়ই মোলায়েম,
পারছোনা বুঝি শুনতে ?
বৃষ্টি মাথায় হেঁটেছি শুধু
ধরবে ফোন এই আশাতে।
নয়তো এটা রং নাম্বার,
কিংবা ব্লাঙ্ক কল।
জানি তুমি পাশেই আছ
যখন বাজছে অনর্গল।
বৃষ্টিতে আমি কাকভেজা
বাসেও মিলছেনা ঠাঁই
পাশের জন আমার মতনই
মৃদু ধাক্কাতে বুঝি পরে যাই।
বয়স হয়েছে ,ওজন বেড়েছে,
শরীরের হচ্ছে ক্ষয়,
একট-আধটু অনিয়ম হলেই
অসুখে পরে যাই।
এসব তুমি সবই জানো,
তবু বলছি সবিস্তারে্,
২/৪ লাইনে মন ভরেনা
জানতে পারি মতামতে।
©somewhere in net ltd.