| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনতন্ত্রের কী চমৎকার সংগা আমাদের !
নিরীহ মানুষ পুড়িয়ে মারলে - গনতন্ত্র অক্ষুন্ন থাকে !
বোমা মেরে ছোট্ট শিশুর চোখ নষ্ট করে দিলে - গনতন্ত্র অক্ষুন্ন থাকে !
ইচ্ছেমত গাড়ি ভাংচুর করলে - গনতন্ত্র অক্ষুন্ন থাকে !
ককটেল দিয়ে মানুষকে পংগু করে দিলে - গনতন্ত্র অক্ষুন্ন থাকে !
কিন্তু, এসবের জন্য যারা করায়, পরিকল্পনা করে, অর্থ দেয়, তাদের এ্যারেস্ট করলে - হায় হায় ! গনতন্ত্র বিপন্ন হয় !
তাই আসুন, মনির কিংবা আগামী কালের খালেক, মানিক, ইশরাত কিংবা আলমের জন্য খামাখা মায়া কান্নার নাটক বন্ধ করি - বরং দেখি কিভাবে আরও মানুষ পুড়িয়ে কাবাব বানিয়ে, গাড়ি ভেংগে, ককটেল ছুঁড়ে গনতন্ত্রকে অক্ষুন্ন রাখা যায় !
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
আখিলিস বলেছেন: তা কেন, বোধ জ্ঞান বিসর্জন দিয়ে অন্ধ চামচা হই আর মানুষ পোড়াই, তাতেই না গনতন্ত্র রক্ষা পাবে (আর তার সাথে সাথে আমাদের প্রাণের বন্ধু মুজাহিদ, নিজামী, সাঈদিও)। বাকশাল বুঝি কিন্তু যুদ্ধাপরাধী বুঝি না। তত্বাবধায়ক বুঝি কিন্তু ইলেকশন ইন্জিনিয়ারিং বুঝি না । ১৭৩ গুনতে পারি কিন্তু ১২৩ বা ৮৯ গুনতে পারি না । অন্য কেউ যে চামুচ তা বুঝি কিন্তু আয়নায় নিজের মুখ দেখি না।
২|
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
জহির উদদীন বলেছেন: @ কিরিটি রায় দলকানা দলদাসদের এভাবে বাশঁ দিয়েও চোখ ও বিবেক খুলে দিতে পারবেন না....শুধুই বৃথা চেষ্টা.....এদের দরকার পাছায় লাথি.....
দুরে গিয়া মর......
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
আখিলিস বলেছেন: ফাকিস্তানের জারজেরা, বাঁশের কেল্লায় গিয়া মর । যারা নিজের ব্রেইন অনেক আগেই মেশিন আব্বাদের কাছে বেচে দিছে, শত যুক্তিতেও তারা লাইনে আসবে না।
৩|
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
নিরব বাংলাদেশী বলেছেন: সব পরিসংখ্যাই বুঝলাম, সবই খেলা, কিন্তু এর মধ্যে গনতন্ত্র আসলো কেন? কখনো কি ছিল এটা এই বাংলার মাটিতে, নাকি এখানে এটা সেইসব খেলোয়াড়দের পছন্দের শব্দগুলোর মাঝে একটি?
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
আখিলিস বলেছেন: ঠিক বলেছেন - কিন্তু উনারা বলেন সবই না কী গনতন্ত্র রক্ষার জন্যই ।
৪|
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: হুম ।
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
আখিলিস বলেছেন: হুম !
৫|
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
নিরব বাংলাদেশী বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন - কিন্তু উনারা বলেন সবই না কী গনতন্ত্র রক্ষার জন্যই
শুধু উনারা বলেন না, আমরা সবাইতো বলি। সুতরাং আমরা সবাইতো খারাপ আর এক খারাপ আরেক খারাপ এর তুলনা কিভাবে করে?
৬|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
এম আর ইকবাল বলেছেন:
আচ্ছা বলুনতো বাকশালী কত দিন দেশ শাসন করেছে,
আর গনতন্ত্রীরা কতদিন ।
বাকশাল বুঝাতে সত্যিকার অর্থ্যে
বাকশাল যতদিন ছিল ।
আমরা ঝগড়া করি অনর্থক ।
যারা দেশ চালায় তারা দেশ নয়
নিজেকে নিয়ে বেশী ব্যস্ত ।
এশিয়ায় আমাদের পরে যারা স্বাধীন হয়েছে,
তারা আমাদের চেয়ে আরো বেশী উন্নতি করেছে ।
কারণ শাসকরা দেশকে ভালবেসেছে ।
আমাদের শাসকদের প্রায় সবার একটা সেকেণ্ড হোম আছে
উন্নত দেশে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
কিরিটি রায় বলেছেন: বাহ কি চমৎকার অন্ধ, দালাল আর চামুচ জন্ম দিয়েছে এই বাংলাদেশ দেখূন!!
১৭৩ দিন যারা গাড়ী ভেঙ্গে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি করে স্বৈরাচারের দোসর হয়ে, প্রতিষ্ঠিত বিধানকে ব্যক্তি ইচ্ছায় এবং দলের পরাজয়ের আশংকায় বাদ দিয়ে দেশকে বিপদে ঠেলে দিয়ে গণতন্ত্র রক্ষা করি!!!
বাকশালী কায়দায় দেশ চালিয়ে গণতন্ত্র রক্ষা করি!
নির্বাচারে মানুষ মেরে সরকারী গদি রক্ষা করে গণতন্ত্রের সবক দেই!
স্বেচ্চাচারি কায়দায় দেশ চালিয়ে বীতশ্রদ্ধ মানুষের সিটি সিগনাল পেয়ে জোর করে ক্ষতা ধরে রেখে গণতন্ত্র রক্ষা করি!!
ভুতের মূখে রাম নাম , আর কুমিরের অশ্রু দিয়ে গণতন্ত্রের জন্য কাঁদি!!
হাম্বার দলকানা, সমর্থক হয়ে , বোধ জ্ঞান বিসর্জন দিয়ে অন্ধ চামচাচি আর দালালী দিয়ে গণতন্ত্র রক্ষা করি!!!!!!!!!!!!!!