নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

$

জেনারেশন সুপারস্টার

$

জেনারেশন সুপারস্টার › বিস্তারিত পোস্টঃ

আমেরিকানরা কেন পৃথিবীর সেরা জাতি?

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২৭



সেরা সামরিক জাতি বলে কিছু যদি থাকে সেটা হল আমেরিকান। এদেশে সেনাবিরোধী পরিবার একটিও নেই।

বুশ বাড়ী ও ম্যাককেইন বাড়ী - আমেরিকাকে সেনা মেধা উপহার দেওয়া শ্রেষ্ঠ বংশ। ম্যাককেইন পরিবার পুরোপুরিভাবে মিলিটারী পরিবার।

কোনদিন সেনাশাসন আসেনি, একনায়কতন্ত্র আসেনি, প্রত্যেকবার স্থিতিশীল গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে ২০শে জানুয়ারী নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় বসেছে আমেরিকায়। ফলে ইকোনমি ও মিলিটারী পৃথিবীর এক নাম্বারে পরিণত হয়ে এসেছে ধীরে ধীরে।

এই ধারাটা আমেরিকান মিলিটারীর প্রতিটি সোলজার উপভোগ করে। আমেরিকান মিলিটারীর অফিসাররা অবসরের পর প্রেসিডেন্ট হতে পারবে কি না সে উদ্দীপনাটা উপভোগ করে। মিলিটারী লাইফে পুরো পৃথিবীর অলিগলি চষে বেড়ানোর অভিজ্ঞতা দেশসেবায় লাগানোর এই সুযোগ কোন সেনা মিস করেনা।

এই ধারায় সবচেয়ে এগিয়ে আছে বুশ বাড়ী ও ম্যাককেইন বাড়ী। বুশ বাড়ীর পিতা সিনিয়র এইচ বুশ আমেরিকান নৌবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। সামরিক জীবন দীর্ঘায়িত করতে পারতেন৷ হতে পারতেন এডমিরাল। কিন্তু অন্য এক্স মিলিটারী প্রেসিডেন্টদের ধারায় দেশসেবায় নেমে পড়েন। ফলে সামরিক জীবন দীর্ঘায়িত করেন নি।

এরপর একদিন সিআইএর পরিচালক হন। আমেরিকান প্রেসিডেন্টেদের মধ্যে যা অনন্য৷ এরপর ১৯৮৮ সালে প্রেসিডেন্ট হিসেবে জিতে যান। পুত্র জর্জ বুশও একই। ছিলেন এয়ারফোর্সের ফার্স্ট লেফটেন্যান্ট (ছবিতে) ।







পিতা জীবিত থাকা অবস্থায় ২০০০ ও ২০০৪ সালে প্রেসিডেন্ট হয়ে যান বড় বড় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে। এরপর বিশ্বকে পাল্টে দেওয়া আফগান ও ইরাক যুদ্ধে নেতৃত্ব দেন। এখন অবসরে টেক্সাসের খামারবাড়ীতে বুশ পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে দুনিয়া সম্পর্কে উপদেশ দেন।



সেপ্টেম্বর মাস চলে আসলেই বুশ পরিবার এর কথা পৃথিবীর স্মরণে চলে আসে। ম্যাককেইন পরিবারও একই। জ্যাক ম্যাককেইন নামে তাদের একটা ছেলে এখন আমেরিকান নৌবাহিনীর কমান্ডার (লেফটেন্যান্ট কর্ণেল)।

এই ছেলেটা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে। তার পিতা জন ম্যাককেইন অল্পের জন্যে ২০০৮ সালে প্রেসিডেন্ট হন নি। তিনি আগে আমেরিকার নৌবাহিনীর ক্যাপ্টেন ( কর্ণেল ) ছিলেন , পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধের একজন স্টার নেভী অফিসার হিসেবে খ্যাতি ছিল। আমেরিকান নৌবাহিনীতে উনাকে একজন ভবিষ্যৎ রিয়ার এডমিরাল বলে হিসাব করা হত।

আমেরিকার এই ধারাটাতে বুশ ও ম্যাককেইন ফ্যামিলির সাথে এখন এগিয়ে যাচ্ছে ট্রাম্প পরিবার। ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্প ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট। বয়স এখন মাত্র ১৪।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৮

দেখা হবে রাজপথে বলেছেন: পৃথিবীর সব সেরা ও বুদ্ধিমান এবং কু বুদ্ধিমান ও বদমাইশ মিলে একটা দেশ গঠন করেছে সেটা হলো আমেরিকা।
দুয়ে মিলে এটা সেরার সেরা হবে সেটা তো অবাক হওয়ার কি আছে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০২

কামাল১৮ বলেছেন: আমেরিকার রাজনৈতিক ও সামরিক উথ্থান দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর।অর্থনৈতিক উথ্থান হয় ডলারকে বিনিময়ের মাধ্যম করাতে।সামাজিক উথ্থান হয়নি।সামাজিক মানদন্ডে তারা ইউরোপের অনেক পিছনে।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৬

এইচ তালুকদার বলেছেন: পৃথিবীতে আমেরিকার শ্রেষ্ঠত্ব আগামী একশো বছরেও কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, মজবুত গনতন্ত্রই এর একমাত্র কারন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.