![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost
পর্ব ১ এবং পর্ব ২ এর পর ...
'ফ্লিপার ডলফিন শো' দেখার পর বিকাল চারটায় আমরা গিয়ে হাজির হলাম গোল্ডেন ডোম সী লায়ন-এর কীর্তিকলাপ দেখার জন্যে। আজকের দিনের জন্যে এটাই শেষ আকর্ষণ। প্রসঙ্গত: উল্লেখ্য যে, প্রতিটি শো শেষ হবার পর যেকেউ চাইলে ওই শো-এর প্রাণীদের সাথে ছবি তুলতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত ডলার গুণতে হবে। যেমন, ফ্লিপার ডলফিনের সাথে ছবি তুলতে হলে ৫৭ ডলার দিতে হবে।
গোল্ডেন ডোম সী লায়ন শো এর ছবিগুলো ঝটপট দেখে ফেলি তাহলে:
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
২৮.
২৯.
৩০.
৩১.
৩২.
৩৩.
৩৪.
৩৫.
৩৬.
৩৭.
৩৮.
৩৯.
৪০.
৪১.
৪২.
৪৩.
৪৪.
৪৫.
বিকাল সাড়ে পাঁচটার দিকে মায়ামী সি-অ্যাকুরিয়াম থেকে বের হলাম। ক্ষুধার জ্বালায় পেট চোঁ চোঁ করছে। চলে গেলাম মায়ামী ডাউন টাউন বাংলা খাবারের দোকান 'বেঙ্গাল ইণ্ডিয়ান কুইজিন' রেস্তোঁরায়। পেট ভরে চিকেন বিরিয়ানী, নানরুটি আর কাবাব খাবার পর রাতের মায়ামী দেখতে বের হলাম পায়ে হাঁটা পথে।
অবশেষে ঘড়িতে যখন রাত প্রায় দশটা বাজতে চললো, তখন ট্যাম্পা'র উদ্দেশ্যে গাড়ী স্টার্ট দিলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত ছবি দিয়েছেন, চমৎকার বর্ননা- আপাতত না গেলেও চলবে।
চলুক, সাথেই আছি। আমি মেবি আগের পর্বগুলো মিস করেছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
পয়গম্বর বলেছেন: আমার নিত্যদিনের সঙ্গী নাইকন ডি-৯০ -তে যা ছবি তুলেছি, তার সামান্য কিছু বাছাইকৃত ছবি সবার সাথে শেয়ার করলাম। সামুতে ছবি আপলোড করার সময় অনেক সমস্যা করছিল। সময় আর স্থানাভাবে অনেক ছবি দিতেও পারলামনা।
আরেকটি বিষয় বলতে চাই। দীর্ঘদিন ধরে ভ্রমণবিষয়ক পোস্ট দেওয়া হয়ে উঠছেনা। এর মধ্যে বেশ কিছু ভ্রমণ বিষয়ক পোস্ট জমে গিয়েছে অর্থাৎ ড্রাফট করে রেখেছি। সুযোগ মতো পোস্টগুলো সবার সাথে আশা করছি শেয়ার করবো।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
সোহানী বলেছেন: ওওওওও... দারুন সব ছবি নিয়ে ব্লগ.... আই লাভ ইট....
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬
পয়গম্বর বলেছেন: মায়ামী সি-অ্যাকুরিয়ামে ঢুকলে ক্যামেররার শাটার বন্ধ করাটা কঠিন। তাই ভাবলাম, আমার ছবিগুলোই হয়তো সব কথা বলে দেবে। ধন্যবাদ সোহানীকে ব্লগে সাথে থাকার জন্যে।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
আবু শাকিল বলেছেন: আগের পূর্ব গুলা পড়া হয় নাই।
পোষ্ট পড়া এবং দেখার পর বোঝলাম পড়তে হবে।
ভাল লাগল।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই। ঝটপট পড়ে ফেলুন তাহলে।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন সব আকষর্ণীয় ছবি ------------
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছবি ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
পয়গম্বর বলেছেন: Thanks.
৭| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫
তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ....
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১০
পয়গম্বর বলেছেন: তুষার কাব্য কে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো।